ফাইনালি পোকো লাঞ্চ করেছে পোকো এম৩ স্মার্ট ফোন। যদি আপনার বাজেট ১৫০০০ টাকার মধ্যে হয়ে থাকে এবং আপনি যদি ভাল একটি ফোন চান তাইলে এই ফোনটি আপনার জন্য। কারণ এই ফোনটিতে এমন কিছু ফিচার দেওয়া হয়েছে যা শুনলে আপনি এক্সাইটেড হয়ে যাবেন।
প্রথমে কথা বলা যাক পোকো এম৩ এর ডিজাইন নিয়ে।এই ফোনের পেছনে থাকছে পলিকার্বনেট প্লাস্টিক বডি। যদিও এর ব্যাকপার্টি দেখতে লেদারের মত। আর এর উপরেই থাকছে স্কয়ার শেপ এর ট্রিপল ক্যামেরা সেটআপ উইথ এলইডি ফ্ল্যাশ লাইট। ফোনটির ডানদিকে থাকছে ভলিউম আপ-ডাউন বাটন ও সাইড ডাউন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। বামদিকে থাকছে ট্রিপল কার্ড স্লট। যেখানে দুটি সিম কার্ড ও একটি মেমোরি কার্ড ব্যবহার করা যাবে। উপরের দিকে থাকছে ৩.৫ mm হেডফোন জ্যাক ও সেকেন্ডারি নয়েজ ক্যান্সলেশন। এবং নিচের দিকে থাকছে ইউএসবি পোর্ট,মাইক্রোফোন ও স্পিকার।আবার ডিসপ্লে হিসেবে থাকছে ৬.৫ ইঞ্চি HD+ ওয়াটার ড্রপ আইপিএস এলসিডি প্যানেল উইথ গরিলা গ্লাস প্রোটেকশন। ফোনটির ওজন হবে ১৯৮ গ্রাম।
এবার কথা বলা যাক এই ফোনটির পারফরম্যান্স নিয়ে।ফোনটিতে থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৬২ যেটি একটি অক্টা কোর প্রসেসর। আর এই স্ন্যাপড্রাগন ৬৬২ প্রসেসরে গেমিং পারফর্মেন্স আশা করা যায় ভালই হবে। কারণ আপনারা অনেকেই জানেন এই একই প্রসেসর ইতিমধ্যে রেডমি ৭ এ ব্যবহার করা হয়েছিল। যার পারফরম্যান্স যথেষ্ট ভাল ছিল। এর সাথে এই ফোনটিতে থাকছে দুটি র্যাম ভেরিয়েশন। ৪জিবি+৬৪জিবি এবং ৪জিবি+১২৮জিবি। যেখানে স্টোরেজ হিসেবে থাকছে ইইউপিএস ২.১। এর পাশাপাশি ফোনটিতে ডুয়েল স্পিকার দেয়া হয়েছে।
আর অপারেটিং সিস্টেম হিসেবে অ্যান্ড্রয়েড টেন থাকছে। যা রান করবে এমআইইউআই ১২ এর সাথে।
যাইহোক এখন কথা বলা যাক এই ফোনের ক্যামেরা নিয়ে। তো এই ফোনের পেছনে থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ। যার প্রাইমারী ক্যামেরা ৪৮এমপি এর সঙ্গে থাকছে ২এমপি এর ম্যাক্রো লেনস ও ২এমপি এর ডেপথ সেন্সর।আর সামনের ক্যামেরা হিসেবে থাকছে ৮এমপি এর সেলফি ক্যামেরা। তো পোকো এম৩ এর সবথেকে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এর ব্যাটারি ক্যাপাসিটি। তো এখানে থাকছে ৬০০০ এমএএইচ এর বিশাল ব্যাটারি। আর ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এর বক্স এর সাথেই থাকছে ২২.৫ ওয়াট এর ফাস্ট চার্জার। ফাইনালি বলবো,পোকো এম৩ এর দাম এর ব্যাপারে। তো গ্লোবালি এর ৪জিবি + ৬৪ জিবি ভেরিয়ান্ট এর অফিসিয়ালি দাম রাখা হয়েছে ১৪৯ ডলার। যা বাংলাদেশি টাকায় ১২,৬০০ টাকা। এবং ৪ জিবি + ১২৮ জিবি ভেরিয়ান্ট এর অফিসিয়ালি দাম রাখা হয়েছে ১৬৯ ডলার। অর্থাৎ বাংলাদেশি টাকায় ১৪,৫০০ টাকা। তো মোটামুটি এই ছিলো পোকো এম৩ এর ব্যাপারে সর্বশেষ আপডেট।