বাংলাদেশের বাজারে কিন্তু সম্প্রতি সময় লঞ্চ করা হয় গেছে রেডমি নোট নাইন প্রো৷ এবং তার সাথে লঞ্চ করা হয়েছে রিয়েল মি সেভেন প্রো৷ এইদুটি ফোনের প্রাইজ প্রায় পাশাপাশি৷ ইচ্ছে করলেই কিন্তু আমরা এই দুইটি মনের মধ্যে এক ধরনের ক্ল্যাশ সৃষ্টি করতে পারি৷ না! যদিও এটা এই পর্যায়ে কোন ক্ল্যাশ নয়৷ বরং আজকের আর্টিকেলে আমরা আলোচনা করতে চলেছি রেডমি নোট নাইন প্রো এবং রিয়েল মি সেভেন প্রো এই দুইটি ফোনের মধ্যে কোনটা আপনার জন্য উপযুক্ত৷ অর্থাৎ এই দুইটি ফোনের মধ্যে এই আর্টিকেলের তুলনামূলক আলোচনা করা হবে৷
তাহলে শুরুতেই ডিজাইন নিয়ে কথা বলা যাক!
প্রথমে রেডমি নোট নাইন প্রো৷
এই ফোনটির ডিজাইনে এক ধরনের প্রিমিয়াম লুক রয়েছে৷ পেছনে দেয়া হয়েছে গ্লাস ফিল্ড৷ এবং উভয় পাশ কে প্রটেকশন করছে গরিলা গ্লাস ফাইভ। হাতে নিয়ে এক ধরনের প্রিমিয়াম ফিলিংস অনুভব করা যাবে৷ বোঝাই যাচ্ছে ফোনটার শক্তপোক্ত।
অপরদিকে রিয়েল মি সেভেন প্রো তে ব্যবহার করা ডিজাইন টা বলতে গেলে বেশ ক্লাসিক৷ হাতে নিয়ে যে এক ধরনের প্রিমিয়াম ফিলিংস, সেটা আসতেও পারে, আবার নাও পারে৷ কারণ এটা ব্যবহারকারীর রুচি গত ব্যাপার৷
তবে এই ফোনের ওয়েট ডিস্ট্রিবিউশন টা খুব সুন্দর ভাবে করা হয়েছে৷ যার কারণে ফোনটা নিয়ে মোটেও মনে হবে না যে এতবড় একটা ফোন হাতে ধরে রয়েছেন৷ সুতরাং যারা হালকা ফোন ব্যবহার করে স্বাচ্ছন্দ বোধ করেন তাদের জন্য আমি বলব এটি প্রথম চয়েস৷
রিয়েল মি সেভেন প্রো তে ব্যবহার করা হয়েছে ৬.৫ ইঞ্চি ফুল অ্যামোলেড ডিসপ্লে৷ অপরদিকে রেডমি নোট নাইন প্রো তে ব্যবহার করা হয়েছে একটি আইপিএস এলসিডি ডিসপ্লে৷ তবে এই দুইটি ফোনের কোন ফোন নেই ১২০ হার্জ অথবা ৯০ হার্জের রিফ্রেশিং প্যানেল থাকছে না৷ সুতরাং আপনারা যদি এমোলেড ডিসপ্লে ব্যবহার করে স্বাচ্ছন্দ্যবোধ করেন বা আপনি যদি মনে করেন অ্যামোলেড ডিসপ্লে এটাই আপনার জন্য পারফেক্ট হবে তাহলে সেই ক্ষেত্রে আপনার প্রথম চয়েজ হওয়া উচিত রিয়েল মি সেভেন প্রো।
কারণ সুপার অ্যামোলেড ডিসপ্লে আপনাকে দেবে সর্বোচ্চ এক্সপেরিয়েন্স৷
এবার আসা যাক ক্যামেরার কথায়!
বলতে গেলে এই দুইটি ফোনের ক্যামেরার মধ্যে তেমন কোন পার্থক্য নেই৷ ক্যামেরা থেকে শুরু করে ক্যামেরা পারফরম্যান্স দুইটি আমার কাছে একই মনে হয়েছে উভয় ফোনের ক্ষেত্রে৷
কিছু কিছু ক্ষেত্রে রেডমি নোট নাইন প্রো ভালো পারফর্মেন্স দিয়েছে৷ আবার কিছু কিছু ক্ষেত্রে রিয়েল মি সেভেন প্রো ভালো পারফরম্যান্স করেছে।
তবে ডে লাইট, ফটো পারফরম্যান্স, শার্প্নেস, ফটো প্রসেসিং সিস্টেম সব মিলিয়ে যদি দুটি ফোনের মধ্যে তুলনা করা হয়, তাহলে সে ক্ষেত্রে কিন্তু অবশ্যই এগিয়ে থাকবে রিয়েলমি সেভেন প্রো৷
তবে দুইটা ফোনের মতপার্থক্য কিন্তু আঠারো উনিশ বা উনিশ বিশ এই ধরনের তার বেশি কিছু নয়।
তবে সেলফি ক্যামেরা নিয়ে কিছু কথা বলা যায়!
রিয়েল মি সেভেন প্রো তে ব্যবহার করা হয়েছে ৩২ মেগাপিক্সেল এর সেলফি ক্যামেরা। অপরদিকে রেডমি নোট নাইন প্রো তে ব্যবহার করা হয়েছে ১৬ মেগা পিক্সেলের সেলফি ক্যামেরা৷
তবে সেই ক্ষেত্রেও কিন্তু এগিয়ে রয়েছে রিয়েল মি সেভেন প্রো৷
এছাড়াও আরো কিছু পারফরম্যান্স এর দিক রয়েছে৷ যেগুলোতে উভয় ফোন একই প্রসেসর, র্যাম, রোম ব্যাবহার করেছে৷ তাই সব মিলিয়ে পারফরম্যান্স সমান সমান।
সবশেষে এটাই দাড়ালো যে,
যদি ক্যামেরার দিকে বেশি আকৃষ্ট হয়ে থাকেন তাহলে সেই ক্ষেত্রে ব্যবহার করতে হবে রিয়েলমি সেভেন প্রো ।
আর যদি আপনি একটি প্রিমিয়াম ডিজাইনের ফোন ব্যবহার করতে চান তাহলে অবশ্যই ব্যবহার করতে হবে।