অবাক করার মতো হলেও সত্যি মাছ ধরার পরিত্যক্ত জাল দিয়ে তৈরি করা হবে স্যামসাংয়ের স্মার্টফোন। স্যামসাং বলছে, মাছ ধরার পরিত্যক্ত জালের মাধ্যমে উৎপাদিত প্লাস্টিকের মাধ্যমে তৈরি হবে স্যামসাং-এর নতুন ডিভাইস।
শুরুতে পরীক্ষামূলকভাবে নতুন ডিভাইসে স্বল্প পরিসরে এই উপাদান ব্যবহার করা হলেও পরে ধাপে ধাপে পুরো উৎপাদন কার্যক্রমে এর ব্যবহার বাড়ানো হবে।
গবেষণা বলছে, প্রতিবছর ৬ লাখ ৪০ হাজার টন ফিশিং নেট পরিত্যক্ত অবস্থায় সাগরকে কলুষিত করে। ক্ষতিগ্রস্ত হয় বিভিন্ন প্রজাতির জলজ প্রাণী।
স্যামসাংয়ের তথ্যানুযায়ী, এর আগে ২০২১ সালে মাইক্রোসফট সমুদ্রে পড়ে থাকা প্লাস্টিক থেকে মাউস তৈরির ঘোষণা দেওয়া হয়েছিলো। সেসময় মাউসটিতে ২০ শতাংশ রিকভার্ড প্লাস্টিক নির্মিত শেল ব্যবহার করা হয়েছিলো। জানা গেছে, স্যামসাং এবং মাইক্রোসফট সমুদ্রের তলদেশ থেকে প্রাপ্ত প্লাস্টিক ব্যবহারের মাধ্যমে টেকসই লক্ষ্যমাত্রা অর্জনের বিষয়টিকে প্রাধান্য দিয়ে কাজ করছে।