২০২১ সালের জানুয়ারি মাসেই শাওমির সাবব্র্যান্ড রিয়েলমি লঞ্চ করতে যাচ্ছে নতুন একটি স্মার্টফোন রিয়েলমি ভি১৫ ৫জি। ভালো বিল্ড কোয়ালিটি এবং ডিজাইন, কোয়াড ক্যামেরা সেটআপ, বিশাল স্টোরেজ, আইপিএস এলসিডি ডিসপ্লে এবং ৫জি নেটওয়ার্ক সাপোর্ট সহ বেশ কিছু ইন্টারেস্টিং ফিচার রয়েছে রিয়েলমির নতুন এই ফোনটিতে।
চলুন জেনে নেয়া যাক রিয়েলমি ভি১৫ ৫জি এর সম্পূর্ণ স্পেসিফিকেশন।
ডিসপ্লে:
রিয়েলমির এই ফোনটিতে ডিসপ্লে হিসেবে থাকছে ৬.৪ ইঞ্চির সুপার অ্যামোলেড ডিসপ্লে। যার স্ক্রিন টু বডি রেশিও ৮২.৬% এবং অ্যাসপেক্ট রেশিও ২০:৯। ফোনটির পিপিআই ডেনসিটি ৪১১।
অপারেটিং সিস্টেম:
ফোনটিতে অপারেটিং সিস্টেম হিসেবে দেয়া হয়েছে অ্যানড্রয়েড ১০। যা রান করবে রিয়েলমি ইউ আই এর সাথে।
সিপিইউ:
রিয়েলমি ভি১৫ ৫জিতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেকের শক্তিশালী প্রসেসর ডায়মেনসিটি ৮০০ইউ। যা ৭ ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি একটি অক্টা কোর প্রসেসর। আর জিপিইউ হিসেবে থাকছে মালি-জি৫৭।
সিম:
ফোনটিতে থাকছে ডুয়েল সিমের সুবিধা অর্থাৎ ব্যবহারকারী একসাথে দুটি সিম ব্যবহার করতে পারবেন। একটি ডুয়েল স্ট্যান্ডবাই এবং অন্যটি ন্যানো সিম।
নেটওয়ার্ক:
ফোনটিতে ৫জি সাপোর্ট এর সাথেই থাকছে ৪জি,৩জি,২জি এবং ওয়াইফাই সাপোর্ট।
ভেরিয়েন্ট:
রিয়েলমির এই ফোনটি পাওয়া যাবে দুইটি ভেরিয়েন্টে। একটি হলো ৬জিবি+১২৮জিবি এবং অন্যটি ৮জিবি+২৫৬জিবি।
ক্যামেরা:
রিয়েলমি ভি১৫ ৫জি এর পেছনে থাকছে কোয়াড ক্যামেরা সেটআপ। যার প্রাইমারি ক্যামেরা ৬৪ মেগাপিক্সেল,৮ মেগা পিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং থাকছে ২ মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স। আর সামনের ক্যামেরা হিসেবে থাকছে ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা।
ব্যাটারি:
ফোনটিতে থাকছে ৪৩১০ মিলিএম্পিয়ারের নন রিমুভেবল লি-পো ব্যাটারি। এর সাথেই থাকছে ৫০ ওয়াট এর ফাস্ট চার্জিং সাপোর্ট অর্থাৎ যার মাধ্যমে ফোনটিকে মাত্র ৪৭ মিনিটে ফুল চার্জ করা সম্ভব।
ডিজাইন ও বডি:
ফোনটি দেখতে বেশ প্রিমিয়াম লাগবে। এবং ফোনটির ওজন প্রায় ১৭৬ গ্রাম। অর্থাৎ মোটামুটি হালকা হবে ফোনটি।
সেন্সর:
এই ফোনটিতে নিরাপত্তার জন্য দেয়া হয়েছে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং সাথে থাকছে প্রক্সিমেটি এবং কম্পাস সেন্সর।
কালার:
ফোনটি পাওয়া যাবে তিনটি কালার ভেরিয়েন্টে। সিলভার,ব্লু এবং ইয়েলো/পিঙ্ক।
দাম:
রিয়েলমি ভি১৫ ৫জি এর এক্সপেকটেড দাম হতে পারে বাংলাদেশি টাকায় প্রায় ২০০০০ টাকা এবং ফোনটি জানুয়ারি মাসের ১৫ থেকে ২০ তারিখের মধ্যেই অফিশিয়ালি লঞ্চ হতে পারে।