মটোরোলা গত ফেব্রুয়ারি মাসে আন্তর্জাতিক মার্কেটে তাদের ‘জি’ সিরিজে মটো জি১০ এবং মটো জি৩০ নামের দুটি নতুন মোবাইল লঞ্চ করেছে। এই দুটি ফোনই ইউরোপের মার্কেটে লঞ্চ করা হয় যা এখন ভারতে আসার জন্য প্রস্তুত। কোম্পানি আগেই ঘোষণা করে জানিয়ে দিয়েছে মটোরোলা ভারতে তাদের ‘জি’ সিরিজের নতুন স্মার্টফোন লঞ্চ করবে। উভয় স্মার্টফোন লো বাজেট ক্যাটাগরিতে পেশ করা হবে। এখন অপেক্ষা শুধু লঞ্চ ডেট জানার।
মটোরোলা ইন্ডিয়া তাদের অফিসিয়াল টুইটার হ্যান্ডেলের মাধ্যমে টুইট করে নতুন ফোন লঞ্চের কথা জানিয়েছে। কোম্পানি তাদের আগামী ফোনের নাম ঘোষণা না করলেও জানিয়ে দিয়েছে ফোনগুলি ‘জি’ সিরিজে পেশ করা হবে। কোম্পানি তাদের এই আগামী স্মার্টফোন লঞ্চ #AsliAllRounders হ্যাশট্যাগসহ প্রমোট করছে।
ইউরোপে লঞ্চ করা মটো জি১০ এবং মটো জি৩০ ফোনদুটিতে ৭২০×১৬০০ পিক্সেল রেজলিউশনযুক্ত ৬.৫ ইঞ্চির এলসিডি ডিসপ্লে দেওয়া হবে। এর মধ্যে মটো জি৩০ ৯০হার্টস এবং মটো জি১০ ৬০হার্টস রিফ্রেশরেটে কাজ করে। প্রসেসিঙের জন্য মটো জি৩০ তে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৬২ চিপসেট রয়েছে এবং মটো জি১০ ফোনটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪১৬০ চিপসেটে রান করে।
উভয় ফোনে মেইন সেন্সর ছাড়া বাকি ক্যামেরা ফিচার একই রকম। মটো জি৩০ তে কোয়াড পিক্সেল টেকনোলজিযুক্ত এফ/1.7 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 64 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর রয়েছে। একইভাবে মটো জি১০ এ নাইট ভিশনের সঙ্গে এফ/1.7 অ্যাপার্চারযুক্ত ৪৭৮ মেগাপিক্সেলের মেইন ক্যামেরা দেওয়া হয়েছে। এছাড়া উভয় ফোনে 118° ডিগ্রি ফিল্ড অফ ভিউয়ের ক্ষমতাসম্পন্ন 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড লেন্স আছে। এর সঙ্গে একটি করে ২ মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স ও একটি করে ২ মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর দেওয়া হয়েছে।
মটো জি৩০ তে ৪ জিবি ও ৬ জিবি র্যামের সঙ্গে ১২৮ জিবি স্টোরেজ দেওয়া হয়েছে। মাইক্রোএসডি কার্ড ব্যবহার করে এই ফোনের মেমরি ৫১২ জিবি পর্যন্ত বাড়ানো যায়। অন্যদিকে মটো জি১০ এ ৪ জিবি র্যামের সঙ্গে ৬৪জিবি ও ১২৮ জিবি মেমরি আছে। এই ফোনের মেমরি কার্ডের ক্যাপাসিটি মোটো জি৩০ এর মতোই।
মটো জি৩০ এবং মটো জি১০ দুটি ফোনই 4জি স্মার্টফোন। কানেক্টিভিটি ফিচার হিসেবে ওয়াইফাই, ব্লুটুথ ৫.0, এনএফসি ও কয়েক ধরনের স্যাটেলাইট পজিশনিং সিস্টেম দেওয়া হয়েছে। এছাড়া ওয়্যারড কানেক্টিভিটির জন্য ইউএসবি টাইপ সি পোর্ট ও ৩.৫ এমএম হেডফোন জ্যাক যোগ করা হয়েছে। ফোনদুটি অ্যান্ড্রয়েড১১ অপারেটিং সিস্টেমে কাজ করে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৫,000 এমএএইচের ব্যাটারী দেওয়া হয়েছে এবং কোম্পানির কথা অনুযায়ী একবার ফুল চার্জ করলে দুই দিন ব্যবহার করা যাবে।