বর্তমানে ‘ড্রোনে’র সাথে আমরা সবাই কমবেশী পরিচিত। জনপ্রিয় গ্যাজেট হিসেবে অনেকেই এই জিনিসটাকে পছন্দ করে। কিন্তু, অনেকে বাজেট বেশি হওয়ার কারনে ভালো মানের ড্রোন কিনতে পারেনা। ভালো মানের একটি ড্রোনের দাম হতে পারে অনেক বেশী। কি হবে যদি আপনি আপনার বাজেটের মধ্যে পেয়ে যান একটি ভালো মানের ড্রোন। জি, আপনি আপনার বাজেটের মধ্যেই পেয়ে যাবেন ভালো মানের একটি ড্রোন৷
গ্যাজেট প্রেমীদের কাছে পরিচিতি লাভ করা নতুন একটি গ্যাজেট ব্র্যান্ডের নাম হচ্ছে ‘জেড এল আর সি’। যেই ব্র্যান্ডটি বাজারে নিয়ে এসেছে ‘ এসজি ৯০৬ প্রো’ নামের একটি ড্রোন। যেটায় পেয়ে যাচ্ছেন অসাধারন বিভিন্ন ডিভাইস।
কথা আর না বাড়িয়ে চলুন নিচে গিয়ে দেখে আসি এই বাজেটে থাকা ড্রোনটির ব্যাপারে বিস্তারিত কিছু তথ্যঃ⤵️
এই ড্রোনটি প্যাকিং করা হয়েছে তাদের ব্র্যান্ডের তৈরী একখানা ক্যারী ব্যাগের মধ্যে। প্যাকেটে প্যাকিং না করে, তারা এই ড্রোনটি প্যাকিং করেছে এরকম একটি ব্যাগে। যে অসাধারন একটি ব্যাপার। এই ব্যাগে, আপনি চাইলে অন্য কিছুও ব্যাবহার করতে পারবেন।
তো ব্যাগটি খোলার সাথে সাথে আপনি পেয়ে যাবেন একটি ইউজার গাইড। যেটা দেখে, ড্রোনটি কিভাবে ব্যাবহার করবেন সেই ব্যাপারে লেখা থাকবে। পরে পেয়ে যাবেন এই ড্রোনের জন্য বিভিন্ন এক্সেসরিজ। যেগুলো এই ড্রোনের জন্য উপকারী। এক্সেসরিজের মধ্যে থাকছে একটি স্ক্রু ড্রাইভার। যেটা দিয়ে ড্রোনের প্রিপেইলার গুলো পরিবর্তন করতে পারবেন। আরও পাচ্ছে মাইক্রো ইউএসবি ক্যাবল। যেটা মূলত ড্রোনের ব্যাটারী চার্জিং এর ক্ষেত্রে ব্যাবহার হবে। এছাড়াও থাকছে জয়স্টিকের উপরের দুইটি অংশ। যেগুলো অ্যাটেচ করে এই ড্রোনে লাগাতে পারবেন। আরও পাবেন এক্সট্রা কিছু প্রিপেইলার।
এরপর সেই বক্সে পেয়ে যাবেন এই ড্রোনটি কন্ট্রোল করার জন্য একটি রিমোট। রিমোটে জয়স্টিকের অংশে সেগুলো লাগিয়ে নিতে হবে। এছাড়াও বিভিন্ন সেটআপ দিয়ে রিমোটটিকে ভালোমতো তৈরী করে নিতে হবে। তবে এর একটি খারাপ দিক হচ্ছে, এই রিমোটে থাকছে না কোনো ব্যাটারী। আলাদা কিনে, লাগিয়ে অন করতে হবে এই রিমোট। এই রিমোটটি দিয়ে আপনি ড্রোনটিকে ১২০০ কি.মি. রেঞ্জ পর্যন্ত কন্ট্রোল করতে পারবেন।
এরপরেই পেয়ে যাচ্ছেন কাঙ্খিত সেই ড্রোনটি। যেটা দেখতে ছিলো অস্থির। এই ড্রোনে পাচ্ছে ৭.৪ ভোল্টের ২৮০০ এমএইচের ব্যাটারী। যেটা ফুল চার্জ হতে সময় নিবে ৬ ঘন্টা এবং ব্যাকআপ দিবে মাত্র ২৫ মিনিটের মতো। বাজেট সেগমেন্টে এটা যথেষ্ট ছিলো, আমার মতে।
এই ড্রোনের ফিচারগুলো নিম্নে দেয়া হলোশারিং
GPS/GLONASS double mode
২- 4K HD adjustable camera
৩- Mechanical two axis self-stabilizing gimbal
৪- Headless mode
৫- Optical flow positioning mode
৬- Real-time image transmission
৭- Intelligent follow
৮- Surround flight
৯- Waypoint flight
১০- Trajectory pointing flight
১১- 7class wind resistance
১২- Folding portable fuselage
১৩- One key course reversal
১৪- Creative video
১৫- Gesture control
১৬- Brushless motor
১৭- MV functions: filters, video effects, add background music, picture / video sharing.
বাজেটের মধ্যে একটি ড্রোনে এতো কিছু পাওয়া সত্যিই অসাধারন ব্যাপার। ফিচারের মধ্যে সবচেয়ে ভালো লেগেছে এর ক্যামেরার কোয়ালিটি। এই বাজেটে ৪কে ভিডিও রেকর্ডিং সিস্টেম খুব কম ড্রোনেই থাকে।
সব মিলিয়ে এই ড্রোনের ওজন ৫২৭ গ্রাম। বর্তমানে এর দাম হচ্ছে ২১,৫০০ টাকা।