স্যামসাংয়ের সস্তা ফোনের মধ্যে গ্যালাক্সি এম৪০ আসছে নতুন চমক নিয়ে। ৬ জিবি র্যামের এ ফোনে থাকছে স্ন্যাপড্রাগন ৬৭৫ চিপ সেট। রয়েছে ডিসপ্লে স্পিকার প্রযুক্তি।
ভারতে স্যামসাংয়ের বাণিজ্যিক প্রধান অসীম ওয়ারসি জানিয়েছিলেন, গ্যালাক্সি এম৪০ ফোনটির দাম ২০ হাজার রুপির কাছাকাছি। আজই ফোনটি ভারতের বাজারে উন্মোচনের কথা রয়েছে।
এ ফোনের অন্যান্য ফিচারের মধ্যে পেছনের ক্যামেরায় থাকছে একটি ৩২ মেগাপিক্সেল চিপের প্রাইমারি ক্যামেরা। গ্যালাক্সি জি সিরিজের অন্য ফোনগুলোয় অ্যান্ড্রয়েড ওরিও অপারেটিং সিস্টেম চললেও এম৪০ ফোনে থাকছে অ্যান্ড্রয়েড পাই অপারেটিং সিস্টেম। এছাড়া এ ফোনে থাকছে ‘স্ক্রিন সাউন্ড’ প্রযুক্তি। অর্থাৎ ফোনে কথা বলার সময় ডিসপ্লে ভাইব্রেশনের মাধ্যমে কথা শোনা যাবে।
এম৪০ ফোনে থাকবে ১২৮ জিবি স্টোরেজ এবং ৫ হাজার মিলিঅ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারি।