বেয়ারডায়নামিক টি ওয়াই জি আর ৩০০ আর গেমিং হেডফোনের লঞ্চ হয়ে গেলো ভারতে। এটি পিসি এবং কনসোলে ভালভাবে ব্যবহার করা যাবে। এখানে থাকছে নজরকাড়া ডিজাইন এবং অত্যাধুনিক প্রযুক্তি। চলুন দেখে আসা যাক উক্ত হেডফোনটির স্পেসিফিকেশন।
বেয়ারডায়নামিক টি ওয়াই জি আর ৩০০ আর গেমিং হেডফোনের আকার সংস্থাটি এখনো কনফার্ম করেনি তবে এর ওজন হবে মাত্র ২৯০ গ্রাম। এটি কানের কুশন হবে নরম এতে ব্যাবহারে কোন প্রকার সমস্যা হবে না। এবং স্প্রিং স্টিলের হেডব্যাক থাকবে। এটির সাউন্ড সিস্টেম থাকবে অসাধারণ। যার রেসপন্স ফ্রিকুয়েন্সী হবে ৫-৩৫০০০ হার্জ এবং ৩২ ওহম থাকবে। বেয়ারডায়নামিক টি ওয়াই জি আর ৩০০ আর তে ১.৬ মিটার তার এবং ৩.৫ মিলিমিটার হেডফোন জ্যাক দেওয়া হয়েছে। এছাড়া মিক্সারের সাথে ব্যবহারের জন্য থাকছে ১/৪ ইঞ্চির অ্যাডাপটার। তবে এখানে বলা যাচ্ছে যে গেমিং এর সময় একটি সমস্যা হবে সেটি হল বেয়ারডায়নামিক টি ওয়াই জি আর ৩০০ আর এ কোন মাইক্রোফোন নেই তাই কথা বলার জন্য অতিরিক্তভাবে একটি মাইক ব্যবহার করতে হবে এখানে।
বেয়ারডায়নামিক টি ওয়াই জি আর ৩০০ আর এর মূল্য নির্ধারণ করা হয়েছে ভারতীয় মূল্য অনুযায়ী ১৫,৪৯৯ রুপি যার বাংলাদেশী মূল্য হবে ১৮,০০০ টাকা। এটি শুধুমাত্র অ্যামাজনে কিনতে পাওয়া যাবে।