রাহাত আহমেদ রাফি। ২০১৯ সালের ডিসেম্বরে যান আবুধাবি। সেখানে ভাইয়ের সঙ্গে মিলে ব্যবসা শুরু করেন তিনি।
আবুধাবি যাওয়ার আগে বাংলাদেশে থাকার সময় স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে জড়িত ছিলেন এই তরুণ। এর ধারাবাহিকতায় আবুধাবিতে গিয়েও রেড ক্রিসেন্টের সঙ্গে যুক্ত হন। এরইমধ্যে করোনা পরিস্থিতিতে ভ্যাকসিন আবিষ্কারে কাজ শুরু করে বিভিন্ন দেশ। চীনের তৈরি ভ্যাকসিন পরীক্ষা চলছে আবুধাবিতে।
চীনা কোম্পানি সিনোফার্মের সঙ্গে যৌথভাবে আবুধাবির স্বাস্থ্য অধিদফতর এ পরীক্ষা শুরু করেছে। সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে সেই টিকা উদ্ভাবনে পরীক্ষায় অংশ নিয়েছেন রাহাত আহমেদ রাফি। করোনার পরীক্ষামূলক ভ্যাকসিন নেয়া প্রথম বাংলাদেশি তিনি।
রাফি বলেন, করোনাভাইরাসের ভ্যাকসিনের জন্য স্বেচ্ছাসেবী চাওয়া হচ্ছে বলে প্রথমে জানতে পারি। এতে আমিও ইচ্ছুক হই। মানবসেবায় অংশ নেয়ার সুযোগ পেয়ে সঙ্গে সঙ্গে ইন্টারনেটে নাম তালিকাভুক্ত করি। এরপর কয়েকদিন পরেই আমার সঙ্গে আবুধাবির স্বাস্থ্য অধিদফতর যোগাযোগ করে স্বাস্থ্য পরীক্ষা করে। পরে করোনাভাইরাস পরীক্ষা করা হয়।
তিনি বলেন, আমি শারীরিকভাবে করোনাভাইরাসের ভ্যাকসিন পরীক্ষার জন্য ফিট হই। পরে ২৪ জুলাই আমার শরীরে ভ্যাকসিনের প্রথম ডোজ দেয়া হয় এবং ২১ দিন পর ১৫ আগস্ট সকালে দ্বিতীয় ডোজ দেয়। আমার জানামতে প্রথম বাংলাদেশি হিসেবে আমিই করোনার ভ্যাকসিন পরীক্ষায় অংশ নিয়েছি।