গুগল পিক্সেল ৪ এ এবং অ্যাপল আইফোন এস ই (২০২০) উভয় মোবাইলগুলো একটি জনপ্রিয় নাম। এদের গুণাগুণ এবং ফিচার দেওয়া হয়েছে দুর্দান্ত। মোবাইলগুলোর ফিচার দেওয়া হয়েছে আলাদা। ফিচার আলাদা হওয়ার পরেও কোম্পানী এর মূল্য একই। চলুন তুলনা করা যাক মোবাইল ২ টির মধ্যে।
প্রথমেই আলোচনা করা যাক ডিসপ্লে সেকশন নিয়ে।
গুগল পিক্সেল ৪ এঃ এই মোবাইলটির সাথে দেওয়া হয়েছে ৬.৮১ ইঞ্চি বিশিষ্ট ও এল ই ডি, এইচ ডি আর ডিসপ্লে যার স্ক্রিন রেজুলেশন দেওয়া হয়েছে ১০৮০X২৩৪০ পিক্সেল। এর পি পি আই ডেনসিটি দেওয়া হয়েছে ৪৪৩। গরিলা গ্লাস ৩ এর নিরাপত্তা দেওয়া হয়েছে এই ফোনটিতে।
অ্যাপল আইফোন এস ই (২০২০)ঃ উক্ত মোবাইলটির সাথে দেওয়া হয়েছে ৪.৭ ইঞ্চি বিশিষ্ট রেটিনা আই পি এস এল সি ডি ডিসপ্লে যার স্ক্রিন রেজুলেশন হয়েছে ৭৫০X১৩৩৪ পিক্সেল। এর পি পি আই ডেনসিটি দেওয়া হয়েছে ৩২৬।
এবার আলোচনা করা যাক মোবাইলগুলোর বডি নিয়ে।
গুগল পিক্সেল ৪ এঃ এই মোবাইলটির আয়তন হবে ১৪৪X৬৯.৪X৮.২ মিলিমিটার এবং এর ওজন হবে মাত্র ১৪৩ গ্রাম।
অ্যাপল আইফোন এস ই (২০২০)ঃ এই মোবাইলটির আয়তন হবে ১৩৮.৪X৬৭.৩X৭.৩ মিলিমিটার এবং এর ওজন হবে মাত্র ১৪৮ গ্রাম।
এবার আলোচনা করা যাক মোবাইলগুলোর হার্ডওয়্যার সেকশন নিয়ে।
গুগল পিক্সেল ৪ এঃ উক্ত মোবাইলটির সাথে দেওয়া হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৩০ ৫ জি অক্টাকোর প্রসেসর। জি পি ইউ হবে অ্যাড্রিনো ৬১৮। এই মোবাইলটির সাথে দেওয়া হয়েছে ৬ জিবি র্যাম ও ১২৮ জিবি ফোন স্টোরেজ। এখানে আরো দেওয়া হয়েছে ৩,১৪০ এম এ এইচ এর ব্যাটারি সাথে দেওয়া হয়েছে ১৮ ওয়াটের ফাস্ট চার্জ সিস্টেম, ওয়াই ফাই ৬, ব্লুটুথ ৫.০, ফেস আনলক, ফিঙ্গারপ্রিন্ট। ডুয়েল সিম ব্যবহার করা যাবে এই ফোনটিতে। অ্যান্ড্রোয়িড ভার্সন ১০ দেওয়া হয়েছে এই ফোনটিতে।
অ্যাপল আইফোন এস ই (২০২০)ঃ এই মোবাইলটির সাথে দেওয়া হয়েছে অ্যাপল এ ১৩ বায়োনিক হেক্সাকোর প্রসেসর। জি পি ইউ হবে অ্যাপল জি পি ইউ (৪ কোর গ্রাফিক্স)। এই মোবাইলটির সাথে দেওয়া হয়েছে ৩ জিবি র্যাম ও ৬৪ জিবি ফোন স্টোরেজ। এখানে আরো দেওয়া হয়েছে ১,৮২১ এম এ এইচ এর ব্যাটারি, ওয়াই ফাই ৬, ব্লুটুথ ৫.০, ফিঙ্গারপ্রিন্ট, ওয়্যারলেস চার্জ, ধূলা প্রতিরোধী, ন্যানো+ই সিম ব্যবহার করা যাবে এই ফোনটিতে। আই ও এস ১৩ দেওয়া হয়েছে ফোনটিতে।
এবার আলোচনা করা যাক ফোনগুলোর ক্যামেরা সেকশন নিয়ে।
গুগল পিক্সেল ৪ এঃ উক্ত মোবাইলটির সাথে দেওয়া হয়েছে ১২.২ মেগাপিক্সেলের এর একটি ওয়াইড ফ্রন্ট ক্যামেরা। সাথে দেওয়া হয়েছে একটি এল ই ডি ফ্ল্যাশ। ফ্রন্ট ক্যামেরাটি হবে ৮ মেগাপিক্সেলের ওয়াইড। উক্ত ক্যামেরাগুলোতে দেওয়া হয়েছে অটো-এইচ ডি আর, প্যানোরামা, গাইরো- ই আই এস, ও আই এস এর সুবিধা। উভয় ক্যামেরাতেই ১০৮০ পি ৩০ এফ পি এস এর রেকর্ডিং করা যাবে।
অ্যাপল আইফোন এস ই (২০২০)ঃ এই মোবাইলটির সাথে দেওয়া হয়েছে ১২ মেগাপিক্সেলের একটি রিয়ার ক্যামেরা ও ফ্রন্ট ক্যামেরাটি দেওয়া হয়েছে ৭ মেগাপিক্সেলের। উক্ত ক্যামেরাগুলোতে দেওয়া হয়েছে এইচ ডি আর, ফেস ডিটেকশন, প্যানোরামা, ও আই এস, ই আই এস এর সুবিধা।
এবার আলোচনা করা যাক মূল্য নিয়ে।
গুগল পিক্সেল ৪ এঃ এই মোবাইলটির মূল্য নির্ধারণ করা হয়েছে ৩৬,৫৬৮ টাকা।
অ্যাপল আইফোন এস ই (২০২০)ঃ এই মোবাইলটির মূল্য নির্ধারণ করা হয়েছে ৩৬,৫৬৮ টাকা।
এখানে ২ টি ফোনই উন্নত কনফিগারের। কোম্পানী অনুযায়ী দুইটি ফোনই আমার কাছে ভাল লেগেছে। তবে আমি ব্যক্তিগতভাবে অ্যাপল আইফোন এস ই (২০২০) মোবাইলটিই বেশি পছন্দ করবো।