৪ হাজার মিলিঅ্যাম্প আওয়ার (mAh) ক্ষমতাসম্পন্ন ব্যাটারির নতুন স্মার্টফোন বাজারে নিয়ে এসেছে চীনা স্মার্টফোন নিমার্তা প্রতিষ্ঠান ওকিটেল। আর যারা ১৩ হাজার টাকাই সেরা ফোন খুজছেন তাদের জন্য ওকিটেল সি২১।
আনবক্সিং : প্রথমেই বক্স খুললে একটা সুন্দর ফোন দেখতে পাবেন । সাথে পাবেন একটি ১০ ওয়াটের চা্র্জার ,সাথে থাকছে একটি ব্যাককভার যেটা খুব সফট , একটি ইউএসবি ক্যাবল , একটি সিম কী এবং একটি ইউজার ম্যানুয়াল । এতে পাবেন ৪০০০ মিলিঅ্যাম্প আওয়ার একটি ব্যাটারি যেটা চার্জ করতে ৩ ঘণ্টা সময় লাগে ।
লুক : ফোনটা দেখতে খুব সুন্দর । এটা তৈরি পলিকার্বনেটের অর্থাৎ প্লাস্টিক বিল্ডের একটি ফোন তবে এ ফোনটা অনেক স্লিম । উপরের দিকে রয়েছে প্রক্সিমিটি সেনসর । এর নিচের দিকে রয়েছে টাইপ-ছি (type-C) পোর্ট , একটি স্পিকার গ্রিল এবং বাম পাশে পাবেন একটি এক্সপেন্ডাবেল মেমরি স্লট যেখানে একসাথে ২টি সিম এবং ১টি মেমোরি কার্ড একসাথে ব্যাবহার করা যায় ।
পারফর্মেন্স : এতে রয়েছে ৪জিবি র্যাম এবং ৬৪জিবি রম , প্রসেসর হিসেবে পাবেন Mediatek helio p 60 । ১২ ন্যানো মিটার টেকনোলজিতে তৈরি । এতে পাবজি বাইডিফল্ট গ্রাফিক্স পাবেন ব্যালাঞ্চড এবং ফ্রেমরেট পাবেন মিডিয়াম তবে আপনি সর্বোচ্চ গ্রাফিক্স ব্যালাঞ্চড এবং ফ্রেমরেট হাই এ খেলতে পারবেন । তবে পাবজিতে কিছু ফ্রেমড্রপ এর দেখা পাবেন ।কল অফ ডিউটিতে গ্রাফিক্স এবং ফ্রেমরেট মিডিয়াম পাবেন তবে সর্বোচ্চ গ্রাফিক্স এবং ফ্রেমরেট হাই এ খেলতে পারবেন ,এতে কোনো সমস্যা দেখতে পাই নি । ফ্রী ফায়ারে গ্রাফিক্স সর্বোচ্চ আল্ট্রা পাবেন। তবে অনেকক্ষণ ধরে গেম খেললে ফোন কিছুটা গরম হবে ।
ক্যামেরা : এর ফ্রন্টে রয়েছে ২০ মেগা পিক্সেল সেলফি ক্যামেরা ,যেটা আর কোথাও পাবেন না । ব্যাক সাইডে রয়েছে ১৬ মেগা পিক্সেল প্রাইমারি ক্যামেরা , ২ মেগা পিক্সেল ডেপ্ত সেন্সর , ২মেগা পিক্সেল ম্যাক্রো লেঞ্চ এবং একটি অক্সিলারি লেঞ্চ মোট ৪ টি ক্যামেরা এবং একটি ফ্লাশ লাইট । তবে কোনো ওয়াইড অ্যাঙ্গেল লেঞ্চ নেই । এতে 2কে তে ভিডিও রেকর্ড করা যায় । এর ছবির কুয়ালিটি অসাধারণ । অনেক দামি ফোনের ক্যামেরাতেও এত ভাল ছবি ওঠে না ।
ডিসপ্লে : এতে রয়েছে ফুল এইচডি + একটি ৬.৪ ইঞ্চি আইপিএস প্যানেল যার বাম সাইডে রয়েছে একটা ছোট্ট পাঞ্চহোল । এর পি পি আই ৪০৩ এবং ব্রাইটনেস খুব ভাল , ভিউইং অ্যাংগল ঠিক রয়েছে । আপনাকে এই দামে এত ভাল ডিসপ্লে কেও দেবে না । এর ডিসপ্লেতে একটা প্রিমিয়াম ফিল পাবেন ।
সিকিউরিটি : এতে সিকিউরিটির জন্য পাবেন একটি ফ্রিংঙ্গারপ্রিন্ট সেন্সর যেটা মোটামুটি ফাস্ট তবে এর পজিসান ক্যামেরা বাম এর সাথে । এতে রয়েছে ফেস আনলক সিস্টেম ।