সম্প্রতি সময় অপো তাদের নতুন স্মার্টফোন অপ এ ৩৩ মার্কেটে নিয়ে এসেছে৷ বরাবরের মতো এবারও তারা গ্লোরিয়াস লুক এবং ক্যামেরার দিকে বেশি নজর দিয়েছে৷ এখন দেখার পালা ফোনটি তাদের ব্যবহারকারীদের কতটুকু সন্তুষ্ট করতে পারল৷
তাহলে চলুন জেনে নেওয়া যাক ফোনটি সম্পর্কে একটি ছোট্ট স্পেসিফিকেশন এবং রিভিউ।
এ ফোনটি মূলত ভারতে অফিশিয়াল লঞ্চ করা হলেও বাংলাদেশে এখনো অফিশিয়ালি লঞ্চ করা হয়নি৷ তবে আনঅফিসিয়ালি ফোনটি পাওয়া যেতে পারে৷
মূলত ফোনটি দুই কালারের পেয়ে যাবেন একটি মিলট ক্রিম এবং অপরটির মুনলাইট ব্ল্যাক৷
তাহলে চলুন আনবক্সিং দিয়েই শুরু করি!
বক্স টি আনবক্সিং করলেই পেয়ে যাবেন আপনাদের কাঙ্খিত ডিভাইস টি৷ তারা ঠিক নিচেই রয়েছে একটি সিলিকন কভার৷ তার সাথে থাকছে একটি type-c চার্জিং ইউএসবি ক্যাবল এবং তারসাথে থাকছে আট ওয়াট এর ফাস্ট চার্জিং টেকনোলজি সম্পন্ন একটি চার্জার৷
তাহলে এবার ডিজাইন এবং বিল্ড মেটেরিয়াল নিয়ে কথা বলা যাক৷
এই ফোনে যে ডিজাইন টি ব্যবহার করা হয়েছে তার সাথে যথেষ্ট সাদৃশ্য রয়েছে অপো এ ৩৫ এর।
ক্রিম কালারের যে ফোনটা রয়েছে সেটি মূলত আমার কাছে একটু বেশি আকর্ষণীয় লেগেছে। তবে ব্ল্যাক কালার ফোনটি তেমন আকর্ষণীয় নয়।
যদি ব্ল্যাকটিতে ফোনটিতে অন্য ধরনের ডিজাইন এবং ডিসপ্লে ব্যবহার করা হতো তাহলে সেক্ষেত্রে হয়তো মানানসই হতো । তবে এই ফোনের সাথে এই কালারটি মোটেও মানাচ্ছে না।
পেছনের দিকে থাকছে তিনটে ক্যামেরা সমৃদ্ধ ক্যামেরা সেটআপ৷ ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকছে ক্যামেরার ঠিক পাশেই৷ যদিও ফোনের আকার অনুপাতে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর কি একটু বেশি উপরে মনে হয়েছে। তবে রিচ করতে পারলে বেশ ভালোই কাজ করছে তো৷
ডানদিকে থাকছে পাওয়ার বাটন এবং বাম দিকে থাকছে ভোলিয়াম আপ ডাউন বাটন৷ এবং তার সাথে থাকছে একটি স্লট৷ আপনি প্রবেশ করাতে পারবেন একটি এসডি কার্ড এবং দুটি সিম কার্ড৷
ফোনটি নিচের দিকে থাকে ৩.৫ এম এম এর একটি অডিও জ্যাক৷ তার ঠিক পাশেই থাকছে টাইপ সি পোর্ট এবং তার পাশে থাকছে প্রাইমারি স্পিকার৷
যদিও ভেতরে ৫০০০ এম এ এইচ এর একটি ব্যাটারি ব্যবহার করা হয়েছে, কিন্তু তারপরও ফোনটি যথেষ্ট স্লিম৷ হাতে নিয়ে বিন্দুমাত্র আনকম্ফোর্টেবল ফিল হবে না৷
যদিও ফোনটি অনেক বড়৷ তবে এর ওজন মাত্র ১৮৬ গ্রাম৷ ফোনটির আকারের তুলনায় ওজন ঠিকঠাকই আছে বলে মনে হয়৷
এবার কথা বলেছে ডিসপ্লের ব্যাপারে৷
ফোনটিতে দেয়া হচ্ছে ৬.৫ ইঞ্চি একটু বড়োসড়ো ডিসপ্লে৷ এটি ৯০ হার্জ এই পি এস ডিসপ্লে৷
ম্যাক্সিমাম ব্রাইটনেস ৪৫০ পর্যন্ত বাড়াতে পারবেন৷ এবং এই ডিসপ্লে প্রটেকশন করছে কর্নিং গরিলা গ্লাস৷
এবার কথা বলা যাক ক্যামেরা নিয়ে!
অপো তাদের নতুন ফোনে পেছনের দিকে ব্যবহার করেছে মোট তিন তিনটে ক্যামেরা৷ যার মধ্যে প্রাইমারি ক্যামেরা ১৩ মেগাপিক্সেলের এবং তার সাথে ব্যবহার করেছে দুই মেগাপিক্সেলের আরও দুটি ক্যামেরা এবং সাথে রয়েছে ৮ মেগাপিক্সেল এর একটি সেলফি ক্যামেরা৷
সত্তিকারের কথা বলতে এই ক্যামেরা দিয়ে তোলা ছবিগুলো মোটেও রিয়েলিস্টিক মনে হবে না৷ আর যদি সেলফি ক্যামেরার কথা বলি তাহলে চেহারাটা কেই সম্পূর্ণ বিকৃতি করে দেবে, কোন ধরনের বিউটি এফেক্টস ছাড়াই৷
তবে জানি অনেকেই এটাকে সোশ্যাল মিডিয়া রেডিমেড পিকচার বলবে৷ তবে আমার কাছে তেমনটা মনে হয়নি৷
ডেলাইট এর পাশাপাশি অল্প আলোতেও মোটামুটি ভালো ছবি পাবেন৷ তবে আপনি যদি ছবিটি মান স্বল্প আলোতে আরেকটু ভালো করতে চান তাহলে সেই ক্ষেত্রে নাইট মোড ব্যবহার করতে পারেন৷
বাংলাদেশে এখনও এই ফোনটি লঞ্চ করা হয়নি৷ তবে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে এই ফোনের দাম নির্ধারণ করা হয়েছে ১১৯৯০ রুপিস৷