বর্তমানে স্মার্টফোন ব্র্যান্ডগুলোর মধ্যে একটি জনপ্রিয় নাম হচ্ছে হুয়াওয়ে। হুয়াওয়ে প্রতিনিয়ত তার কাস্টমারদের জন্য লঞ্চ করে নতুন নতুন সব স্মার্টফোন। তারই ধারাবাহিকতায় ২০২১ সালের জানুয়ারি মাসে হুয়াওয়ে লঞ্চ করতে যাচ্ছে ব্র্যান্ডনিউ স্মার্টফোন হুয়াওয়ে ইনজয় ২০ এসই (Huawei Enjoy 20 SE)।
চলুন জেনে নেয়া যাক হুয়াওয়ে ইনজয় ২০ এসই এর সম্পূর্ণ স্পেসিফিকেশন।
ডিসপ্লে:
ডিসপ্লে হিসেবে ফোনটিতে থাকছে ৬.৬৭ ইঞ্চির ফুল এইচডি প্লাস আইপিএস এলসিডি প্যানেল। যার স্ক্রিন টু বডি রেশিও ৮৪.৩% এবং পিপিআই ডেনসিটি ৩৯৫। ফোনটির এসপেক্ট রেশিও ২০:৯।
অপারেটিং সিস্টেম:
ফোনটিতে অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে অ্যান্ড্রয়েড ১০। যা রান করবে ইএমইউআই ১০.১ এর সাথে।
সিপিইউ:
চিপসেট হিসেবে এখানে থাকছে কিরিন ৭১০এ। যা ১৪ ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা একটি অক্টা কোর প্রসেসর। এবং জিপিইউ হিসেবে থাকছে মালি-জি৫১।
সিম:
হুয়াওয়ে ইনজয় ২০ এসই তে থাকছে ডুয়েল সিমের সুবিধা।
নেটওয়ার্ক:
ফোনটিতে থাকছে না ৫জি সাপোর্ট। তবে থাকছে ৪জি,৩জি,২জি এবং ওয়াইফাই সাপোর্ট।
ভেরিয়েন্ট:
ফোনটি পাওয়া যাবে দুইটি ভেরিয়েন্টে। ৪জিবি+১২৮জিবি এবং ৮জিবি+১২৮জিবি।
ক্যামেরা:
ফোনটিতে থাকছে কোয়াড ক্যামেরা সেটআপ। যার প্রাইমারি ক্যামেরা ১৩ মেগাপিক্সেলের,৮ মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড এঙ্গেল লেন্স এবং থাকছে 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স। সেলফি ক্যামেরা হিসেবে থাকছে 8 মেগাপিক্সেলের ক্যামেরা।
ব্যাটারি:
ব্যাটারি হিসেবে ফোনটিতে থাকছে ৫০০০ মিলিঅ্যাম্পিয়ার এর বিগ ব্যাটারি। থাকছে ২২.৫ ওয়াট এর ফাস্ট চার্জিং সুবিধা।অর্থাৎ যার মাধ্যমে মাত্র ৩০ মিনিটে ৪৫% চার্জ করতে পারবেন।
ডিজাইন ও বডি:
ফোনটি দেখতে বেশ প্রিমিয়াম লাগবে। হুয়াওয়ে ইনজয় ২০ এসই এর ওজন হবে ২০৬ গ্রাম। যা খুব বেশি ভারিও না আবার হালকাও না।
কালার:
ফোনটি পাওয়া যাবে ক্রুশ গ্রিন,ব্লাশ গোল্ড এবং মিডনাইট ব্লাক এই ৩টি কালার ভেরিয়েন্টে।
দাম:
হুয়াওয়ে ইনজয় ২০ এসই এর এক্সপেকটেড দাম হতে পারে বাংলাদেশি টাকায় প্রায় ১৮০০০ টাকা।