শাওমি’ মোবাইলের সাথে আমরা সকল মোবাইল ফোন প্রেমীরা কম হলেও পরিচিত। কারন, মিড রেঞ্জ বাজেটের দামের মধ্যে এই মোবাইল ব্র্যান্ড যেসব মোবাইল ফোন আমাদের জন্য নিয়ে আসছে তা সত্যিই অসাধারন বিষয়। সেই ধারাবাহিকতায় ‘শাওমি’ আবারও বাজারে তাদের নতুন মডেল ছাড়ে। যেটার নাম ‘রেডমি নোট ৯’। ‘শাওমি’ তাদের এই মডেলটি ২০২০ সালের, ২৪ জুলাই রিলিজ করেছিলো। মিড রেঞ্জের সুন্দর এই ফোনটিকে নিয়েই হবে আজকের আলোচনা।
চলুন নিচে গিয়ে দেখে আসা যাক এই ফোনটির কিছু তথ্যঃ⤵️
বডিঃ
এই ফোনটির বডি ডিমেনশন হচ্ছে ১৬২.৩×৭৭.২×৮.৯ মি.মি.। এই ফোনের ওজন হচ্ছে ১৯৯ গ্রাম। এটির সামনে রয়েছে গরিলা গ্লাস ৫ এর প্রটেকশন। তবে, পিছের বডি এবং ফ্রেমে এরা ব্যাবহার করেছে প্লাস্টিক। এই ফোনে আপনারা দুটি সিম কার্ড ব্যাবহার করতে পারবেন।
ডিসপ্লেঃ
এই ফোনে রয়েছে ৬.৫৩ ইঞ্চির বিশাল এক আইপিএস এলসিডি ডিসপ্লে। যেটার রেজুলেশন হচ্ছে ১০৮০×২৩৪০ পিক্সেলের।
প্লাটফর্মঃ
এই ফোনের প্লাটফর্মে রয়েছে শাওমির নতুন ভার্সন ‘এম আই ইউ আই ১২’, এন্ড্রোয়েড ১০। সাথে ‘মিডিয়াটেক হেলিও জি৮৫’ এর মতো দারুন এক ওক্ট্যা কোর প্রসেসর।
ক্যামেরাঃ
ব্যাকঃ এটার পিছনে রয়েছে ৪৮ মেগাপিক্সেলের একটি ওয়াইড, ৮ মেগাঃ’র একটি আল্ট্রাওয়াইড এবং ২ মেগাঃ’র দুইটি আলাদা আলাদা ম্যাক্রে ডেপথ ক্যামেরা। যা দিয়ে আপনি ১০৮০পি রেজুলেশনের ভিডিও সুন্দরভাবেই রেকর্ড করতে পারবেন।
ফ্রন্টঃ এই ফোনের সামনে রয়েছে ১৩ মেগাপিক্সেলের একটি এইচডিআর ইন ডিসপ্লে ক্যামেরা ৷ এটা দিয়ে ১০৮০পি রেজুলেশনের ভিডিও রেকর্ড করা যায়।
মেমোরিঃ
‘শাওমি’ তাদের এই ফোনটাকে ৪টা ভ্যারিয়্যান্টে বাজারে ছাড়ে। সেগুলো হচ্ছে ৩/৬৪, ৪/৬৪, ৪/১২৮ এবং ৬/১২৮। মেমোরি কার্ড স্লটে ব্যাবহার করতে পারবেন ২৫৬ জিবির উপরের মেমোরি কার্ডও।
নেটওয়ার্কঃ
কিছু পরিবর্তন থাকলেও, ‘শাওমি’ তাদের এই ফোনটার নেটওয়ার্কের স্পিডে তেমন পরিবর্তন আনেনি। বরাবরের মতো ৪জি নিয়েই এই ফোনটা বাজারে ছাড়ে তারা।
সাউন্ডঃ
এই ফোনের সাউন্ডের কোয়ালিটি বাজেট অনুসারে ভালোই ছিলো। এতে ৩.৫ মি.মি.’র একটি ইয়ারফোন জ্যাক দেয়া হয়েছে।
ব্যাটারীঃ
এই ফোনে ১৮ ওয়াটের ফাস্ট চার্জিং সম্পন্ন একটি ব্যাটারী দেয়া হয়েছে, যেটা ৫০২০ এম এইচের।
ফিচারঃ
এই ফোনের ফিঙ্গারপ্রিন্টে পরিবর্তন এনেছে ‘শাওমি’। পিছনের বদলে, আপডেট হিসেবে পাওয়ার বাটনে তারা এই ফিঙ্গারপ্রিন্ট দিয়েছে।
যেসব পরিবর্তন রয়েছে এই ফোনেঃ
ফিঙ্গারপ্রিন্ট, ইন ডিসপ্লে ক্যামেরা এবং প্রসেসর বাদে ‘শাওমি’র এই ফোনে দেখা যায়নি আর কোন পরিবর্তন।
দামঃ
বর্তমানে আমাদের দেশে এই ফোনের তিনটি ভ্যারিয়্যান্ট পাওয়া যায়। সেগুলো হচ্ছেঃ ৪/৬৪ – ৳১৮,৯৯৯ …. ৪/১২৮ – ৳১৯,৯৯৯ …. ৬/১২৮ – ৳২১,৯৯৯।