এক অ্যাপের মাধ্যমেই পাওয়া যাবে সব সমাধান—এমন ধারণা থেকেই সম্প্রতি যাত্রা শুরু করেছে মোবাইল রিচার্জভিত্তিক অ্যাপ ‘টপআপ’। দেশের তরুণ কয়েকজন উদ্যোক্তা তৈরি করেছেন এ অ্যাপ। বর্তমানে শুধু মোবাইল রিচার্জের মাধ্যমে অ্যাপের কার্যক্রম শুরু হয়েছে। শিগগিরই এতে বাস, ট্রেন ও সিনেমার টিকিট কাটার পদ্ধতি এবং বিভিন্ন বিল প্রদান সেবা যুক্ত করার কথা বলেন উদ্যোক্তারা।
অ্যাপটির উদ্যোক্তা ও প্রধান কারিগরি কর্মকর্তা দীন ইসলাম বলেন, বর্তমানে গুগল প্লে স্টোরে ব্যবহারকারীরা এক লাখেরও বেশিবার ডাউনলোড হয়েছে। যেকোনো ব্যাংকের ডেবিট অথবা ক্রেডিট কার্ড দিয়ে এই সেবা গ্রাহকেরা পেতে পারেন। এতে মোবাইল পেমেন্ট দিয়েও সেবা গ্রহণ করা যাবে।
Eprothom Aloঅ্যান্ড্রয়েড ও আইওএস ব্যবহারকারীরা টপআপ অ্যাপের মাধ্যমে রিচার্জ করলে ইনস্ট্যান্ট ক্যাশব্যাকও পাচ্ছেন।
দীন ইসলাম বলেন, গ্রাহকদের সুবিধার কথা চিন্তা করে অ্যাপ তৈরি করা হয়েছে। অ্যাপের মাধ্যমে রিচার্জ করলে তাৎক্ষণিক ক্যাশব্যাক অফার পাবেন গ্রাহক। অ্যাপটি গুগল প্লে ও অ্যাপ স্টোরে পাওয়া যাবে।