২০১৬ সালে আইফোন লঞ্চ করেছিল সহনীয় দামে আইফোন এস ই। আর তারই আপগ্রেড ভার্সন আইফোন এস ই ২০২০ নামে ফাইনালি একটি ডিভাইস লঞ্চ করা হয়েছে। সবচেয়ে কম দামে আইফোন এস ই ২০২০ লঞ্চ করা হয়েছে। যার টপ হাইলাইট ফিচার হচ্ছে এ১৩ বায়োনিক চিপসেট। আজ এই আর্টিকেলটিতে বলবো আইফোন এস ই ২০২০ এর সম্পূর্ণ স্পেসিফিকেশন। চলুন শুরু করা যাক।
প্রথমেই বলবো আইফোন এস ই ২০২০ এর ডিজাইন ও বিল্ড কোয়ালিটির ব্যাপারে। তো ডিজাইন অনুরূপ আইফোন ৮ এর মতোই হবে। অর্থাৎ রিয়ার সাইডে ব্যবহার করা হবে গ্লাস মেটেরিয়াল। এর সাথে থাকছে সিঙ্গেল ক্যামেরা সেটআপ উইথ এল ই ডি ফ্ল্যাশলাইট। এখন আসি ডিসপ্লের ব্যাপারে। ডিসপ্লে হিসেবে এখানে থাকছে ৪.৭ ইঞ্চি এইচডি আইপিএস এলসিডি প্যানেল। আর এই একই ডিসপ্লে আইফোন ৮ এ ব্যবহার করা হয়েছে। সুতরাং যারা এন্ড্রয়েড ইউজার আছেন তাদের কাছে এই ডিসপ্লেটি ভালো নাও লাগতে পারে। কেনো না এতে থাকছে না ফুল এইচডি প্লাস ডিসপ্লে,এমুলেট প্যানেল,হাই রিফ্রেশ রেট এর সুবিধা।
এখন পারফরম্যান্স নিয়ে কথা বলা যাক। এই ফোনের টপ ইন্টারেস্টিং ফিচার প্রসেসর হিসেবে এখানে থাকছে এ১৩ বায়োনিক চিপসেট। যা ৭ ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি। আর এই একই চিপসেট ইতিমধ্যেই আইফোন ১১ সিরিজে ব্যবহার করা হয়েছে। এমনকি কোয়ালকোম স্ন্যাপড্রাগন ৮৬৫ এর চেয়েও এ১৩ বায়োনিক চিপসেট বেশি শক্তিশালী। এই ডিভাইসটিতে ৩টি আলাদা আলাদা ভেরিয়েন্ট থাকছে। ৬৪জিবি,১২৮জিবি এবং ২৫৬জিবি। আর ইউজার এক্সপেরিএন্স কে বেটার করার জন্য এতে থাকছে অ্যাপল এর নিজস্ব অপারেটিং সিস্টেম আইওএস ১৩।
চলে আসা যাক এর ক্যামেরা ডিপার্টমেন্টে। যেহেতু এটি একটি সস্তা ফোন তাই এর পেছনে থাকছে ১২ মেগাপিক্সেলের সিঙ্গেল ক্যামেরা সেটআপ। যার অ্যাপাসার এফ১.৮। এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে বুকি ইফেক্ট পোট্রেট মোডে কিভাবে ইমেজ তুলবেন। আসলে সফটওয়্যার অপটিমাইজ করে ইমেজ কোয়ালিটি বেটার করা হবে। তবে এটাও ঠিক এখানে টেলিফটো লেন্স নেই। অর্থাৎ জুম হবে না। সুতরাং ১২ মেগাপিক্সেলের ক্যামেরা পারফরম্যান্স মাখনের মত কাজ করবে। আরো একটি ইন্টারেস্টিং ফিচার হচ্ছে এখানে ৪কে ভিডিও রেকর্ডিং করতে পারবেন ৬০ এফসিএস এ। আবার যদি বলি সামনের ক্যামেরার ব্যাপারে তো সেলফির জন্য এখানে থাকছে মাত্র ৭ মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরা। আইফোন এস ই ২০২০ তে ব্যাটারি হিসেবে দেয়া হয়েছে ১৯০০ মিলিঅ্যাম্পিয়ার এর ব্যাটারি। যেখানে থাকছে ১৮ ওয়াট এর ফাস্ট চার্জিং সাপোর্ট এবং বক্সে ইনপুট মাত্র ৫ ওয়াট এর নরমাল চার্জার। এর সাথে ওয়ারলেস চার্জিং সাপোর্ট থাকছে। ডিভাইসটি পাওয়া যাবে কালো,লাল ও সাদা এই ৩টি কালার ব্র্যান্ডে।
সবশেষে বলবো এই ফোনের দামের ব্যাপারে। তো এই ফোনের বেজ ভেরিয়েন্ট ৬৪জিবির দাম রাখা হয়েছে ৩৯৯ ইউএস ডলার। ২য় ভেরিয়েন্ট ১২৮জিবির দাম ৪৪৯ ইউএস ডলার এবং টপ ভেরিয়েন্ট ২৫৬জিবির দাম ৫৪৯ ইউএস ডলার। আর ইন্ডিয়ান দামের কথা বলতে গেলে ৬৪জিবির দাম রাখা হয়েছে ৪২৫০০ রূপি এবং বাংলাদেশের বাজারে ৪৫ থেকে ৫০ হাজার টাকার মধ্যেই পাওয়া যাবে। তো এই ছিল আইফোন এস ই ২০২০ এর ব্যাপারে সর্বশেষ আপডেট।