‘স্যামসাং’ নামটার সাথে আমরা সবাই খুব পরিচিত। হব নাই বা কেনো। সেই ছোটবেলা থেকে মোবাইলের জগৎে এর রাজত্ব দেখতে দেখতে বড় হয়েছি। এমন সময়ও ছিলো যখন এই ‘স্যামসাং’ টক্কর দিয়েছিলো টপ ক্লাস মোবাইল ব্র্যান্ড ‘অ্যাপলে’র সাথে। যাকে অনেকে ‘আইফোন’ নামে চিনে থাকে। যাই হোক, এই ‘স্যামসাং’ বর্তমান বাজারে তাদের নতুন একটি মোবাইল ফোন রিলিজ করেছে। যেটার নাম হচ্ছে ‘গ্যালাক্সি এম ৫১’। আজ এই ফোনটা নিয়েই বিস্তারিত আলোচনা করতে যাচ্ছি।
তো চলুন নিচে গিয়ে দেখে আসি, এই ফোনের ব্যাপারে বিস্তারিত স্পেসিফিকেশনঃ
বডিঃ
‘স্যামসাং’এর এই ফোনের বডি ডিমেনশন হচ্ছে ১৬৩.৯×৭৬.৩×৯.৫ মি.মি.। এই ফোনের ওজন হচ্ছে ২১৩ গ্রাম। এর সামনে রয়েছে ‘গরিলা গ্লাস ৩’ এর প্রটেকশন, সাথে প্লাস্টিক ব্যাক এবং ফ্রেম। ‘স্যামসাং’ এখানে আরেকটু ভালো কিছু করলে হয়তো বেটার হতো।
ডিসপ্লেঃ
‘স্যামসাং’ তাদের ‘এম’ সিরিজের সজগুলোতেই ডিসপ্লে’র সাইজ অনেক বড় করে দিতো। এবারও এত কমতি থাকেনি। এই থাকছে ৬.৭ ইঞ্চির বিশাল একখানা ডিসপ্লে। যে ‘সুপার এমোলেড প্লাস’। মানে সুপারের চেয়েও বেশি কিছু, যেটা এই ফোনের জন্য অসাধারন একটি বিষয়। ১০৮০×২৪০০ পিক্সেলের এই ডিসপ্লে সত্যিই ছিলো দেখার মতো।
প্লাটফর্মঃ
এই ফোনের প্লাটফর্মে রয়েছে ‘এন্ড্রোয়েড ১০’ এর সাথে ‘ ওয়ান ইউ আই ২.৫ ‘। এটাতে আরও রয়েছে ‘স্ন্যাপড্রাগন ৭৩০জি’ এর শক্তিশালী অক্ট্যা কোর প্রসেসর।
ক্যামেরাঃ
ব্যাকঃ এটার পিছে রয়েছে এল ই ডি ফ্লাশের সাথে ৬৪ মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল, ১২ মেগাঃ’র আল্ট্রা ওয়াইড এবং ৫ মেগাঃ’র দুটি আলাদা আলাদা মেক্রো ডেপথ ক্যামেরা। যা দিয়ে ৪কে’র এইচডি ভিডিও পর্যন্ত রেকর্ড করা যায়।
ফ্রন্টঃ এর সামনে রয়েছে ৩২ মেগাপিক্সেলের একটি এইচ ডি আর ইন ডিসপ্লে ক্যামেরা। যেটার ভিডিও রেকর্ডিংও ৪কে তে করা যাবে।
মেমোরীঃ
এই ফোনের ৬/১২৮ এবং ৮/১২৮ ভ্যারিয়্যান্ট দুটি পাওয়া যাবে৷ এই ফোনের স্লটে ২৫৬ জিবি’র উপরেও মেমোরি কার্ড লাগিয়ে ব্যাবহার করতে পারবেন
নেটওয়ার্কঃ
অন্যান্য নতুন ফোনের মতো এটাতেও ৪জি এর নেটওয়ার্ক রেখে দিয়েছে ‘স্যামসাং’।
সাউন্ডঃ
সাউন্ডের দিক দিয়েও এই ফোনটি ছিলো অত্যান্ত ক্লিয়ার। এটাতে ৩.৫ মি.মি. এর ইয়ারফোন জ্যাকও দেয়া হয়েছে।
ব্যাটারীঃ
দানবীয় ডিসপ্লে’র সাথে এই ফোনে, ‘স্যামসাং’ যুক্ত করেছে দানবীয় ব্যাটারীও। ২৫ ওয়াটের ফাস্ট চার্জিং সম্পন্ন এই ব্যাটারীটি হচ্ছে ৭০০০ এম এইচের।
ফিচারঃ
এই ফোনের ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি দেয়া হয়েছে এটির পাওয়ার অন/অফ বাটনে।
যেসব পরিবর্তন রয়েছে এই ফোনেঃ
‘স্যামসাং’ প্রতিবারই নতুন কিছু ফোন পরিবর্তন করে নতুন ডিজাইন দিয়ে সেটাকে বাজারে ছাড়ে৷ ‘স্যামসাং এম ৫১’ তেও সেটার দেখা পাওয়া যায়। ইন ডিসপ্লে ক্যামেরা, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট, প্রসেসর এবং এর ব্যাটারীর পরিবর্তনই এগুলোর প্রমান।
দামঃ
বাংলাদেশে এই ফোনের’ ৮/১২৮’ ভ্যারিয়্যান্টটি এখন পাওয়া যাচ্ছে। যার দাম হচ্ছে ‘৩৩,৪৯৯ টাকা’।