হুয়াওয়ের সুপার ক্যামেরা ফোন পি৩০ প্রো দেশের বাজারে পাওয়া যাচ্ছে। বৈশ্বিক বাজারে সাড়া জাগানো ডিভাইসটির জন্য বাংলাদেশে গত ৩ এপ্রিল থেকে প্রাক-ক্রয়াদেশ নেয়া শুরু হয়। কিন্তু ব্যাপক চাহিদার কারণে কয়েক ঘণ্টার মধ্যে স্টক শেষ হয়ে যায়। ১১ এপ্রিল থেকে পি৩০ সিরিজের অন্য দুটি স্মার্টফোন পি৩০ ও পি৩০ লাইট পাওয়া গেলেও মেলেনি পি৩০ প্রো। গত বৃহস্পতিবার থেকে পি৩০ প্রো ডিভাইসটির আবারো সরবরাহ শুরু হয়েছে।
বাংলাদেশে পি৩০ প্রো স্মার্টফোনটির দাম ৮৯ হাজার ৯৯৯ টাকা। এছাড়া পি৩০ ও পি৩০ লাইট স্মার্টফোন দুটির দাম পড়বে যথাক্রমে ৬৪ হাজার ৯৯৯ ও ২৯ হাজার ৯৯৯ টাকা। ডিভাইসগুলো হুয়াওয়ে অনুমোদিত সব ব্র্যান্ডশপে পাওয়া যাচ্ছে।
‘পি ফর ফটোগ্রাফি’ এমন স্লোগানকে সামনে রেখে স্মার্টফোন ফটোগ্রাফি নিয়ে গ্রাহকদের চমকে দিয়েছে পি৩০ সিরিজ। মোবাইল ফটোগ্রাফির ক্ষেত্রে র্যাংকিং প্রকাশ করা ডিএক্সওমার্কের র্যাংকিংয়ে এরই মধ্যে পি৩০ প্রো শীর্ষে জায়গা করে নিয়েছে। দুর্দান্ত ছবি ও ভিডিওগ্রাফির জন্য রয়েছে অবিশ্বাস্য জুমিং সুবিধা। ডিভাইসটির নতুন পেরিস্কোপ ডিজাইন এবং সুপারজুম লেন্সের কারণে পাঁচ গুণ অপটিক্যাল জুম, ১০ গুণ হাইব্রিড জুম, ৫০ গুণ ডিজিটাল জুম সুবিধা পাওয়া যাবে। রয়েছে অল্প আলোতেও ছবি ও ভিডিও ধারণের সুবিধা।
গত ২৬ মার্চ ফ্রান্সের প্যারিসে পি৩০ সিরিজ উন্মোচনের পর অতি অল্প সময়ে তা সাড়া ফেলে। সিরিজটির ডিভাইসগুলোর বিশেষ প্রযুক্তির মধ্যে সুপারস্পেকট্রাম সেন্সর, বিশ্বখ্যাত লেইকা লেন্স সংবলিত অপটিক্যাল সুপারজুম ও হুয়াওয়ের টাইম অব ফ্লাইট (টিওএফ) ফিচার এবং কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন ইমেজ স্ট্যাবিলাইজেশন প্রযুক্তি। পি৩০ সিরিজের ডিভাইসের এসব প্রযুক্তির কারণে প্রত্যেকটি দৃশ্যের অতুলনীয় ছবি ও ভিডিও পাওয়া যাবে।