বাংলাদেশে অ্যান্ড্রয়েড গো চালিত নকিয়া ১ প্লাস উন্মোচন করেছে এইচএমডি গ্লোবাল। ডিভাইসটি শুরুর দিকের অ্যান্ড্রয়েড ৯ পাইচালিত (গো সংস্করণ) স্মার্টফোনগুলোর মধ্যে অন্যতম। আকর্ষণীয় ডিজাইনের এ হ্যান্ডসেটে বড় স্ক্রিনসহ সলিড ইমেজিং অভিজ্ঞতা মিলবে। ৬ হাজার ৯৯৯ টাকা দামের ডিভাইসটিতে গুগল অ্যাসিস্ট্যান্ট গো উপভোগ করা যাবে।
এইচএমডি গ্লোবালের বিবৃতিতে বলা হয়েছে, পণ্য পোর্টফোলিওর অংশ হিসেবে নকিয়া সর্বদা অ্যান্ড্রয়েডের সর্বোত্তম অভিজ্ঞতা দিতে বিনিয়োগ করে আসছে। নকিয়া ১ প্লাসের মাধ্যমে বাংলাদেশের গ্রাহকরা তাদের ক্রয়ক্ষমতার মধ্যে বড় ডিসপ্লে, দৃঢ় ইমেজিং এবং অনন্য ন্যানো-প্যাটার্ন ফিনিশিং এবং অ্যান্ড্রয়েডের সর্বশেষ সংস্করণ ৯ পাইয়ের (গো এডিসন) আকর্ষণীয় ফিচার উপভোগ করতে পারবেন।
নকিয়া ১ প্লাসে ৫ দশমিক ৪৫ ইঞ্চি আইপিএস ডিসপ্লে রয়েছে। এর ডিসপ্লে রেশিও ১৮:৯। যে কারণে ডিভাইসটির ডিসপ্লেতে ওয়েব ব্রাউজিং, পছন্দের কন্টেন্ট স্ট্রিমিং এবং গেমিংয়ে নতুন অভিজ্ঞতা মিলবে। এতে ৮ মেগাপিক্সেলের এলইডি ফ্ল্যাশ সুবিধার অটো ফোকাস রিয়ার ক্যামেরা এবং ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরা আছে।