সম্প্রতি ভিভো এস সিরিজে নতুন স্মার্টফোন বাজারে এসেছে। স্টাইলের কথা মাথায় রেখে ভিভো এস১ প্রো লঞ্চ হলেও এই ফোনে থাকছে একাধিক আকর্ষণীয় স্পেসিফিকেশন। ভিভো এস১ প্রো ফোনে দুর্দান্ত স্পেসিফিকেশনের সঙ্গেই থাকছে সম্পূর্ণ নতুন ডিজাইন। জ্যাজি ব্লু এবং মিসটিক ব্ল্যাক- দুটি ভিন্ন রঙয়ের ফোনটির মূল্য নির্ধারণ করা হয়েছে ২৬ হাজার ৯৯০ টাকা।
ভিভো এস১ প্রো ডিজাইন
ভিভো এস১ প্রো ফোনের পিছনে রয়েছে ডায়মন্ড কাট ডিজাইনের ক্যামেরা মডিউল। সঙ্গে ফোনের পিছনে রয়েছে গ্র্যাডিয়েন্ট ফিনিশ। এই ফোনটি ৮.৬৮ মিমি পাতলা। ফোনের পিছনে কার্ভড ডিজাইন ব্যবহারের জন্য এক হাতে ব্যবহারে সমস্যা হবে না।
ফোনের সামনে রয়েছে একটি ৬.৩৮ ইঞ্চি সুপার অ্যামোলয়েড টাচস্ক্রিন প্রযুক্তিসমৃদ্ধ ডিসপ্লে। ফোন আনলকের সময় দুর্দান্ত অ্যানিমেশন দেখা যাবে। ডিসপ্লের উপরে একটি স্ক্রিন প্রটেক্টর লাগানো থাকবে।
ফোনের বাঁ দিকে রয়েছে কার্ড স্লট। এখানে একসঙ্গে দুটি ন্যানো সিম কার্ড অথবা একটি ন্যানো সিম কার্ড ও একটি মাইক্রো এসডি কার্ড ব্যবহার করা যাবে। ফোনের নীচে রয়েছে ইউএসবি টাইপ-সি পোর্ট ও স্পিকার। ফোনের উপরে রয়েছে ৩.৫ মিমি অডিও জ্যাক।
ভিভো এস১ প্রো স্পেসিফিকেশন
ভিভো এস১ প্রো ফোনে থাকছে একটি ৬.৩৮ ইঞ্চি সুপার অ্যামোলয়েড টাচস্ক্রিন প্রযুক্তিসমৃদ্ধ ডিসপ্লে। ফোনের ভিতরে থাকছে স্ন্যাপড্রাগন ৬৬৫ চিপসেট, ৮ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ।
ভিভো এস১ প্রো ফোনের পিছনে চারটি ক্যামেরা থাকছে। এই ক্যামেরায় একটি ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর ব্যবহার করেছে ভিভো। সাথে থাকছে ৮ মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা একটি ২ মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা আর একটি ২ মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর। সেলফি তোলার জন্য ভিভো এস১ প্রো ফোনে থাকছে একটি ৩২ মেগাপিক্সেল ক্যামেরা।
কানেক্টিভিটির জন্য ভিভো এস১ প্রো ফোনে থাকছে ৪জি এলটিই, ডুয়াল ব্যান্ড Wi-Fi, Bluetooth v5.0, GPS/ A-GPS, FM রেডিও আর ইউএসবি টাইপ-সি পোর্ট। ফোনের ভিতরে থাকছে একটি ৪,৫০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি। সাথে থাকছে 18W ডুয়াল ইঞ্জিন ফাস্ট চার্জ সাপোর্ট। নতুন এই ফোনের ওজন ১৮৬.৭ গ্রাম।
ভিভো এস১ প্রো পারফর্মেন্স ও ব্যাটারি লাইফ
রোজকার ব্যবহারে ভিভো এস১ প্রো তে কোন সমস্যা চোখে পড়বে না। এই ফোনের ডিজাইন এই দামে যে কোন স্মার্টফোনের থেকে আলাদা। এই ফোনে রয়েছে একটি রঙিন ও উজ্জ্বল অ্যামোলয়েড ডিসপ্লে। যদিও এই ফোনে হাই গ্রাফিক্স গেম খেলার সময় স্ন্যাপড্রাগন ৬৬৫ চিপসেট হোঁচট খাবে।
লো গ্রাফিক্স প্রিসেটে ভিভো এস১ প্রো ফোনে পাবজি খেলার সময় মসৃণ ফ্রেম রেট পাওয়া গিয়েছে। ৩০ মিনিট গেম খেলার পরেও এই ফোন গরম হয়নি।
ভিভো এস১ প্রো ফোনে রয়েছেন একটি ৪,৫০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি। এক চার্জে সহজেই দেড় দিন চলবে এই স্মার্টফোন। আমাদের এইচডি ভিডিও লুপ টেস্টে ১৭ ঘণ্টা মিনিট চলেছে এই স্মার্টফোন। এই ফোনে রয়েছে ডুয়াল ইঞ্জিন ফাস্ট চার্জ সাপোর্ট। যদিও ফোনের সঙ্গে পাওয়া চার্জর ব্যবহার করে এই ফোন দ্রুত চার্জ করা যাবে না। বাক্সের চার্জর ব্যবহার করে ৩০ মিনিটে ৩১ শতাংশ চার্জ হয়েছে ভিভো এস১ প্রো। এক ঘণ্টায় এই ফোন ৬১ শতাংশ চার্জ হয়েছে।
ভিভো এস১ প্রো ক্যামেরা
ভিভো এস১ প্রো ফোনের পিছনে চারটি ক্যামেরা থাকছে। এই ক্যামেরায় একটি ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর ব্যবহার করেছে ভিভো। সাথে থাকছে ৮ মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা একটি ২ মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা আর একটি ২ মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর। সেলফি তোলার জন্য ভিভো এস১ প্রো ফোনে থাকছে একটি ৩২ মেগাপিক্সেল ক্যামেরা।
দিনের আলোতে ভিভো এস১ প্রো ফোনের ক্যামেরায় মধ্যমানের ল্যান্ডস্কেপ ছবি উঠেছে। এই ছবিতে ডেপ্ত কম ছিল।
মতামত
দুর্দান্ত দেখতে ভিভো এস১ প্রো ফোনে রয়েছে একটি উজ্জ্বল ডিসপ্লে ও বিশাল ব্যাটারি। S সিরিজের অন্যান্য ফোনের মতোই ভিভো এস১ প্রো ফোন ভিড়ের মধ্যেও নজর কাড়বে। যদিও স্মার্টফোনে হাই গ্রাফিক্স গেম খেলা ও ভালো ছবি তোলা লক্ষ হলে ভিভো এস১ প্রো আপনার জন্য নয়। এই দামে রিয়েলমি এক্স২ ও রেডমি কে২০ ফোনে পাবেন অনেক বেশি শক্তিশালী চিপসেট।
যদিও এই ফোনের সেলফি ক্যামেরা আমাদের পছন্দ হয়েছে। দিনের আলোয় থাকছে ভিভো এস১ প্রো সেলফি ক্যামেরা ব্যবহার করে ভালো ছবি তোলা যাবে। এই ফোনে ডুয়াল সিম ব্যবহার করলে মাইক্রো এসডি কার্ড ব্যবহার করা যাবে না।