চলতি মাসেই নতুন ৫জি স্মার্টফোন নিয়ে আসতে পারে ভিভো। সম্প্রতি চিনে ভিভো জেড৬ ৫জি ফোনের টিজার প্রকাশ্যে এসেছে। এই ফোনে থাকবে স্ন্যাপড্রাগন ৭৬৫ চিপসেট। কোম্পানি জানিয়েছে ২৯ ফেব্রুয়ারি এই ফোন বিক্রি শুরু হবে। এর এক দিন আগেই প্রকাশ্যে আসবে দাম। কোম্পানির ওয়েবসাইট থেকে নতুন ফোনের একাধিক স্পেসিফিকেশন জানা গিয়েছে।
ভিভো জেড৬ ৫জি -তে থাকবে একটি হোল-পাঞ্চ ডিসপ্লে। ডিসপ্লের উপরে ডান দিকে থাকছে সেলফি ক্যামেরা। ফোনের পিছনে রয়েছে চারটি ক্যামেরা। এই ক্যামেরায় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সাপোর্ট থাকছে। এছাড়াও ফোনের পিছনে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও কোম্পানির লোগো।
ভিভো জেড৬ ৫জি তে স্ন্যাপড্রাগন ৭৬৫ চিপসেট থাকছে। এছাড়াও ফোনের ভিতরে রয়েছে ৫ হাজার এমএএইচ ব্যাটারি ও ৪৪ ওয়াট ফাস্ট চার্জ সাপোর্ট। সাদা, নীল ও কালো রঙে পাওয়া যাবে নতুন ৫জি স্মার্টফোন।
চিনের এক সোশ্যাল মিডিয়া ওয়েবসাইট থেকে জানা গিয়েছে এই ফোনে ডুয়াল মোড ৫জি কানেক্টিভিটি থাকছে। প্রসেসর ঠাণ্ডা রাখার জন্য বিশেষ লিকুইড কুলিং সিস্টেম ব্যবহার হয়েছে। লঞ্চ এগিয়ে এলে এই ফোন সম্পর্কে আরও অনেক তথ্য সামনে আসতে পারে।