মটোরোলা ওয়ান ভিশন এ রয়েছে ২১:৯ এর ৬.৩ ইঞ্চির ফুল এইচডি প্লাস ডিসপ্লে। ৪৮ মেগাপিক্সেল ও ৫ মেগাপিক্সেল রেয়ার ক্যামেরা, সামনে ক্যামেরাটি ২৫ মেগাপিক্সেল এর। ৩৫০০ এমএএইচ ব্যাটারি সমন্বিত এই ফোনটিতে রয়েছে ইউএসবি টাইপ সি পোর্ট, ৩.৫ এমএম হেডফোন জ্যাক এবং ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার।
মটোরোলার এই ফোনটিতে রয়েছে অনেক গুরুত্বপূর্ণ পরিবর্তন । মটোরোলা জি সিরিজের চিরাচরিত ডিজাইন থেকে সরে এসে সম্পূর্ণ নতুন রূপে এনেছে ওয়ান ভিশন, রয়েছে রঙিন ব্যাক প্যানেল, ২১:৯ এসপেক্ট রেশীয়। প্রসেসরের দিক থেকেও মটোরোলা এনেছে পরিবর্তন, ফোনটিতে রয়েছে স্যামসাং এর এক্সিনকস ৯৬০৯ প্রসেসর ও ৪জিবি র্যাম।
ডিসপ্লে ও ডিজাইন:
মটোরোলা ওয়ান ভিশন এর সব থেকে গুরুত্বপূর্ণ ফিচার হলো এর ২১:৯ এর এসপেক্ট রেশীয়।ফোনটির স্ক্রিনের বাদিকে রয়েছে পাঞ্চ হোল ক্যামেরা। মটোরোলা দাবি করছে এই এসপেক্ট রেশীয়র জন্য স্ক্রিনটিকে বড় লাগলেও ভিডিও দেখার ক্ষেত্রে কোনরকম সমস্যা হবে না। অনেক নতুন ভিডিও এই ফরম্যাটে শুট হলেও এখনো অনেক ভিডিও পুরনো ফরম্যাটে রয়েছে, তাই সেই সব ভিডিওর ক্ষেত্রে কোন সমস্যা হবে কিনা তা এখনই বলা যাচ্ছে না। ফোনটির ২১:৯ এসপেক্ট রেশীয়র জন্য খুব কম ভিডিও ওই রেশীয়তে দেখা যাবে, তবে বড় পাঞ্চ হোল ক্যামেরার থাকলেও ভিডিও স্ট্রিমিং এর ক্ষেত্রে কোন অসুবিধা হবে না। মটোরোলা তাদের নতুন এসপেক্ট রেশীয় আরো উন্নত করা নিয়ে অনেক চিন্তা ভাবনা করছে।
ডিজাইনের দিক থেকে এই ফোনটি এই দামের মধ্যে অন্যসব ফোনগুলির থেকে আলাদা, ফোনটি লম্বা হওয়ায় একহাতে ব্যবহার করা খুবই সহজ।
ক্যামেরা:
ফোনটির ৪৮ মেগাপিক্সেল সেন্সর ও ৫ মেগাপিক্সেল সেন্সরে দিনের আলোতে চমৎকার ছবি তোলা গেলেও, এর নাইট মোড এই দামের অন্যসব ফোনের তুলনায় খুবই উন্নত। যদি আপনি ম্যাক্রো শট নিতে ভালোবাসেন তাহলে এই ফোনর ক্যমেরা আপনাকে হতাশ করবেনা। তবে ডেপথ মোডের ক্ষেত্রে এখনো কিছু উন্নতি দরকার।
পারফরম্যান্স:
মটোরোলা এই ফোনটিতে এক্সিনকস ৯৬০৯ প্রসেসর রয়েছে, সাধারণত বাকি ফোনগুলিতে মিডিয়াটেক বা স্নাপড্রাগন এর প্রসেসর থাকে। দৈনন্দিন কাজে ব্যবহারের ক্ষেত্রে ফোনটির পারফরম্যান্স ভালো হলেও, হাই গ্রাফিক্স এর কোন কাজের জন্য এখনই বেশকিছু আপডেট দরকার।তাছাড়া ৩৫০০ এমএএইচ ব্যাটারির হয়তো যথেষ্ট নয় এই ফোনটির জন্য। পারফরম্যান্স অপটিমাইজেশন এর দিক থেকে ফোনটি এখনো অনেক উন্নতি করা দরকার। তবে যাদের স্টক অ্যান্ড্রয়েড পছন্দ তাদের জন্য ফোনটি নিশ্চয়ই আকর্ষণীয় হবে।