সম্প্রতি জনপ্রিয় মোবাইল ব্র্যান্ড ভিভো লঞ্চ করেছে তাদের নতুন স্মার্টফোন ভিভো ওয়াই২০ ২০২১। মিড বাজেটের এই স্মার্টফোনটিতে রয়েছে আকর্ষণীয় সব ফিচার। আজকের আর্টিকেলটিতে জানাবো ভিভো ওয়াই২০ ২০২১ এর সম্পূর্ণ স্পেসিফিকেশন।
চলুন জেনে নেওয়া যাক কি কি ফিচার দেওয়া হয়েছে ভিভো ওয়াই২০ ২০২১ ফোনটিতে।
ডিসপ্লে:
ডিসপ্লে হিসেবে ভিভো ওয়াই২০ ২০২১ স্মার্টফোনটিতে ব্যবহার করা হয়েছে ৬.৫১ ইঞ্চির আইপিএস এলসিডি প্যানেল। যার স্ক্রিন টু বডি রেশিও ৮১.৬% এবং এসপেক্ট রেশিও ২০:৯। ফোনটির পিপিআই ডেনসিটি ২৭০।
অপারেটিং সিস্টেম:
ফোনটিতে অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে অ্যান্ড্রয়েড ১০। যা রান করবে ফানটাচ ১১ এর সাথে।
সিপিইউ:
ভিভোর নতুন এই ফোনটিতে প্রসেসর হিসেবে থাকবে মিডিয়াটেকের শক্তিশালী প্রসেসর হেলিও পি৩৫। যা ১২ ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা একটা অক্টা কোর প্রসেসর। আর জিপিইউ হিসেবে থাকবে পাওয়ার ভিআর জিই ৮৩২০।
সিম:
ফোনটিতে রয়েছে ডুয়েল সিমের সুবিধা অর্থাৎ ব্যবহারকারী একসাথে দুটি সিম ব্যবহার করতে পারবেন। যার একটি হলো ন্যানো সিম।
নেটওয়ার্ক:
ফোনটিতে থাকবে না ৫জি সাপোর্ট। তবে থাকবে ৪জি,৩জি,২জি এবং ওয়াইফাই সাপোর্ট।
ভেরিয়েন্ট:
ফোনটি পাওয়া যাবে শুধুমাত্র একটি ভেরিয়েন্টে। ৪জিবি+৬৪জিবি। আর স্টোরেজ টাইপ হিসেবে থাকবে ইএমএমসি ৫.১।
ক্যামেরা:
ফোনটির পেছনে থাকবে ট্রিপল ক্যামেরা সেটআপ। যার প্রাইমারি ক্যামেরা ১৩ মেগাপিক্সেল,২ মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স এবং থাকবে ২ মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। আর সামনের ক্যামেরা হিসেবে থাকবে ৮ মেগা পিক্সেলের সেলফি ক্যামেরা। ক্যামেরা ফিচার হিসেবে থাকবে এলইডি ফ্ল্যাশ এবং এইচডিআর।
ব্যাটারি:
ভিভো ওয়াই২০ ২০২১ স্মার্টফোনটিতে থাকবে ৫০০০ মিলি এম্পিয়ারের নন রিমুভেবল লি-পো ব্যাটারি। এর সাথে থাকবে ১০ ওয়াট এর ফাস্ট চার্জিং সাপোর্ট।
ডিজাইন ও বডি:
ভিভোর নতুন এই ফোনটি সম্পূর্ণ প্লাস্টিক বিল্ডের একটি ফোন যদিও দেখতে বেশ আকর্ষণীয়। ফোনটির ওজন ১৯২ গ্রাম।
সেন্সর:
নিরাপত্তার জন্য ফোনটিতে দেওয়া হয়েছে সাইট মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং এর সাথে আরও থাকবে প্রক্সিমিটি এবং কম্পাস সেন্সর।
কালার:
ফোনটি পাওয়া যাবে দুইটি কালার ভেরিয়েন্টে। ডন হোয়াইট, নেবুলা ব্লু।
দাম:
যেহেতু ফোনটি মিড বাজেটের ক্রেতাদের কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে তাই ফোনটির অফিশিয়ালি দাম রাখা হয়েছে বাংলাদেশি টাকায় প্রায় ১৪,৯৯০ টাকা।