সিম্ফোনি জেড সিরিজের পপুলারিটি ধরে রাখার জন্য এবার বাজারে নিয়ে এলো আকর্ষণীয় ফিচার যুক্ত ফুল বডি ডিসপ্লের নতুন স্মার্টফোন সিম্ফোনি জেড৫০ । যেখানে আগের সিম্ফোনি জেড২৫ থেকে জেড৫০ ফোনে বেশকিছু ইমপ্রুভমেন্ট আনা হয়েছে । যার ইন্টারেস্টিং ফিচার হবে পারফরম্যান্স ,ক্যামেরা ও বিগ ডিসপ্লে। ১০,৯৯০ টাকার মধ্যে সিম্ফোনি কম্পানি এই স্মার্টফোনটির মধ্যে কি কি দিয়েছে এবং এই স্মার্ট ফোনের ভালো মন্দ দিকগুলো তুলে ধরব ।
চলুন শুরু করা যাক ।
প্রথমে শুরু করবো স্মার্টফোনটির ডিজাইন দিয়ে
সিম্ফোনি জেড২৫ এর মত এখানেও থাকছে পলিকার্বনেট প্লাস্টিক বডি ,যা দেখতে বেশ আকর্ষণীয় হবে। স্মার্টফোন টির পেছনে ব্যবহার করা হয়েছে ৩ টি ক্যামেরা এবং ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আর ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আগের সব ডিভাইস থেকে ফাস্ট এবং একুরেট হবে। এছাড়া ডেডিকেটেড সিম ট্রে উইথ মাইক্রো SD কার্ড, মাইক্রো ইউএসবি পোর্ট, ভলিউম ও হেডফোন জ্যাক এর মত সুবিধা থাকছে। সিম্ফনি জেড৫০ ফোনের সামনের প্যানেলের ডিসপ্লে তে ৬.৫ ইঞ্চি HD+ ওয়াটার ড্রপ আইপিএস এলসিডি প্যানেল দেয়া হয়েছে। 720*1600 পিক্সেল এর ডিসপ্লেটির ভেসেল বেশ ভালোই বড়। ওভারঅল যারা বড় ডিসপ্লের ফোন পছন্দ করেন তাদের জন্য এখানে এক্সট্রা প্লাস পয়েন্ট থাকছে।
ফোনটি পাওয়া যাবে দুটি কালার ব্যান্ডে। হরোরা ব্লু ও ক্যারিবিয়ান ব্লু। ডিসপ্লের পরেই আসে হার্ডওয়ার। উপরের দিকে ফিট পার্ট ও ভেতরের দিকে মিডিয়াটেক এর কথা শুনলে অনেকেরই খারাপ লাগতে পারে, তবে দামটাও তো মাথায় রাখতে হবে। এই ডিভাইসে থাকছে মিডিয়াটেক হেলিও p25 অক্টাকোর প্রসেসর। যেখানে জিপিইউ হিসেবে থাকছে এআরএম মালি T880। যার ফলে নরমাল গেম প্লে করা গেলেও হাই গ্রাফিক্স গেম যেমন পাবজি এর মত গেম রান করতে গেলে হ্যাং হতে পারে।এর সাথে থাকছে 4GB Ram ও 64 জিবি ইন্টারনাল স্টোরেজ । মাইক্রো এসডি ব্যবহার করা যাবে 128gb পর্যন্ত । আর অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে অ্যান্ড্রয়েড 9 পাই। এর পাশাপাশি ফেস আনলক ও ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সহ রয়েছে বাকি সব বেসিক সেন্সর।
এবার কথা বলা যাক এই স্মার্টফোনটি ক্যামেরা নিয়ে
সিম্ফোনি জেড৫০ ফোনের পিছনে থাকছে ট্রিপল ক্যামেরা সেটাপ। যার প্রাইমারি ক্যামেরা ১৩ মেগাপিক্সেলের । এর সাথে রয়েছে ২MP + ২MP এর আলাদা দুটি ক্যামেরা। যেখানে ক্যামেরা ফিচার হিসেবে থাকছে পোর্ট্রেট মোড, ফেস বিউটি, নাইট শট, এইচডিআর, ফেস ডিটেক্ট ,গুগোল লেন্স ও ডিসপ্লে ফ্ল্যাশ। আমার এই ফোনের সামনে দেয়া হয়েছে ৮ মেগা পিক্সেলের সেলফি শুটার ক্যামেরা। সিম্ফনি জেড৫০ ফোনের ব্যাটারি হিসেবে থাকছে 4000mAh লিথিয়াম পলিমার ব্যাটারি। যার ফলে স্বাভাবিক ইউজাররা ১ থেকে দেড় দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন অনায়াসে।