বর্তমান বিশ্বের শীর্ষ টেক জায়ান্ট অ্যাপেল প্রতিনিয়ত লঞ্চ করা চলছে আইফোনের বিভিন্ন মডেল। এবং দিনকে দিন জনপ্রিয়তার যেন কোন মন্দন নেই। তবে নতুন ব্যবহারকারীদের আইফোন ব্যবহারের সময় প্রায় বিব্রত হতে হয়। কারণ সাধারণত অ্যান্ড্রয়েডে আমরা যে সকল টুকটাক হ্যাকস গুলো শিখে থাকি আইফোনের ক্ষেত্রে সেগুলোর ব্যতিক্রম লক্ষ্য করা যায়। সে কারণে এই আর্টিকেলের এমনই কিছু ভিন্নধর্মী হ্যাকস শেয়ার করা হয়েছে যার নিত্য দিনের ব্যবহারে কাজে দেবে।
১. ব্যাটারী পার্সেন্টেজের চিহ্ন গায়েবঃ
‘আইফোনে’র লেটেস্ট ফোনগুলোতে এর ব্যাটারীর যে পার্সেন্টেজ থাকে সেটা বেশিরভাগ সময় গায়েবই থাকে৷ কিন্তু, কেউ যদি ‘আইফোন’ এর আগের মডেল ব্যবহার করে তাহলে এই চিহ্নটি দেখতে পাবে। এই চিহ্নটি গায়েব করা খুবই সহজ ব্যাপার৷
এজন্য আপনাকে যেতে হবে ফোনের সেটিংসে। সেখানে গিয়ে চলে যাবেন ব্যাটারী অপশনে। সেখানে যাওয়ার পরে আপনি ব্যাটারী পার্সেন্টেজ দেখতে না চাইলে এই অপশনে গিয়ে অফে চাপ দিন। দেখতে চাইলে তো অন থাকলোই।
২. ডার্ক মোডঃ
ব্রাইটনেস কমিয়ে ফোন চালাচ্ছেন, তাও চোখে লাগছে। কি করা যায়। এজন্য বর্তমানের ফোনগুলোতে দেয়া হয়েছে ‘ডার্ক মোড’। যেটা অন করে সেট করে দিলে মোবাইলে ব্রাইটনেস হয়ে যাবে অনেক ক্ষীন। যেটা চোখে লাগবে না। এই ‘আইফোনে’ও পাবেন সেটা।
এজন্য সেটিংসে গিয়ে চলে যাবেন ‘ডিসপ্লে এবং ব্রাইটনেস’ অপশনে। সেখানে গেলেই পেয়ে যাবেন এই ডার্ক মোড। যেটা অন করলেই, মোবাইল ডার্ক মোড হয়ে যাবে। এই মোডটি মোবাইলে একটি সুন্দর লুক দিবে এবং এই মোডে চার্জও কম কাটবে ফোনের।
৩. স্ক্রিন রেকর্ডিংঃ
অনেকেই হয়তো জানেনা এই ফোনে অটোমেটিক ভাবেই করা যায় স্ক্রিন রেকর্ডিং। অনেকে স্ক্রিন রেকর্ড করার জন্য অনেক ধরনের অ্যাপস নামিয়ে ফোন ভরে ফেলে৷ যেটা আপনি ফোনের সেটিংস এর মাধ্যমেই করতে পারবেন।
চলে যাবেন সেটিংসে। সেখানে যাওয়ার পরে যাবেন ‘কন্ট্রোল সেন্টার’ নামের অপশনটিতে। সেখানে গিয়ে স্ক্রিন রেকর্ডিং অপশনে চাপ দিয়ে এটি নিয়ে আসবেন আপনার ফোনের উইজেট অপশনে। পরে স্ক্রিন রেকর্ড করতে চাইলে সেখান থেকেই অনায়াসে করে নিতে পারবেন।
৪. কনট্যাক্টস পরিবর্তনঃ
ফোনে থাকা সাধারন একটি জিনিসের নাম কন্ট্যাক্টস। যেখানে থাকে পরিচিত অপরিচিত সকলের নাম্বার। কিন্তু, অনেক সময় এই সাধারণ জিনিসটি একটু অন্যরকম হয়ে যায়। ‘আইফোন এসই’তে রয়েছে লাস্ট টু ফাস্ট এর নাম সেভিং মোড, যেটা কন্ট্যাক্টসে একটু ঝামেলাই বটে। তো এটি খুব সহজেই পরিবর্তন করতে পারবেন। এজন্য চলে যেতে হবে ফোনের সেটিংসে। সেখানে যাওয়ার পরে আপনাকে যেতে হবে কন্ট্যাক্টস অপশনে। সেই অপশনে গেলেই দেখতে পারবেন এটি পরিবর্তনের অপশন।
৫. স্ক্রিনশট টেকনিকঃ
‘আইফোন’ এ সবকিছুই অন্য ফোনের থেকে পরিবর্তিত। এর মধ্যে একটি হচ্ছে স্ক্রিনশট। তো অনেকে এই ‘আইফোন এসই’তে কিভাবে স্ক্রিনশট নিবে, এটি নিয়ে কনফিউশনে থাকে। সেটার জন্য থাকছে সমাধান।
এটা খুবই সাধারন। এজন আপনাকে এই ফোনের পাওয়ার বাটন এবং স্ক্রিনের বাটন একসাথে চাপ দিতে হবে। তাহলেই খুন সুন্দর মতো একখানা স্ক্রিনশট চলে আসবে।
আশা করি আপনাদের কাছে এই টিপস & ট্রিকস গুলো ভালো লেগেছে। বর্তমানে ‘অ্যাপল’ তাদের এই ‘আইফোন’ অনেক ধরনের আপডেটের সাথে বের করছে। যেসব দেখার মতো। অনেকে ‘অ্যাপলে’র আগের ভার্সনের কিছু মোবাইল ফোন ব্যবহার করতে পছন্দ করে। তার মধ্যে একটি হচ্ছে এই ‘আইফোন এসই’।