আমরা অনেকেই গেমিং করি। কেউ নুব তো কেউ প্রো। যারার প্রো তারা কম্পিউটার বা ল্যাপটপে গেমিং করার সময় সাধারণত গেমিং কি-বোর্ড ব্যবহার করে থাকেন আবার কেউ কেউ গেমিং এর শুরুর দিকেই গেমিং কি-বোর্ড ব্যবহার করা শুরু করেন। এই লেখাটি এমনই এক গেমিং কি-বোর্ডের রিভিউ নিয়ে। এই কি-বোর্ডটি হলো ফ্যানটেক ব্র্যান্ডের হান্টার প্রো কে৫১১ মডেলের কি-বোর্ড। তবে চলুন জেনে নেই কী কী আছে এতে।
এই কি-বোর্ডে আছে ৯টি অ্যান্টি ঘোস্ট কি এবং ৮টি মিডিয়া কি সহ মোট ১০৪টি কি। কি-বোর্ডটি কালো রঙের এবং কি ক্যাপের নিচে একটা পাতলা সাদা পাত আছে যার নিচে আছে আরজিবি স্ট্রাইপ। আরজিবি মোড পাল্টানোর কোন সুবিধা নেই আবার কোন মোশানও নেই। এই আরজিবি ইফেক্টটা দেখতে অনেকটা রেইনবো ইফেক্টের মত। উইন্ডোজ, ম্যাক বা লিনাক্স যেকোন অপারেটিং সিস্টেমেই এটা ব্যবহার করা যাবে। এর জন্য আলাদা কোন সফটওয়্যার ইন্সটল করার দরকার নেই কারন এতে আছে প্লাগ অ্যান্ড প্লে সুবিধা। এটি যেকোন সাধারন ইউএসবি পোর্টে লাগানো যাবে কিন্তু সেটা অন্তত ২.০ পোর্টের হতে হবে। এগুলো তো গেল সাধারণ বিষয়, এবার আশি কম্ফোর্টের কথায়। যদি আপনি একজন রাইটার বা সাধারণ মানুষ হন তাহলে এই কি-বোর্ড আপনার কাছে বেশ বিরক্তিকর লাগতে পারে। কেননা এর কি-ক্যাপগুলো ট্র্যাডিশনাল এবং তাই কিছুক্ষণ লিখলে হাত ব্যাথা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। পাশাপাশি এর কি-ক্যাপগুলো প্রথমে খুব জ্যাম হয়ে থাকে। ধীরে ধীরে ব্যবহার করতে করতে এটগুলো সাধারণ হয়। আর যারা বিজয় ব্যবহার করে লেখালেখি করেন তাদের কারোর জন্যে এই কি-বোর্ড ব্যবহার অসম্ভব হয়ে যেতে পারে। কেননা এতে অন্যান্য কি-বোর্ডের মত বিজয়ের লে-আউট প্রিন্ট করা নেই। আর যদি আপনি পোর্টেবল গেমার হন তাহলেও কিছু সমস্যা হতে পারে। গেমাররা অনেক সময় গেমিং করতে গিয়ে কি-বোর্ড হাত থেকে ছুটে যায়। এটি এড়াতে তারা এর ওজন তুলনামুলকভাব বেশ বাড়িয়ে দিয়েছে আবার নিচে ৪টি শক্ত গ্রিপিং স্ট্রাইপ আছে যেগুলোর ফলে কি-বোর্ড মুভ করা কঠিন। আর আকার তো থাকলই। এই কি-বোর্ড সাধারণ কি-বোর্ডের তুলনায় বেশ বড় তাই আপিনার ব্যাগে এটা নাও আটতে পারে।
তাই বলে এই কি-বোর্ডের কোন ভাল দিক যে থাকবেনা এমন নয়। এই কি-বোর্ডটি শুধু গেমারদের জন্য বানানো হয়েছে। গেমাররা অনেক সময়েই বেশি জোড় দিয়ে কি-বোর্ড ব্যবহার করে তাই সাধারণ কি-বোর্ডগুলো অনেক সময়েই অনেক ক্ষতিগ্রস্থ হয় যা এর ক্ষেত্রে ব্যাতিক্রম। আবার এনিমেটেড ব্যাকলাইট না দেওয়ার কারণ হলো চার্জ। যারা ল্যাপটপে এটি ব্যবহার করবেন তাদের চার্জ যেন দ্রুত শেষ না হয় তাই এটি করা হয়েছে।
কি-বোর্ডের মূল্য অন্যান্য সাধারণ গেমিং কি-বোর্ডের আশেপাশেই আছে তাই আপনি যদি শুধু গেমিং করতে চান তাহলে এই কি-বোর্ড তার গুনাগুণ হিসেবে একটা উপযুক্ত মূল্যেই পাওয়া যাবে।