অকিটেল সি২১ শুনতে অবাক লাগলেও এর সম্পূর্ণ স্পেসিফিকেশন জানলে আপনি চমকে যাবেন যেমনটা আমি হয়েছি। র্তমান বাংলাদেশে ১৩০০০ টাকার মধ্যে অফিশিয়ালি যে স্মার্ট ফোনগুলো রয়েছে প্রায় সবখানে এইচডি প্লাস ডিসপ্লে ব্যবহার করা হয়েছে।কিন্তু মাত্র ১৩০০০ টাকার অকিটেল সি২১ তে রয়েছে পাংচুয়াল ক্যামেরা কাট আউট যুক্ত ফুল এইচডি প্লাস ডিসপ্লে সহ ইন্টারেস্টিং সব ফিচার।বলতে পারেন এটি গরিবের আইফোন। আজকের আর্টিকেলটিতে আলোচনা করবো এই ফোনের ভালো মন্দ সকল দিক। চলুন শুরু করা যাক।
প্রথমেই কথা বলা যাক এই ফোনের ডিজাইন নিয়ে।তো এই ফোনের পেছনে থাকছে পলিকার্বনেট প্লাস্টিক বডি। দেখতে অনেক ভালো লাগবে।মাত্র ১৩ হাজার টাকায় এই ফোনটির উপরে থাকছে প্রক্সিমেটি সেন্সর,ডানদিকে থাকছে ভলিউম আপ-ডাউন ও পাওয়ার বাটন, বামদিকে থাকছে সিম স্লট।যেখানে ২টি সিম কার্ড বা ১টি সিম কার্ড ও ১টি মেমোরি কার্ড ব্যবহার করা যাবে।নিচের দিকে থাকছে ৩.৫mm হেডফোন জ্যাক,মাইক্রোফোন ও ইউএসবি টাইপ সি পোর্ট।আবার অকিটেল সি২১ এর ডিসপ্লে হিসেবে থাকছে ৬.৪ ইঞ্চির ফুল এইচডি প্লাস পাংচুয়াল ডিসপ্লে।যার রেজুলেশন ১০৮০*২৩১০ পিক্সেল।যার পিপিআই ২০৩।সুতরাং যারা কম বাজেটে ভালো ডিসপ্লে চাচ্ছেন তাদের জন্য অকিটেল সি২১ হবে বেস্ট চয়েজ।
এবার কথা বলা যাক এই ফোনের পারফরম্যান্স নিয়ে।এতে থাকছে মিডিয়াটেক হেলিও p60 অক্টা কোর প্রসেসর। যার ক্লক স্পিড ২.০গিগাহার্জ। এবং জিপিইউ হিসেবে থাকছে মালি জি৭০।আর চিপসেট মোটামুটি শক্তিশালী। এর সাথেই থাকছে একটি মাত্র র্যাম ভেরিয়েন্ট।৪ জিবি র্যাম এবং ৬৪ জিবি ইন্টার্নাল স্টোরেজ। আর সফটওয়্যার হিসেবে পাবেন out-of-the-box অ্যান্ড্রয়েড ১০। যা রান করবে অকিটেল এর নিজস্ব ইউএ এর সাথে।
এবার কথা বলব এই ফোনের সবথেকে বেস্ট ফিচার এর ক্যামেরা নিয়ে।মাত্র 13 হাজার টাকার মধ্যে অফিশিয়ালি যে স্মার্টফোনগুলো রয়েছে তাদের মধ্যে এই ফোনের ক্যামেরা আমার অনেক ভালো লেগেছে।কারণ ফোনটির পেছনে থাকছে কোয়াড ক্যামেরা সেটআপ।যার প্রাইমারি ক্যামেরা হিসেবে থাকছে ১৬ মেগাপিক্সেল,এর সাথে থাকছে ২ মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স, ২ মেগাপিক্সেল এর ডেপথ সেন্সর।আর সামনের ক্যামেরা হিসেবে থাকছে ২০ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা।
সর্বশেষ যে কথাটি না বললেই নয় সেটি হলো এই ফোনের ব্যাটারি ক্যাপাসিটি। ফোনটিতে থাকছে ৪০০০ মিলি এ্র্র্যাম্পিয়ার এর বিশাল ব্যাটারী। আর বক্সটির সাথে থাকছে ১০ ওয়াট এর নরমাল চার্জার। যেটি দিয়ে এই ফোনটিকে চার্জ করতে সময় লাগবে প্রায় তিন ঘন্টার মত।ফোনটি পাওয়া যাবে ৩টি কালার ব্র্যান্ডে।বেগুনী,নীল ও কালো।
সর্বোপরি বলতে গেলে মাত্র 12 হাজার 999 টাকায় ফোনটি আমার কাছে বেশ ভালো লেগেছে।আপনারাও ব্যবহার করে দেখতে পারেন।তো এই ছিল অকিটেল সি২১ এর ব্যাপারে সর্বশেষ আপডেট।