রিয়েলমি তাদের ফোনের ব্যবসার সাথে সাথে ব্লুটুথ হেডফোন এর ব্যবসাও শুরু করে দিয়েছে। এমন একটি ব্লুটুথ হেডফোন হলো কে ০৮। এই হেডফোন অন্যন্য ব্লুটুথ থেকে ভিন্ন। এটা দেখতে কিছুটা লকেটের মতো এবং লকেটের মতই ঝুলিয়ে রাখতে হয়।
সামনে লকেটের মত লম্বা একটা অংশ আছে যাতে আছে মোট ৩টি সুইচ। মাঝের লম্বাটায় একবার চাপ দিলে যে অডিও বা ভিডিও চলতে থাকে সেটা থেমে যায় অথবা পুনরায় চালু হয়। আর কিছুক্ষণ চাপ দিয়ে রাখলে এটি চালু অথবা বন্ধ হয়ে যাবে। আর বাকি ২টি সুইচ ব্যবহার করে গান ও ভলিউম পাল্টানো যাবে।
এই হেডফনে লকেটের মত অংশের ভেতরে একটা মাইক্রোফোনও দেওয়া আছে যার দ্বারা আপনি নয়েজমুক্ত রেকর্ডিং করতে পারবেন। আবার যারা এক্সারসাইজের সময় গান শোনেন তাদের জন্যে এতে আছে ম্যাগনেটিক কানেকশান। যার ফলে এটি গলাতে একটি লকেটের মতই রাখা যাবে এবং ঝাকি ঝুঁকিতে কোন কিছুই হবে না। এবার চলুন জেনে নেই এই হেডফোনে কোন জিনিস কতটা উন্নত।
সবার আগে রেঞ্জে। এই হেডফোনের রেঞ্জ হলো ১০ মিটার ব্যাসার্ধের। অর্থাৎ ফোনের সাথে সংযুক্ত করলে এটি ১০ মিটার দূর থেকেও ব্যবহার করা যাবে। ৩.৭ ভোল্টের ৯০ মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি এক চার্যে টানা ৮ ঘন্টা চলতে পারে। প্রায় ৯৫ ডিবি সেন্সিটিভিটি থাকায় সাউন্ড মোটামুটি স্মুথ। পাশাপাশি এটি ওয়াটারপ্রুফ তাই পানিতে পরলেও কোন সমস্যা নেই। আর সব থেকে বড় বিষয় হলো এতে মেমরি কার্ড লাগানোর সুবিধা আছে। মোবাইল ফোনে ব্যবহার করা যায় এমন মাইক্রো এসডি কার্ডে কোন অডিও ফাইল থাকলে সেটা এখানে লাগালে চালু হলেই গান বাজতে শুরু করে দেবে।
যদি কম বাজেটেই ভাল একটা ব্লুটুথ হেডফোন কিনতে চান তাহলে আমার মতে এটা আপনার একটা ভাল পছন্দ হতে পারে।