যদি আপনার বাজেট হয়ে থাকে ১৬০০০ টাকা এবং চাচ্ছেন এই বাজেটে ভালো একটি ফোন কিনবেন তাহলে এই আর্টিকেলটি আপনার জন্য। কারণ এই আর্টিকেলটিতে কথা বলব শাওমির সাব ব্র্যান্ড পোকো এম২ এর ব্যাপারে। তাছাড়া আপনারা জানেন সম্প্রতি পোকো বাংলাদেশে লঞ্চ করেছে ৩টি পপুলার স্মার্ট ফোন। পোকো এক্স৩ এনএফসি, পোকো এম২ এবং পোকো সি৩। আজকের এই আর্টিকেলটিতে কথা বলব পোকো এম২ কে নিয়ে। জানাবো এই ফোনের ভালো মন্দ সকল দিক নিয়ে। তাহলে কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক।
প্রথমেই কথা বলা যাক এই ফোনের বিল্ড কোয়ালিটি এবং ডিজাইন নিয়ে। পোকো এম২ সম্পূর্ণ প্লাস্টিক বিল্ড এর একটি ফোন। যার ফ্রেম এবং ব্যাক প্যানেল দুইটিই প্লাস্টিকের। আর এর ডিজাইন টি ৯৯ পার্সেন্ট রেডমি ৯ এর মতোই। পোকো এম২ পাওয়া যাবে তিনটি কালার ব্র্যান্ডে। নীল লাল এবং কালো রঙের। এবার কথা বলা যাক এই ফোনের পোর্টস এবং বাটন নিয়ে। ফোনটির ডানদিকে থাকছে ভলিউম আপ-ডাউন ও পাওয়ার বাটন। বামদিকে থাকছে ডেডিকেটেড সিম স্লট। যেখানে দুইটি সিম কার্ড ও একটি মেমোরি কার্ড ব্যবহার করা যাবে। উপরের দিকে থাকছে সেকেন্ডারি নয়েজ ক্যান্সলেশন ও আই আর ব্লাস্টার। এবং নিচের দিকে থাকছে 3.5mm হেডফোন জ্যাক, ইউএসবি টাইপ সি পোর্ট ও স্পিকার। এবার ডিসপ্লের দিকে আসা যাক। এই ফোনটিতে থাকছে ৬.৫৩ ইঞ্চি ফুল এইচডি প্লাস আইপিএস এলসিডি প্যানেল। যার এসপেক্ট রেশিও ১৯.৫:৯। এবং এই ডিসপ্লের প্রোটেকশন এর জন্য থাকছে কর্নিং গরিলা গ্লাস ৫। সর্বোপরি, ১৬০০০ টাকার মধ্যে ফুল এইচডি প্লাস ডিসপ্লে থাকায় আমি এর ডিসপ্লে কোয়ালিটি ভালোই মনে করছি।
যাইহোক এবার কথা বলা যাক এই ফোনের সবচেয়ে হাইলাইট ফিচার ফোনটির পারফরম্যান্স নিয়ে। এতে থাকছে মিডিয়াটেক হেলিও জি৮০ অক্টা কোর প্রসেসর। যা ১২ ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি। এবং জিপিইউ হিসেবে থাকছে মালি জি৫২এমসি২। আর হেলিও জি৮০ গেমিং চিপসেট হওয়ায় এর গেমিং পারফরম্যান্স বেশ ভালোই পাবেন। কারণ এতে থাকছে হাইপার ইঞ্জিন টেকনোলজি। আর সাথেই থাকছে ২টি RAM ভেরিয়েন্ট। ৬জিবি+৬৪জিবি এবং ৬জিবি+১২৮জিবি। আর অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে অ্যান্ড্রয়েড ১০। যা রান করবে মিওয়াই ১২ এর সাথে।
পোকো এম২ স্মার্টফোনের পিছনে থাকছে কোয়াড ক্যামেরা সেটআপ। যার প্রাইমারি ক্যামেরা 13 মেগাপিক্সেলের। এর সাথে 8 মেগাপিক্সেল এর আল্ট্রা ওয়াইড লেন্স, 5 মেগাপিক্সেল এর ম্যাক্রো লেন্স এবং 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। আর সামনের ক্যামেরা হিসেবে থাকছে 8 মেগাপিক্সেল এর সেলফি ক্যামেরা। এবার কথা বলা যাক ফোনটির ব্যাটারি ক্যাপাসিটি নিয়ে। এতে থাকছে 5 হাজার মিলিঅ্যাম্পিয়ার এর ম্যাসিভ ব্যাটারি। যা 18 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে।
সবশেষে পোকো এম২ এর দামের কথা বলতে গেলে এর ৬জিবি+৬৪জিবি ভেরিয়েন্টের অফিসিয়ালি দাম হচ্ছে ১৫৯৯৯ টাকা। এবং ৬জিবি+১২৮জিবি এর অফিসিয়ালি দাম হচ্ছে ১৬৯৯৯ টাকা। সর্বোপরি অফিসিয়াল ফোন হিসেবে পোকো এম২ এর দামের ভিত্তিতে আমি বলবো বেস্ট ফোন।