চীনের মটোরোলা নতুন এক ফোল্ডিং ফোন এনে তাক লাগাল। যার মডেল মটোরোলা রেজার ৫০ আলট্রা। এই ফোনে রয়েছে ৫০ মেগাপিক্সেল ক্যামেরা, ৫১২ জিবি স্টোরেজসহ চমৎকার সব ফিচার।
মটোরোলা রেজার ৫০ আলট্রা ফোনের ফিচার্স
ডুয়াল সিম সাপোর্ট করবে এই ফোনে – একটি ন্যানো সিম, আর একটি ই-সিম। মূল ডিসপ্লে রয়েছে ৬.৯ ইঞ্চির ফুল এইচডি প্লাস অ্যামোলিড প্যানেল। সঙ্গে ১৬৫ হার্টজ রিফ্রেশ রেট। কভার ডিসপ্লে রয়েছে ৪ ইঞ্চি পিওলিড প্যানেল, একই রিফ্রেশ রেট এবং এইচডিআর ১০ প্লাস সাপোর্ট। এই ডিসপ্লে সুরক্ষিত রাখবে কর্নিং গোরিলা গ্লাস।
ফোনে পাবেন ভেগান লেদার কোটিং এবং অ্যালমুনিয়াম ফ্রেম। মাল্টি-টাস্কিংয়ের জন্য রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮এস জেনারেশন ৩ প্রসেসর। যা সর্বোচ্চ ১২ জিবি ব়্যাম এবং ৫১২ জিবি ইন্টার্নাল স্টোরেজ সাপোর্ট করে। এই স্মার্টফোনে অ্যানড্রয়েড ১৪ অপারেটিং সিস্টেম পাওয়া যাবে।
ফটোগ্রাফির ক্ষেত্রে মটোরোলা রেজার ৫০ আলট্রা-তে পাবেন ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ। এর মধ্যে ৫০ মেগাপিক্সেল মূল সেন্সর এবং ৫০ মেগাপিক্সেল টেলিফটো সেন্সর। ব্যাক ক্যামেরায় রয়েছে অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন সাপোর্ট। স্মার্টফোনে ফ্রন্ট ক্যামেরা রয়েছে ৩২ মেগাপিক্সেল। এই ক্যামেরাতে বেশ কিছু এআই ফিচার্স পাওয়া যাবে বলে দাবি করেছে মটোরোলা।
ব্যাটারি ক্যাপাসিটি মিলবে ৪০০০ এমএএইচ ব্যাটারি, চার্জিংয়ের জন্য দেওয়া হয়েছে ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং এবং ১৫ ওয়াট ওয়্যারলেস চার্জিং। ফোনের ওজন ১৮৯ গ্রাম। কানেক্টিভিটির ক্ষেত্রে পাওয়া যাবে ৫জি, ৪জি এলটিই, ওয়াইফাই ৬ই, ব্লুটুথ, জিপিএস, এনএফসি সাপোর্ট এবং ইউএসবি টাইপ-সি পোর্ট। এতে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ফেস আনলক দুই সুবিধাই পাওয়া যাবে।
এছাড়াও আইপিএক্স৮ রেটিং, প্রক্সিমিটি সেন্সর এবং অ্যামবিয়েন্ট লাইট সেন্সর পাওয়া যাবে। এই ফোনে রংয়ের বিকল্প রয়েছে তিন রকম – মিডনাইট ব্লু, স্প্রিং গ্রিন এবং পিচ ফুজ।