তুলনামূলক বড় ডিসপ্লের নতুন একটি ফোরজি ফোন বাজারে ছেড়েছে ওয়ালটন। ‘প্রিমো এনএফফোর’ মডেলের আকর্ষণীয় ডিজাইনের এ হ্যান্ডসেটটি ৮.৩ মিলিমিটার স্লিম। ৬ হাজার ৪৯৯ টাকা দামের ডিভাইসটি পাওয়া যাচ্ছে তিনটি রঙে।
ওয়ালটন সেলুলার ফোন বিক্রয় বিভাগের প্রধান আসিফুর রহমান খান জানান, ডিভাইসটিতে ৫ দশমিক ৯৯ ইঞ্চির ফুলভিউ আইপিএস ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। এতে ছবি বা ভিডিও দেখা, গেম খেলা কিংবা ইন্টারনেট ব্রাউজিংয়ে নতুন অভিজ্ঞতা মিলবে।
১ দশমিক ২৮ গিগাহার্টজের কোয়াড-কোর প্রসেসরযুক্ত ১ গিগাবাইট র্যামের ডিভাইসটিতে ৮ গিগাবাইট অভ্যন্তরীণ স্টোরেজ সুবিধা মিলবে, যা মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে ৬৪ গিগাবাইট পর্যন্ত বাড়ানো যাবে। এতে ভিডিও ও গেমিং অভিজ্ঞতা দিতে গ্রাফিকস হিসেবে ব্যবহূত হয়েছে পাওয়ার ভিআর জিই৮১০০। ডিভাইসটিতে এলইডি ফ্ল্যাশযুক্ত বিএসআই ৮ মেগাপিক্সেলের রিয়ার ও ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরা আছে।
ডুয়াল সিম সমর্থিত অ্যান্ড্রয়েড ৮.১ ওরিও (গো এডিশন) অপারেটিং সিস্টেমে চালিত স্মার্টফোনটিতে পাওয়ার ব্যাকআপের জন্য রয়েছে ৩২০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের লিথিয়াম পলিমার ব্যাটারি।
দেশে তৈরি এ স্মার্টফোনে ক্রেতারা পাবেন বিশেষ রিপ্লেসমেন্ট সুবিধা। ডিভাইস কেনার ৩০ দিনের মধ্যে যেকোনো ধরনের ত্রুটিতে ফোন বদলে ক্রেতাকে নতুন ফোন দেয়া হবে। এছাড়া ১০১ দিনের মধ্যে অগ্রাধিকার ভিত্তিতে ৪৮ ঘণ্টার মধ্যে ক্রেতা বিক্রয়োত্তর সেবা পাবেন। পাশাপাশি ডিভাইসে এক বছর এবং ব্যাটারিতে ছয় মাসের বিক্রয়োত্তর সেবা তো থাকছেই।