গেমিং স্মার্টফোনের বাজারে নতুন চমক নিয়ে এল ইনফিনিক্স। মালয়েশিয়ায় আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়েছে Infinix GT 30 Pro। প্রায় ২৫ হাজার টাকা দামের ফোনটিতে রয়েছে ১.৫কে অ্যামোলেড ডিসপ্লে, ১০৮ মেগাপিক্সেল ক্যামেরা, মিডিয়াটেক ডাইমেনসিটি ৮৩৫০ চিপসেট ও ৫,৫০০ এমএএইচ ব্যাটারি। এছাড়া ফোনটির বিশেষ সংস্করণ ‘গেমিং মাস্টার এডিশন’-এ রয়েছে উন্নত কুলিং প্রযুক্তি ও ম্যাগনেটিক গেমিং এক্সেসরিজ।
১.৫কে ডিসপ্লে, গরিলা গ্লাস ও TÜV Rheinland সুরক্ষা
GT 30 Pro মডেলটিতে রয়েছে ৬.৭৮ ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে, যা ১.৫কে রেজোলিউশন ও ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করে। ডিসপ্লের টাচ রেসপন্স ২১৬০ হার্টজ পর্যন্ত এবং সর্বোচ্চ ব্রাইটনেস ১১০০ নিট। চোখের সুরক্ষায় থাকছে TÜV Rheinland সার্টিফাইড লো ব্লু লাইট ফিচার ও ডিসপ্লে প্রটেকশনে থাকছে গরিলা গ্লাস ৭ আই।
শক্তিশালী পারফরম্যান্স ও স্টোরেজ
প্রসেসিংয়ে রয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৮৩৫০ আল্টিমেট চিপসেট। সঙ্গে থাকছে ১২ জিবি LPDDR5X র্যাম ও UFS 3.1 স্টোরেজ। ভার্চুয়াল র্যামের সুবিধায় র্যাম এক্সটেনশন করা যাবে অতিরিক্ত ১২ জিবি পর্যন্ত।
ফটোগ্রাফি ও ব্যাটারি ফিচার
ফোনটির পেছনে আছে ১০৮ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর ও ৮ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড লেন্স। সেলফির জন্য থাকছে ১৩ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। ব্যাটারি সেকশনে মিলবে ৫,৫০০ এমএএইচ ব্যাটারি যার সঙ্গে ৪৫ ওয়াট ওয়্যার্ড ও ৩০ ওয়াট ওয়্যারলেস চার্জিং সুবিধা। রিভার্স চার্জিং-ও আছে – ১০ ওয়াট ওয়্যার্ড ও ৫ ওয়াট ওয়্যারলেস।
গেমারদের জন্য আলাদা সংস্করণ
‘GT 30 Pro Gaming Master Edition’-এ থাকছে ম্যাগচার্জ কুলার ও ম্যাগকেস। কুলারটি একটি ম্যাগনেটিক ফ্যান যা স্মার্ট ভোল্টেজ রেগুলেশন ও ড্রেকো মোডে ফোনকে ঠান্ডা রাখে ও চার্জ করে। ম্যাগকেসটি বিশেষ উপাদানে তৈরি, যা তাপ ছড়িয়ে দেয় এবং গেমিং এক্সেসরিজের সঙ্গে সম্পূর্ণ সামঞ্জস্যপূর্ণ।
সফটওয়্যার ও অপারেটিং সিস্টেম
ফোনটি চলবে Android 15 ভিত্তিক XOS 15 কাস্টম স্কিনে। সফটওয়্যার অপটিমাইজেশনের কারণে গেমিং ও মাল্টিটাস্কিং অভিজ্ঞতা হবে মসৃণ ও স্মার্ট।
মূল ফিচার এক নজরে
ফিচার | বিবরণ |
---|---|
ডিসপ্লে | ৬.৭৮” ১.৫কে অ্যামোলেড, ১৪৪Hz |
চিপসেট | মিডিয়াটেক Dimensity 8350 Ultimate |
র্যাম ও স্টোরেজ | ১২ জিবি LPDDR5X + ১২ জিবি ভার্চুয়াল র্যাম |
ক্যামেরা | ১০৮+৮ মেগাপিক্সেল রিয়ার, ১৩ মেগাপিক্সেল ফ্রন্ট |
ব্যাটারি | ৫,৫০০ mAh, ৪৫W Wired, ৩০W Wireless Charging |
অপারেটিং সিস্টেম | Android 15 with XOS 15 |