মোবাইল ফোনের কথা আসলেই বিভিন্ন ধরনের প্রশ্ন মাথায় আসে৷ সেই ফোনটি কেমন হবে, ফোনটির বিভিন্ন জিনিস গুলো ভালো হবে কিনা। এর সাথে আসে আবার অনেকের হাতে থাকা বাজেটও। কিন্তু অনেক সময় বাজেটে মিললেও, আপনার মন মতো মোবাইল ফোন আপনি হয়তো পেতে পারেন না। এই সমস্যার সমাধান হিসেবে, এরকমই একটি বাজেট ফোন বাজারে নিয়ে এসেছে ‘শাওমি’ মোবাইল ব্র্যান্ড। তাদের এই মডেলটির নাম হচ্ছে ‘পোকো এম৩’। ফোনটি ২০২০ সালের, ২৪ নভেম্বর তারিখে রিলিজ করে ‘শাওমি’ মোবাইল ব্র্যান্ড।
তো চলুন এই ফোনটির ব্যাপারে বিস্তারিত কিছু তথ্য নিচে গিয়ে জেনে আসা যাকঃ⤵
বডিঃ
এই ফোনের বডি ডিমেনশন হচ্ছে ১৬২.৩×৭৭.৩×৯.৬ মি.মি.। এটির সম্পূর্ন ওজন ১৯৮ গ্রাম। এর সামনে ব্যাবহার করা হয়েছে ‘গরিলা গ্লাস ৩’ এর প্রটেকশন। তবে, এই ফোনের পিছনে এবং ফ্রেমে দেয়া হয়েছে প্লাস্টিক প্রটেকশন। স্লট কার্ডে থাকছে ডুয়্যাল সিম ব্যাবহারের সুবিধা।
ডিসপ্লেঃ
এই ফোনের ডিসপ্লে হচ্ছে ৬.৫৩ ইঞ্চি। যেটা আইপিএস এলসিডি, ৪০০ নিটসের। স্ক্রিন হতে এর বডির রেশিও ৮৩.৪ %। যার রেজুলেশন ১০৮০×২৩৪০ পিক্সেলের।
প্লাটফর্মঃ
এই ফোনে ব্যাবহার করা হয়েছে এম আই ইউ আই ১২ এর আপডেট, যেটা এন্ড্রোয়েড ১০ ভার্সনের। ‘শাওমি’ তাদের এই বাজেটের ফোনে দিয়েছে ‘কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৬২’ প্রসেসর। যেটা সত্যিই অসাধারন একটি ব্যাপার।
ক্যামেরাঃ
ব্যাকঃ এলইডি ফ্ল্যাশ সহ এই ফোনের পিছনে রয়েছে তিনটি ক্যামেরা। সেগুলো হচ্ছে ৪৮ মেগাপিক্সেলের ওয়াইড এবং ২ মেগাঃ’র দুইটি মেক্রো ডেপথ সেন্সরের ক্যামেরা। এই ক্যামেরা গুলো দিয়ে ১০৮০’পি ভিডিও অসাধারন ভাবেই রেকর্ড করা যাবে।
ফ্রন্টঃ এই ফোনের সামনে ওয়াটারড্রপ নচের মধ্যে দেয়া হয়েছে ৮ মেগাপিক্সেলের প্যানেরামা মোডের একটি ওয়াইড ক্যামেরা। এটাতেও সেমভাবে ১০৮০’পি রেজুলেশনের ভিডিও রেকর্ড করতে পারবেন।
মেমোরীঃ
‘শাওমি’ তাদের এই মডেলটিকে বাজারে এনেছিলো দুইটি ভ্যারিয়্যান্টে। একটি হচ্ছে ৪/৬৪ এবং আরেকটি হচ্ছে ৪/১২৮। ফোনের মেমোরি কার্ড স্লটে ব্যাবহার করতে পারবেন ২৫৬ জিবির উপরের মেমোরি কার্ড।
নেটওয়ার্কঃ
বরাবরের মতো এই ফোনে ব্যাবহার করা হয়েছে ৪জি নেটওয়ার্ক স্পিড৷
সাউন্ডঃ
সাউন্ড সেগমেন্টে ভালোই ছিলো ফোনের পারফরম্যান্স। যেকোনো সাউন্ডট্র্যাকই সুন্দর মতো ক্লিয়ার শুনতে পাওয়া যাচ্ছিলো এর স্পিকারে। এই ফোনের স্পিকার দেয়া হয়েছে দুইটি। এ কারনে সাউন্ড সেগমেন্ট ছিলো অনেক লাউডও বটে। থাকছে ৩.৫ মি.মি.’র ইয়ারফোন জ্যাক।
ব্যাটারীঃ
১৮ ওয়াটের ফাস্ট চার্জিং পোর্ট সহ এই ফোনে থাকছে ৬০০০ এমএইচের ব্যাটারী। যেটা এই বাজেটের ফোনে দেয়া সত্যিই অস্থির একটি ব্যাপার।
ফিচারঃ
এই ফোনে ফিঙ্গারপ্রিন্টটা দেয়া হয়েছে, এই ফোনের পাওয়ার বাটনে৷ এটা এই ফোনের আরেকটা অসাধারন দিক।
যেসব পরিবর্তন রয়েছে এই ফোনেঃ
ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ব্যাটারী ক্যাপাসিটি এবং ডুয়্যাল স্পিকার গুলোই ছিলো এই ফোনের পরিবর্তন। ‘শাওমি’ বাজেট সেগমেন্টে এই জিনিসটা সত্যিই অনেক ভালো করেছে।
দামঃ
বাংলাদেশে এই ফোনের দুইটি ভ্যারিয়্যান্টি পাওয়া যায়। যেগুলোর দাম হচ্ছে ৪/৬৪ – ৳১৪,৯৯৯ এবং ৪/১২৮ – ৳১৬,৪৯৯।