প্রাইম ব্যাংক পিএলসি. উদযাপন করলো তাদের ৩০তম বার্ষিক সাধারণ সভা (এজিএম)। ব্যাংকের ইতিহাসে এক নতুন অধ্যায় যোগ হলো এই ডিজিটাল সভার মধ্য দিয়ে।
সোমবার (৫ মে ২০২৫) সকাল ১১টায় আয়োজিত এই ডিজিটাল সভায় অংশ নেন ২৫৮ জন নিবন্ধিত শেয়ারহোল্ডার। সভায় ২০২৪ অর্থবছরের জন্য ১৭.৫০ শতাংশ নগদ এবং ২.৫০ শতাংশ স্টক লভ্যাংশ অনুমোদন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের চেয়ারম্যান জনাব তানজিল চৌধুরী। উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য, অডিট কমিটির চেয়ারম্যান, প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব হাসান ও. রশীদ, কোম্পানি সচিব তানভীর এ সিদ্দিকীসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সভায় আরও অনুমোদন হয়:
-
২০২৪ সালের নিরীক্ষিত আর্থিক বিবরণী
-
পরিচালক পুনঃনিয়োগ
-
স্বতন্ত্র পরিচালক নিয়োগ
-
নিরীক্ষক ও কমপ্লায়েন্স নিরীক্ষক নিয়োগ
লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে পরিচালিত এই সভায় শেয়ারহোল্ডারদের মতামত ও প্রশ্নের জবাব দেন ব্যাংকের সিইও। আলোচনায় উঠে আসে ব্যাংকের বিগত বছরের সাফল্য, ভবিষ্যৎ পরিকল্পনা এবং শেয়ারহোল্ডারদের স্বার্থরক্ষায় নেওয়া পদক্ষেপ।
উল্লেখ্য, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (BSEC) নির্দেশনা অনুযায়ী, টানা পাঁচ বছর “এ” ক্যাটাগরিতে থাকা কোম্পানিগুলোকেই ডিজিটাল এজিএম আয়োজনের অনুমতি দেওয়া হয়। প্রাইম ব্যাংক এই যোগ্যতা অর্জন করেছে ধারাবাহিকভাবে।