স্যামসাং ও হুয়াওয়ের প্রায় একই সময় ফোল্ডেবল স্মার্টফোন বানানোর কাজ শুরু করেছে মটোরোলা। তবে এবার তাদের ডিভাইসের ছবি ফাঁস হয়েছে অনলাইনে। তাতে দেখা যাচ্ছে, মটোরোলার জনপ্রিয় ফ্লিপফোন মডেল রেজরই ভাঁজযোগ্য হয়ে বাজারে আসছে!
সম্প্রতি চীনা সামাজিক যোগাযোগ মাধ্যম ওয়েইবোতে মটোরোলার ফোল্ডেবল ফোনের একটি ছবি ফাঁস করেছে স্ল্যাশলিকস। ডিভাইসের সঠিক তথ্য ও ছবি ফাঁস করায় খ্যাতি রয়েছে এ ব্যক্তির।
অসমর্থিত সূত্রে জানা যাচ্ছে, মটোরোলার ফোল্ডেবল ফোনের নাম হবে রেজর ভি৪।
ছবিতে দেখা গেছে, লম্বালম্বি মাঝ বরাবর ভাঁজ করা যাবে ডিভাইসটি। যেখানে স্যামসাং গ্যালাক্সি ফোল্ড এবং হুয়াওয়ে মেট এক্স ভাঁজ হয় আড়াআড়িভাবে। তাছাড়া মটোরোলার ডিভাইসটির পর্দার উপরে নচও রয়েছে। স্যামসাং ও হুয়াওয়ের ফোল্ডেবল স্মার্টফোনে কোনো নচ নেই।
বলা হচ্ছে, ডিভাইসটির সামনেও একটি পর্দা রাখা হতে পারে। তবে ফাঁস হওয়া ছবি থেকে তা নিশ্চিত হওয়া যায়নি।
ভাঁজযোগ্য অন্যান্য ফোনের মতো রেজর ভি৪-এর পর্দার ভাঁজ খুললে এটি ট্যাবলেটের আকার হবে না। ভাঁজ করলে ফোনের আকারই ছোট হয়ে আসবে, যা আরো বেশি বহনযোগ্য হবে বলে ধারণা করা হচ্ছে।
ওয়াল স্ট্রিট জার্নালের একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে, মটোরোলার এ ফোল্ডেবল স্মার্টফোনটির দাম হবে ১ হাজার ৫০০ মার্কিন ডলার।