স্যামসাং এজ’ বা ‘এমপাওয়ারিং ড্রিমস অ্যান্ড গেইনিং এক্সপেরিয়েন্স’ শীর্ষক ক্যাম্পাস প্রোগ্রামের উদ্বোধন করেছে স্যামসাং মোবাইল বাংলাদেশ। ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ), ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ (আইইউবি), নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ), রাজশাহী বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আইবিএ এ প্রোগ্রামে অংশ নিয়েছে। ৫ মে এ প্রোগ্রামের গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হবে।
তরুণ প্রজন্মের জন্য ব্যবসায়িক সমস্যা এবং তা সমাধানে বিশ্লেষণ, চিন্তার স্পষ্টতা ও উদ্ভাবনী চিন্তার প্লাটফর্ম তৈরিতে কাজ করছে স্যামসাং। এ প্রতিযোগিতায় অংশ নেয়ার মধ্য দিয়ে শিক্ষার্থীরা স্যামসাংয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ এবং কাজ করার সুযোগ পাবেন। স্যামসাং এজ ক্যাম্পাস প্রোগ্রামের বিজয়ী দল পাবে ৩ লাখ টাকা মূল্যের উপহার এবং স্যামসাংয়ের সঙ্গে কাজ করার সুযোগ।
এ প্রতিযোগিতা নিয়ে স্যামসাং বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক স্যাংওয়ান ইয়ুন বলেন, মেধাবী তরুণদের মেধার পরিচর্যা এবং তাদের উদ্ভাবনী মনোভাব তৈরিতে উদ্বুদ্ধ করার কাজকে স্যামসাং সবসময়ই গুরুত্ব দিয়ে বিবেচনা করে। ‘স্যামসাং এজ’ প্রোগ্রাম সে সুযোগ তৈরি করে দেবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা দেখে আমরা সত্যিই আনন্দিত। —বিজ্ঞপ্তি