২৫০০ টাকা বাজেট রেঞ্জে অনেকেই কনফিউশনে থাকেন ব্যান্ড কিনবেন নাকি বড় ডিসপ্লে যুক্ত স্মার্টওয়াচ।
সেই কনফিউশন আরেকটু বাড়িয়ে দিতে রয়েছে মি ব্যান্ড ৫ ও Haylou Solar ls05 এর মত স্মার্টওয়াচ।
আজকে চেষ্টা করব আপনাদের কনফিউশন দূর করে কোনটা আপনার জন্য পারফেক্ট হবে সেই সম্পর্কে।
১.লুক & ফিল
লুকের দিক থেকে নি: সন্দেহে আমি Haylou কে এগিয়ে রাখব। ওয়াচটি দূর থেকেও নজর কাড়তে সক্ষম।
তবে যদি কমফোর্টের প্রসংগে আসা যায় তাহলে mi band 5 এগিয়ে থাকবে তার ডিফল্ট সিলিকা স্ট্রাপ এর জন্য।
haylou তেও সিলিকা স্ট্রাপ ব্যবহার করা হলেও কোয়ালিটি ততটা ভাল মনে হয় নি।
২.ডিসপ্লে
মি ব্যান্ড ৫ তার সুপার এমোলেড দিয়ে একবারেই বাজিমাত করে দিয়েছে। অনেক ব্রাইট হওয়ায় দেখতে অনেক ভাল লাগে।
এদিক থেকে Haylou তার tft প্যানেল নিয়ে অনেক পিছিয়ে আছে। ব্রাইটনেস টা আরেকটু বেশি হলে ভাল হত।
৩.হার্ট রেট সেন্সর
দুইটা তেই প্রায় একই রকম রিডিং দেয়। একদম একুরেট রিডিং কোনটাই দিতে না পারলেও ৯০-৯৫% এর মত রিডিং পাবেন।
এই বাজেটে আর যাই হোক ফিটবিট লেভেলের রিডিং আশা করাও বোকামি!
৪.স্টেপ কাউন্ট
আমার বাসার সামনের কিলোমিটার পোষ্ট থেকে পরবর্তী পোষ্ট পর্যন্ত হেটে দেখলাম।
haylou রিডিং দিচ্ছিল ১.০২ কি.মি বা ১০২০ মিটার।
সেইখানে মি ব্যান্ড ৫ রিডিং দিচ্ছিল ১.১০ বা ১১০০ মিটার।
এক্ষেত্রে haylou এর রিডিং আমার কাছে পারফেক্ট মনে হয়েছে।
৫.ওয়াচ ফেইস
মি ব্যান্ড ৫ এ রয়েছে অগনিত ওয়াচ ফেইস। সাথে থার্ড পার্টি ওয়াচ ফেইস ও রয়েছে অনেক।
Haylou তে শুধুমাত্র ৪ টা ওয়াচ ফেইস আছে! যাদের অনেক ওয়াচ ফেইস দরকার তারা আশাহত হবেন।
৬.চার্জিং
এক্ষেত্রেও দুইটাই হাড্ডাহাডি লড়াই করেছে।
কেউ কাউকে ছাড় দেওয়ার পাত্র নয়।
মি ব্যান্ড ৫ এ ছোট ডিসপ্লে হওয়ায় এবং ১২৫ মিলি এম্পিয়ার এর ব্যাটারি থাকায় এক চার্জে অনায়াসে ২৫ দিন ব্যাকাপ পাবেন।
haylou solar এ আমার real time heart rate monitoring অন করা থাকা সত্ত্বেও ৩০ দিন ব্যাকাপ পেয়েছি।
যদি সার্বক্ষনিক ব্লুটুথ এর মাদ্ধ্যমে ফোনের সাথে কানেক্ট করা থাকে তাহলে কিছুটা কম ব্যাটারি ব্যাকাপ পাবেন।
এই দুইটার ভিতর যেটাই নেন না কেনো অন্তত ব্যাটারি ব্যাকাপ নিয়ে চিন্তা করা লাগবে না।
৭ নিজস্ব মতামত
★যাদের একটু বড় ডিসপ্লে দরকার তাদের জন্য Haylou Solar পারফেক্ট।
★যদি একদম কমপ্যাক্ট সাইজের কিছু দরকার হয় তাহলে mi band 5 নিতে পারেন। সাথে থাকছে আরো অনেক ফিচার।
★আগে যারা mi band 3/4 ব্যবহার করেছেন তাদের মি ব্যান্ড ৫ এ আপগ্রেড না করাই শ্রেয়।