শাওমি এর প্রথম ১০৮ মেগাপিক্সেল ক্যামেরা ফোন মি সিসি৯ প্রো । আর এরপরেই ফ্রান্স এর বিখ্যাত রিভিউ কোম্পানি DxOMark এই ফোনটির ক্যামেরা রিভিউ সামনে আনলো । আপনাকে জানিয়ে রাখি DxOMark হলো একটি ইন্টারনেট বেঞ্চ মার্ক ওয়েবসাইট, যারা স্মার্টফোন ক্যামেরার ইমেজ কোয়ালিটি, প্রোফেশনাল ক্যামেরা, ক্যামেরা লেন্স প্রভৃতি টেস্ট করে রেজাল্ট জানায়। সারা বিশ্বের বেশিরভাগ মানুষ এই সাইট থেকে রিভিউ পড়ে কোনো ক্যামেরা লেন্স কিনে থাকে। সেই DxOMark এর টেস্টে শাওমি মি সিসি৯ প্রো ফোনটির ক্যামেরা হুয়াওয়ে মেট ৩০ প্রো এর সমান স্কোর করেছে। এথেকে আপনি বলতেই পারেন, এইমুহূর্তে বিশ্বের সবচেয়ে ভালো ক্যামেরার স্মার্টফোন হলো মি সিসি৯ প্রো ।
শাওমি মি সিসি৯ প্রো DxOMark রিভিউ :
প্রথমেই বলে রাখি এই টেস্টে ফোনটির সেলফি ক্যামেরা টেস্ট করা হয়নি। DxOMark ফোনটির পিছনে পেন্টা ক্যামেরা সেটআপকে কেবল টেস্ট করেছে। তারা জানিয়েছে ফোনের পিছনের পাঁচটি ক্যামেরা দিয়েই সবচেয়ে ভালো ফটো ও ভিডিও শুট করা যায়। DxOMark ফটো ক্যাপচারের দিক থেকে মি সিসি৯ প্রো কে ১২১ পয়েন্ট দিয়েছে। আবার ভিডিও শুটের ক্ষেত্রে ১০২ পয়েন্ট দিয়েছে।
মি সিসি৯ প্রো ক্যামেরা :
এই ফোনটির প্রধান আকর্ষণ ১০৮ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা। পিছনে পেন্টা ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। ১০৮ মেগাপিক্সেল ক্যামেরাটি ডেভেলপ করা হয়েছে Samsung ISOCELL Bright HMX সেন্সর দ্বারা, যার অ্যাপারচার এফ/১.৭। এছাড়াও আছে ৫এক্স টেলিফোটো লেন্স, ১২ মেগাপিক্সেল পোর্ট্রেট সেন্সর, ২০ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড এঙ্গেল সেন্সর( ১১৭ ডিগ্রী) ও ২ মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স। ফোনটির সামনে ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে, যার অ্যাপারচার এফ/২.০।
ফোনের অন্যান্য ফিচার :
ডিসপ্লে :
শাওমি মি সিসি৯ প্রো ফোনে ৬.৪৭ ইঞ্চি কার্ভড OLED ডিসপ্লে দেওয়া হয়েছে। ডট নচের সাথে আসা এই ফোনে ফুল এইচডি প্লাস রেজুলেশন সাপোর্ট করবে (১০৮০পি)।
প্রসেসর, র্যাম ও স্টোরেজ :
এই ফোনটি ৮এনএম স্ন্যাপড্রাগন ৭৩০জি প্রসেসরের সাথে এসেছে। র্যাম ও স্টোরেজের কথা বললে এতে পাবেন ৬ ও ৮ জিবি র্যাম এবং ১২৮ ও ২৫৬ জিবি স্টোরেজ।
ব্যাটারি :
মি সিসি৯ প্রো ফোনটি ৫,২৬০ এমএএইচ ব্যাটারির সাথে এসেছে, যেখানে ৩০ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। কোম্পানি দাবি করেছে ৬৫ মিনিটে ফোনটি ফুল চার্জ হয়ে যাবে।