গত মাসের ৮ তারিখ ইন্ডিয়ার বাজারে শাওমি রিলিজ করেছে তাদের পোকো সিরিজের নতুন মোবাইল পোকো এক্স ৩ এনএফছি। মোবাইলটা পোকো সিরিজের অন্যান্য মোবাইলের তুলনায় বাজারে অনেক সাড়া ফেলেছে।
তো চলুন জেনে নেয়া যাক কি আছে এতে।
মোবাইলটির বডি ডাইমেন্সন ১৬৫.৩×৭৬.৮×৯.৪ মিলিমিটার। মোবাইলটির ওজন মাত্র ২১৬৫ গ্রাম। মোবাইলটির ফ্রোন্টে ব্যবহার করা হয়েছে গ্লাস, যাকে সুরক্ষা দেয়ার জন্য দেয়া হয়েছে কর্নিং গরিলা গ্লাস ৫। পোকো এক্স ৩ এনএফছি তে আলুমিনিয়াম ফ্রেম ব্যবহার করা হয়েছে| সিম কার্ড অপশনে ব্যভার করা যাবে হাইব্রিড ডুয়াল সিম।
এবার কথা বলা যাক মোবাইলটির ডিসপ্লে সেকশন নিয়ে। ডিসপ্লে সেকশনে ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়েছে ৬.৬৭ ইঞ্চির আই,পি,এস ডিসপ্লে। যার রেজুলেসন ১০৮০×২৪০০ পিক্সেলস।ডিসপ্লেটির পিপিআই ডেনসিটি ৩৯৫। ডিসপ্লেটির রেশীও ২০ঃ৯। এর নিট ব্রাইটনেস ৪৫০নিটস। ডিসপ্লেটি এইচ,ডি ,আর ১০ সাপর্টেড। তাই ফুল এইপ ডি তে ইউটিউব এবং নেটফ্লিক্স এ ভিডিও স্ট্রিমিং করা যাবে। ডিসপ্লেটির সব থেকে ভাল ব্যপার হচ্ছে এতে দেয়া হয়েছে ১২০হার্য রিফ্রেশ রেট। এবার কথা বলা যাক মোবাইলের সব থেকে গুরুত্বপূর্ণ অংশ এর হার্ডওয়্যর সেকশন নিয়ে।
মোবাইলটিতে অপারেটিং সিস্টেম হিসেবে দেয়া হয়েছে আন্ড্রয়েড ১০।মোবাইলটি রান করবে এম আই উ আই ১২ এ। চিপসেট হিসেবে দেয়া হয়েছে কুয়াল্কম স্নাপড্রাগন ৭৩২জি। এটি একটি ৮ ন্যানো মিটার ওক্টা কোর(2×2.3 GHz Kryo 470 Gold & 6×1.8 GHz Kryo 470 Silver) প্রসেসর।এই প্রসেসরটি বাজারে নতুন এসেছে। চিপসেট এর সাথে জিপিউ হিসেবে দেয়া হয়েছে আন্ড্রইনো ৬১৮। মেমরি অপশনে দেয়া হয়েছে ৬৪ জিবি ৬জিবি র্যাম, ১২৮ জিবি ৬জিবি র্যাম।
এবার কথা বলা যাক পোকো এক্স ৩ এন এফ ছি এর ক্যামেরা সেকশন নিয়ে।সকল মোবাইলের মত এতেও রেয়ার এ দেয়া হয়েছে কুয়াড ক্যামেরা সেটাপ।ক্যামেরা গুলো যথা ক্রমে ৬৪ মেগাপিক্সেল, f/1.9, (wide), 1/1.73″, 0.8µm, PDAF,১৩ মেগাপিক্সেল, f/2.2, 119˚ (ultrawide), ১.0,২ মেগাপিক্সেল, f/2.4, (macro) এবং ২ মেগাপিক্সেল, f/2.4, (ডেপ্ত)।ক্যামেরাটির ফিচার্স হিসেবে আছে ডুয়েল এল এই ডি ফ্লাস,এইচ ডি আর এবং পানারোমা।ভিডিও করা যাবে 4K@30fps, 1080p@30/120fps, 720p@960fps।
সেলফি ক্যামেরা হিসিবে দেয়া হয়েছে ২০ মেগাপিক্সেল, f/2.2, (wide), 1/3.4″, 0.8µm এর একটি ক্যামেরা।ক্যামেরাটির ফিচার্স হিসেবে আছে এইচ ডি আর এবং পানারোমা।ভিডিও করা যাবে ১০৮০ পি @৩০fps। মোবাইলটি তে দেয়া হয়েছে স্টেরিও স্পিকার।যার সাউন্ড কুয়ালিতী অনেক টাই ভাল ছিল। সব থেকে ভাল ব্যাপার মোবাইলটি তে আছে গরিবের ৩.৫৫মিলি মিটার অডিও জ্যাক।
মোবাইলটির সিকিউরিটি হিসেবে দেয়া হয়েছে সাইড মাউণ্ট ফিঙ্গারপ্রিনট এবং ফেস আনলক।
এতে ব্যবহার করা হয়েছে ৫১৬০ মিলি অ্যাম্পিয়ার ব্যাটারি।মোবাইলটি ৩৩ ওয়াট এর ফাস্ট চার্জিং সাপর্টেড।শাওমি দাবি করছে মোবাইলটিতে ৩০ মিনিটে ৬২% চার্জ হবে এবং ফুল চার্জ হতে সময় লাগবে ৬৫ মিনিট।মোবাইলটি বাজারে Cobalt Blue, Shadow Gray এই দুইটি কালারে পাওয়া যাচ্ছে।মোবাইল্টি বাংলাদেশে এখন অফিসিয়ালী রিলিজ হয় নাই।আশা করা যাচ্ছে এই বছরের ডিসেম্বরে বাজারে রিলিজ হবে।ইন্টারনেট থেকে সংগ্রীহিত এর কিছু পারফমেন্স টেস্ট এর ফলাফল দেখান হলোঃ