আপনারা যারা কম দামে ভাল ফোন খুজছেন তাদের জন্য এই মাসেই ১০-১২ তারিখের মধ্যে বাংলাদেশে লন্স হতে চলেছে ইনফিনিক্স হট ১০ ।
আনবক্সিং : প্রথমেই বক্স খুললে একটা সুন্দর ফোন দেখতে পাবেন ।সাথে পাবেন একটি ১০ ওয়াটের চা্র্জার যদিও এটি ১৮ ওয়াট সাপরর্টেট ,সাথে থাকছে একটি ব্যাককভার যেটা খুব সফট , একটি ইউএসবি ক্যাবল , একটি সিম কী এবং একটি সাধারণ প্লাস্টিকের গ্লাস প্রটেক্টর । তবে কোন হেডফোন পাবেন না । এতে পাবেন ৫২০০mAh একটি বড় ব্যাটারি ।
ফোনটা দেখতে খুব সুন্দর । এটা তৈরি পলিকার্বনেটের অর্থাৎ প্লাস্টিক বিল্ডের একটি ফোন তবে এর কোয়ালিটি অনেক ভাল । ফোনটার ব্যাকসাইডে একটা সুন্দর V/Z টাইপের ডিজাইন রয়েছে । এর নিচের দিকে রয়েচছে মাইক্রো ইউএসবি পোর্ট ,একটা ৩.৫মিমি অডিও পোর্ট , একটি স্পিকার গ্রিল এবং একটি এক্সপেন্ডাবেল মেমরি স্লট রয়েছে যেখানে একসাথে ২টি সিম এবং ১টি মেমোরি কার্ড একসাথে ব্যাবহার করা যায় ।
এর ফ্রন্টে রয়েছে ৮ মেগা পিক্সেল সেলফি ক্যামেরা , ব্যাক সাইডে রয়েছে ১৬ মেগা পিক্সেল প্রাইমারি ক্যামেরা , ২ মেগা পিক্সেল ডেপ্ত সেন্সর , ২মেগা পিক্সেল ম্যাক্রো লেঞ্চ এবং একটি কিউভিজিএ ক্যামেরা মোট ৪ টি ক্যামেরা এবং ৪টি এলইডি যুক্ত একটি ফ্লাশ লাইট। এতে 2কে তে ভিডিও রেকর্ড করা যায় এর ছবির কুয়ালিটি মোটামুটি ভালো ।
এতে রয়েছে এইচডি + একটি ৬.৭৮ ইঞ্চি আইপিএস প্যানেল যার বাম সাইডে রয়েছে একটা ছোট্ট পাঞ্চহোল । ব্রাইটনেস মোটামুটি ভাল ,ভিউইং অ্যাংগল ঠিক রয়েছে ।
এর বেস ভারিএন্ট এ রয়েছে ৬জিবি র্যাম এবং ১২৮ জিবি রম , প্রসেসর হিসেবে পাবেন মিডিয়াটেক হেলিও জি৭০ যেটা কিন্তু একটি গ্যেমিং প্রসেসর । ১২ ন্যানো মিটার টেকনোলজিতে তৈরি ।
এতে সিকিউরিটির জন্য পাবেন একটি ফ্রিংঙ্গারপ্রিন্ট সেন্সর যেটা মোটামুটি ফাস্ট , এতে রয়েছে ফেস আনলক সিস্টেম । এর দাম বাজারে আসলে জানা যাবে ,তবে ১৩ হজার টাকার আশে পাশে হওয়ার সমভবনা রয়েছে ।