কম বাজেটের মধ্যে স্যামসাং অফিশিয়ালি লঞ্চ করেছে এ সিরিজের দুটি স্মার্টফোন। একটি হলো স্যামসাং গ্যালাক্সি এ১২ এবং অপরটি হলো স্যামসাং গ্যালাক্সি এ০২ এস। তো আজকে আমরা কথা বলবো স্যামসাং গ্যালাক্সি এ১২ কে নিয়ে। জানাবো এই ফোনের সম্পূর্ণ স্পেসিফিকেশন এবং ভালো-মন্দ সকল দিক। চলুন শুরু করা যাক।
প্রথমেই কথা বলা যাক এই ফোনের বিল্ড কোয়ালিটি ও ডিজাইন নিয়ে। এই ফোনটির পেছনে থাকবে ডুয়েল টোন প্যাটার্নের সাথে পলিকার্বনেট প্লাস্টিক বডি। যা দেখতে বেশ ভালোই লাগবে। ফোনটির ডানদিকে থাকবে ভলিউম আপ ডাউন বাটন ও সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। যেটি মূলত পাওয়ার বাটন হিসেবে কাজ করবে। বাম দিকে থাকবে ট্রিপল কার্ড স্লট। যেখানে দুটি সিম কার্ড ও একটি মেমোরি কার্ড ব্যবহার করা যাবে। নিচের দিকে থাকবে 3.5mm হেডফোন জ্যাক, ইউএসবি টাইপ সি পোর্ট ও স্পিকার গ্রীল। আর ফোনটি পাওয়া যাবে চারটি কালার ভেরিয়েন্টে। কালো,নীল,সাদা এবং লাল। আবার ডিসপ্লে হিসেবে এই ফোনের সামনে থাকবে 6.5 ইঞ্চির এইচডি প্লাস আইপিএস এলসিডি প্যানেল। যার রেজুলেশন ৭২০*১৫৬০ পিক্সেল। এর স্ক্রিন টু বডি রেশিও ৮৩.৪% এবং ১৯.৫:৯ এসপেক্ট রেশিও।
এবার কথা বলব ফোনটির পারফরম্যান্স নিয়ে। ফোনটিতে থাকবে হেলিও পি৩৫ অক্টা কোর প্রসেসর। এর সাথেই ফোনটিতে থাকবে তিনটি RAM ভেরিয়েন্ট। ৩জিবি+৩২জিবি,৪জিবি+৬৪জিবি এবং ৬জিবি+১২৮জিবি। আর বরাবরের মতো স্যামসাংয়ের এই ফোনটিতে অপারেটিং সিস্টেম হিসেবে out-of-the-box অ্যান্ড্রয়েড ১০ থাকবে। যা রান করবে ওয়ান ইউ আই এর সাথে।
এবার কথা বলব এই ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে। ফোনটির পেছনে থাকবে স্কয়ার আকৃতির কোয়াড ক্যামেরা সেটআপ। যার প্রাইমারি ক্যামেরা 48 মেগাপিক্সেল।এর সাথে 5 মেগাপিক্সেলের এর আল্ট্রা ওয়াইড এঙ্গেল লেন্স, 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স এবং থাকবে 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। আর সামনের ক্যামেরা হিসেবে থাকবে 8 মেগাপিক্সেল এর সেলফি ক্যামেরা।
এবার কথা বলা যাক এই ফোনটির আরো একটি ইন্টারেস্টিং ফিচার এর ব্যাটারির ব্যাপারে। তো এই ফোনটিতে থাকছে 5000 মিলিঅ্যাম্পিয়ার এর ম্যাসিভ ব্যাটারি। যা 15 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। সর্বশেষ কথা বলা যাক এই ফোনের দাম এর ব্যাপারে। ফোনটির দাম বাংলাদেশি টাকায় প্রায় 19000 টাকা। তো মোটামুটি এই ছিল স্যামসাং গ্যালাক্সি এ১২ এর ব্যাপারে সর্বশেষ আপডেট।