আপনারা যারা ৭ হজার টাকায় ভাল ফোন খুজছেন তাদের জন্য এই ফোনটি সেরা চয়েস । একে গরিবের আই ফোন বলা হয়েছে কারণ এর ক্যামেরা বামটি দেখতে একদম আইফোন ১১ এর মত ।
আনবক্সিং : প্রথমেই বক্স খুললে একটা সুন্দর ফোন দেখতে পাবেন ।সাথে পাবেন একটি ৫ ওয়াটের চা্র্জার ,সাথে থাকছে একটি ব্যাককভার , একটি ইউএসবি ক্যাবল এবং একটি সাধারণ প্লাস্টিকের গ্লাস প্রটেক্টর । তবে ভাল ব্যাপার হচ্ছে বক্সে হেডফোন দেয়া হয়েছে ।এতে পাবেন ৪০০০mAh একটি বড় ব্যাটারি ।
ফোনটা দেখতে খুব সুন্দর । এটা তৈরি পলিকার্বনেটের অর্থাৎ প্লাস্টিক বিল্ডের একটি ফোন তবে এর কোয়ালিটি অনেক ভাল ।ফোনটার ব্যাকসাইডে একটা সুন্দর গ্রেডিয়েশন নীল অথবা গ্রেডিয়েশন গোলাপি রঙের ডিজাইন রয়েছে ।এই ফোন এই দুধরণের রঙে পাওয়া যাবে ।এর নিচের দিকে রয়েছে একটি মাইক্রো ইউএসবি পোর্ট, একটি স্পিকার গ্রিল এবং উপরে রয়েছে একটা ৩.৫মিমি অডিও পোর্ট ।
এর ফ্রন্টে রয়েছে ৫ মেগা পিক্সেল সেলফি ক্যামেরা , ব্যাক সাইডে রয়েছে ৮ মেগা পিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং ০.০৮ মেগা পিক্সেল ডেপ্ত সেন্সর যেটা খুব একটা কাজে লাগে না । এতে পোর্টেট মোডে ছবি তোলা যায় ।এবং ১০৮০পিতে ভিডিও রেকর্ড করা যায় এর ছবির কোয়ালিটি মোটামুটি ভালো । ঠিকঠাক আ্লোতে ভাল মানের ছবি উঠে ।
এতে রয়েছে ২জিবি র্যাম এবং ৩২ জিবি রম , প্রসেসর হিসেবে পাবেন আক্টাকোরের একটি সিপিইউ (Unisoc SC9863A) যেটা ১.৬০ গিগাহার্জে রান করে ।তবে এর র্যাম মেনেজমেন্ট অনেক ভাল অপ্রয়োজনীয় অ্যাপ গুলোকে অটোমেটিক ডিজেব্যাল করে দেয় ।এতে ব্যবহার করা হয়েছে অ্যানড্রোয়েড 9 পাই ।
এতে রয়েছে এইচডি + একটি ৬.০৮৮ ইঞ্চি আইপিএস প্যানেল যার উপরের দিকে রয়েছে একটা ছোট্ট ওয়াটার ড্রপ নস । ব্রাইটনেস বাজেট বিবেচনায় ঠিক আছে ,ভিউইং অ্যাংগল ঠিক আছে ।
এতে সিকিউরিটির জন্য পাবেন একটি ফ্রিংঙ্গারপ্রিন্ট সেন্সর যেটা মোটামুটি ফাস্ট , এতে রয়েছে ফেস আনলক সিস্টেম যা পরর্যাপ্ত আলতে ভাল কাজ করে । সবশেষে বলা যায় ৭ হাজার টাকায় এটা বেস্ট ফোন ।