‘ শাওমি ‘ মোবাইল ব্র্যান্ড আস্তে আস্তে সবার কাছেই অনেক জনপ্রিয় হয়ে উঠেছে৷ হবে নাই বা কেনো। সবার হাতে থাকা বাজেটের মধ্যেই এই ব্র্যান্ডটি দিচ্ছে অসাধারন সব ফোনের মডেল, যা অন্য মোবাইল ব্র্যান্ডগুলো করতে পারেনি। যারা করেছে, তারা এতোটা বাজেটের মধ্যে করতে পারেনি। এই ধারাবাহিকতায় ‘শাওমি’ বাজারে নিয়ে এলো তাদের নতুন আরেকটি ফোনের মডেল৷ যার নাম ‘রেডমি নোট ৯ এস’। যেটাকে ‘শাওমি’ রিলিজ করে ২০২০ সালের, ২৩ মার্চ তারিখে।
চলুন নিচে গিয়ে দেখে আসা যাক এই ফোনের বিস্তারিত কিছু তথ্যঃ⤵️
বডিঃ
বডি ডিমেনশনে থাকছে ১৬৫.৮×৭৬.৭×৮.৮ মি.মি.’র সাথে ‘গরিলা গ্লাস ৫’ এর লেয়ার। যেটা এই ফোনের পিছের বডিতেও লাগিয়ে দেয়া হয়েছে। এই ফোনের ফ্রেমটা হচ্ছে প্লাস্টিকের। সব মিলিয়ে এই ফোনের ওজন ২০৯ গ্রাম। থাকছে ডুয়্যাল সিমের স্লট।
ডিসপ্লেঃ
এই ফোনে রয়েছে ৬.৬৭ ইঞ্চির আইপিএস এলসিডি ডিসপ্লে। যেটা ১০৮০×২৪০০ পিক্সেলের।
প্লাটফর্মঃ
ফোনটি অ্যান্ড্রয়েড ১০, এম আই ইউ আই ১২’র আপডেটে তৈরী৷ এর প্রসেসর হচ্ছে ‘স্ন্যাপড্রাগন ৭২০জি’।
ক্যামেরাঃ
ব্যাকঃ এই ফোনের পিছে থাকছে চারটি ক্যামেরা৷ সেগুলো হচ্ছে ৪৮ মেগাপিক্সেলের ওয়াইড, ৮ মেগাঃ’র আল্ট্রাওয়াইড, ৫ মেগাঃ’র মেক্রো এবং ২ মেগাঃ’র ডেপথ সেন্সরের এলইডি ফ্ল্যাশ যুক্ত ক্যামেরা। যা দিয়ে ৪কে ভিডিও অনায়াসে রেকর্ড করা সম্ভব।
ফ্রন্টঃ এই ফোনের সামনে, ডিসপ্লের মাঝ বরাবর দেয়া হয়েছে একটি ১৬ মেগাপিক্সেলের ইন ডিসপ্লে ক্যামেরা। যেটা দিয়ে আপনি ১০৮০পি পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারবেন।
মেমোরীঃ
‘শাওমি’ তাদের এই ফোনটি বাজারে ছাড়ে তিনটি ভ্যারিয়্যান্টে। সেগুলো হচ্ছে ৪/৬৪, ৪/১২৮ এবং ৬/১২৮। কার্ড স্লটে ব্যাবহার করতে পারবেন ২৫৬ জিবি’র উপরের মেমোরি কার্ড।
নেটওয়ার্কঃ
‘শাওমি’ এবার তাদের নেটওয়ার্কে কোনো পরিবর্তন আনেনি। বরাবরের মতোই তারা এই ফোনেও প্রয়োগ করেছে ৪জি নেটওয়ার্ক স্পিড।
সাউন্ডঃ
দাম হিসেবে এই ফোনের সাউন্ড ছিলো অসাধারন। খুব ক্লিয়ারও ছিলো বটে। ফোনের নিচে মাঝামাঝি জায়গায় এই সাউন্ড ব্লাস্টার সহ, আরও পেয়ে যাচ্ছেন ৩.৫ মি.মি.’র একটি ইয়ারফোন জ্যাক।
ব্যাটারীঃ
১৮ ওয়াটের ফাস্ট চার্জিং সহ এই ফোনে দেয়া হয়েছে ৫০২০ এমএইচের ব্যাটারী।
ফিচারঃ
এই ফোনে পিছনের বদলে পাওয়ার বাটনে দেয়া হয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। যেটা এই দামের ফোনে পাওয়া সত্যিই অসাধারন ব্যাপার।
যেসব পরিবর্তন রয়েছে এই ফোনেঃ
ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ব্যাক গরিলা গ্লাস বাদে এই ফোনে নেই আর কোনো পরিবর্তন।
দামঃ
তিনটি ভ্যারিয়্যান্টের মধ্যে বাংলাদেশে এখন দুটি ভ্যারিয়্যান্ট পাওয়া যায়। সেগুলোর দাম হচ্ছে ৪/৬৪ – ৳২২,৯৯৯ এবং ৬/১২৮ – ৳২৪,৯৯৯।