চীনের শেনজেনে অনুষ্ঠিত ১৬তম গ্লোবাল অ্যানালিস্ট সামিটে সম্পূর্ণ সংযুক্ত ও বুদ্ধিবৃত্তিক বিশ্ব গড়ার অঙ্গীকার ব্যক্ত করেছে হুয়াওয়ে। এ সামিটে বিশ্বের বিভিন্ন দেশের টেলিকম, ইন্টারনেট ও আর্থিক অ্যানালিস্ট, বিশেষজ্ঞ এবং গণমাধ্যমকর্মীরা অংশ নেন। নতুন উদ্ভাবনের মাধ্যমে কীভাবে একটি সম্পূর্ণ সংযুক্ত ও বুদ্ধিবৃত্তিক বিশ্ব গড়া যায়, সামিটে সে বিষয়ে বিস্তর আলোচনা হয়।
সামিটে ইন্ডাস্ট্রি ট্রেন্ড ও স্ট্র্যাটেজিক বিষয় তুলে ধরে হুয়াওয়ের ডেপুটি চেয়ারম্যান কেন হু বলেন, ‘এরই মধ্যে বুদ্ধিবৃত্তিক বিশ্ব তৈরি হয়েছে। আমরা এটা অনুভব করতে পারি। তথ্যপ্রযুক্তি খাতে অবিশ্বাস্য উন্নয়নের সুযোগ সৃষ্টি হয়েছে।’
তিনি বলেন, ‘আমাদের ধারণার অনেক আগেই বিভিন্ন জায়গায় ফাইভজি চালু হচ্ছে। ফাইভজি নেটওয়ার্ক উন্নয়নের সঙ্গে সঙ্গে ফাইভজি ডিভাইসেরও উন্নয়ন হচ্ছে। আমরা আশা করছি, ২০২৫ সালের মধ্যে বিশ্বের ২৮০ কোটি মানুষ ফাইভজি ব্যবহার করবে। ফাইভজি গ্রাহকদের প্রযুক্তিগত সমাধান দিতে খুব সাধারণ, শক্তিশালী ও বুদ্ধিবৃত্তিক নেটওয়ার্ক উন্নয়ন ও গ্রাহক সেবায় নতুন মাত্রা যোগ করাই হুয়াওয়ের লক্ষ্য।’
কেন হু বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার এন্টারপ্রাইজ ব্যবসায় ক্লাউডের অন্তর্ভুক্তিকে ব্যাপকভাবে ত্বরান্বিত করছে। এ বাজারের বড় অংশ হুয়াওয়ের দখলে থাকায় আমরা ক্লাউড প্রতিযোগিতাকে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) প্রতিযোগিতা হিসেবে দেখছি। এ খাতে হুয়াওয়ের স্ট্র্যাটেজিক বিনিয়োগ থাকায় আমরা ক্লাউড প্রতিযোগিতার দৌঁড়ে নেতৃত্ব দেয়ার বিষয়ে দৃঢ় আত্মবিশ্বাসী। বিভিন্ন ডিভাইস ও অ্যাপ্লিকেশন সহজলভ্য হয়েছে। তাই গ্রাহকদের ডিজিটাল অভিজ্ঞতাও এখন ভিন্ন রূপ নিচ্ছে। গ্রাহক পর্যায়ে বুদ্ধিবৃত্তিক ও নিরবচ্ছিন্ন ডিজিটাল অভিজ্ঞতা দিতে হুয়াওয়ে এরই মধ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে।