ডেল ল্যাপটপের এলিয়েনওয়্যার সিরিজের ২ টি ফোন বাজারে আসছে। ল্যাপটপগুলো হতে চলেছে অসাধারণ। আজকে আমরা আলোচনা করব ডেল এলিয়েনওয়্যার এম ১৫ আর৪ ল্যাপটপটি নিয়ে। এর বিল্ড কোয়ালিটি ও খুব ভাল দেওয়া হয়েছে। চলুন মূল আলোচনায় যাওয়া যাক।
চলুন এবার আলোচনা করা যাক এই ল্যাপটপটির স্পেসিফিকেশন নিয়েঃ
ডেল এলিয়েনওয়্যার এম ১৫ আর৪ ল্যাপটপে দেওয়া হয়েছে ১৫.৬০ ইঞ্চি বিশিষ্ট ডিসপ্লে যার স্ক্রিন রেজুলেশন হবে ১৯২০X১০৮০ পিক্সেল। এই ল্যাপটপটিতে দেওয়া হয়েছে ইন্টেল কোর আই-৭ ১০ম জেনারেশন প্রসেসর এবং র্যাম হবে ৩২ জিবি। এছাড়া জি পি ইউ দেওয়া হয়েছে এনভিডিয়া জি ফোরস আর টি এক্স ৩০৬০। এই ল্যাপটপটির হার্ড ডিস্ক দেওয়া হয়েছে ২৫৬ জিবি। উক্ত ল্যাপটপটির ডিসপ্লে রেট দেওয়া হয়েছে ৬০ হার্জ এর। এছাড়া এই ল্যাপটপটির দেওয়া হয়েছে ওয়াইফাই ৬, ব্লুটুথ ৫.১, ২.০ পোর্ট, হেডফোন জ্যাক ৩.৫ মিলিমিটার, ইউ এস বি টাইপ এ পোর্ট ৩.২। ভিডিও কলের জন্য দেওয়া হয়েছে ফুল এইচ ডি এর ক্যামেরা। কথা বলার জন্য দেওয়া হয়েছে ২ টি মাইক্রোফোণ। ডেল এলিয়েনওয়্যার এম ১৫ আর৪ ল্যাপটপে দেওয়া হয়েছে ৮৬ ডব্লিউ এইচ আর এর ব্যাটারি। এই ল্যাপটপটির অত্যাধুনিক প্রযুক্তি আমার খুব ভাল লেগেছ।
ডেল এলিয়েনওয়্যার এম ১৫ আর৪ এর মূল্যঃ
এই ল্যাপটপটির মূল্য নির্ধারণ করা হয়েছে ভারতের মূল্য অনুযায়ী ১,৩০,৩০০ রুপি যার বাংলাদেশী মূল্য হবে ১,৫২,৪৬৭ টাকা।