হুয়াওয়ে মোবাইল এবার বের করল চোখ ধাঁধানো স্টাইলিশ ফোন যার মডেল নোভা ৮ এসই। ২০২১ সালের মার্চ মাসে বাংলাদেশে লঞ্চ হবে মোবাইল ফোনটি। এবার তৈরী হলো সবাইকে অাকৃষ্ট করার জন্য যা যে কাউকে মনোমুগ্ধকরে। চলুন দেখে নেয়া যাক কি কি আছে হুয়াওয়ে নোভা ৮ এসই তে।
প্রথমে যেনে নেয়া যাক মোবাইলটার ডিসপ্লে সম্পর্কে:
মোবাইলটিতে ডিসপ্লে হিসবে দেয়া হয়েছে ৬.৫৩ ইঞ্চির এইচ ডি এল ছিডি ডিসপ্লে।যার রেজুলেশন ১০৮০×২৪০০। এই বাজেটের জন্য এই ডিসপ্লে টাই সেরা।এটি এইচ ডি আর ১০প্লাস সাপর্টেড। মোবাইটির পিক্সেল ডেনসিটি ৪০৫ পি পি আই। তাই ইউটিউব এবং নেট ফ্লিক্স এ এইচ ডি রেজুলেশনে ভিডিও স্ট্রিমিং করা যাবে।
মোবাইলে ডুয়েল ন্যানো সিম কার্ড ব্যবহার করা যাবে।
এবার কথা বলা যাক মোবাইলটার হার্ডওয়্যার সেকশন নিয়ে। মোবাইলটিতে প্রসেসর হিসেবে দেয়া হয়েছে ২.৩ গিগাহার্জ অক্টাকোর প্রসেসর। এর সাথে জিপিইউ হিসেবে দেয়া হয়েছে মালি- জি ৫৭। আশা করা যাচ্ছে এই চিপসেট থেকে ভাল একটা গেমিং এক্সপেরিয়েন্স পাওয়া যাবে।
এবার যাওয়া যাক মোবাইলটার ক্যামেরা সেকশনে:
হুয়াওয়ে নোভা ৮ এসই এর পিছনে দেয়া হয়েছে ওয়াইড ৬৪ এম পি, টেলিফটো ৮ এম পি, আল্ট্রাওয়াইড ৮ এম পি, মারকো ২ এম পি ক্যামেরা সেটাপ। ও সেলফি ক্যামেরা ১৬ মেগা পিক্সেলের। ভিডিও করা যাবে ১০৮০- ৩০ এফ পি এস। মোবাইলটার সামনে ১৬ মেগা পিক্সেলের সেল্ফি ক্যামেরা দেয়া হয়েছে। এই বাজেটের জন্য এই ক্যামেরা সেটাপ টি মন্দ নাহ।
এবার জেনে নেয়া যাক মোবাইলটার অপারেটিং সিস্টেম সম্পর্কে:
মোবাইলটি বানানো হয়েছে অ্যান্ড্রয়েড এর ভার্সন ১০ এর অপর বেস করে। মোবাইলটার স্টোরেজ অপশেন দেয়া হয়েছে ৮/১২ জিবি র্যাম এবং ২৫৬ জিবি রম। মোবাইলটার ভেতর রয়েছে ৪৫০০ মিলি আম্পিয়ার এর নন রিমুভেবল ব্যাটারি।এই ব্যাটারি কে চার্জ দেয়ার জন্য বক্স এ থাকবে ৫৫ ওয়াট এর ফাস্ট চার্জার।
সিকিউরিটি হিসেবে আছে ফিংগার প্রিন্ট এবং ফেস আনলক। সবথেকে ভাল ব্যাপার এই ফোনে দিয়েছে স্টেরিও স্পিকার। এই মোবাইলের ৫০ শতাংশ চার্জ হতে সময় নিবে মাত্র ৩০ মিনিট। হুওয়ায়ে নোভা ৮ এস ই মোবাইল ফোনটি ৫জি সাপোর্টেড। আমার কাছে মনে হয় মোবাইল ফোনটি অনেক ভাল হবে যা অনেক ভালমানের মোবাইলের সাথে টেক্কা দিতে সক্ষম।
বাংলাদেশের বাজারে মোবাইলটার আন অফিসিয়ালি দাম ধরা হয়েছে ৪৫০০০ টাকা।