বডিঃ
‘আইটেল’ এর এই ফোনের মডেলটির বডি ডিমেনশন হচ্ছে ১৫৫.৩×৭৩.৫×৮.৫ মি.মি.। এর সামনের ডিসপ্লে হচ্ছে নরমাল গ্লাসের প্রটেকশন দেয়া। এর পিছনে দেয়া হয়েছে প্লাস্টিক। এই ফোনের ফ্রেমেও ব্যাবহার করা হয়েছে প্লাস্টিক। যেটা একটু ভাবিয়েছলো। তবে প্লাস্টিক গুলো দূর থেকে দেখলে গ্লাসের মতোই মনে হবে। থাকছে ডুয়্যাল সিম ব্যাবহারের জন্য দুইটি স্লট। যেগুলোতে ব্যাবহার করতে পারবেন ন্যানো সিম। এই ‘ভিশন ২’ ফোনটির ওজন হচ্ছে ১৬৯ গ্রাম।
ডিসপ্লেঃ
এই ফোনের ডিসপ্লের সাইজ হচ্ছে ৬.৬ ইঞ্চি যেটা কম বাজেটের মধ্যে বিশাল বলাই যেতে পারে৷ এই ডিসপ্লেটি আইপিএস এলসিডি সমৃদ্ধ। যেটার রেজুলেশন হচ্ছে ৭২০×১৬০০ পিক্সেলের। ডিসপ্লেতে আরও রয়েছে ২৮২ পিপিআই এর এইচডি মোড। সাথে গ্লাসের প্রটেকশন তো থাকছেই।
প্লাটফর্মঃ
ফোনটির প্লাটফর্মে অপারেটিং সিস্টেমে থাকছে ‘এন্ড্রোয়েড ১০’। যেটা ‘জিঅ’ এডিশনের। এর চিপসেট ‘ইউনিসোক এসসি ৯৮৬৩এ’। যেটা ২০ ন্যানোমিটারের। এর প্রসেসর হচ্ছে ‘অক্ট্যা কোর’ ১.৬ গিগাহার্জের। এর জিপিইউ তে থাকছে ‘পাওয়ার ভিআর আইএমজি ৮৩২২’।
ক্যামেরাঃ
ব্যাকঃ ‘আইটেল’ তাদের এই ফোনের পিছনে দিয়েছে তিনটি ক্যামেরা। যেগুলোর রেজুলেশন হচ্ছে ১৩ মেগাপিক্সেল, ২ মেগাপিক্সেল এবং ০.৩ মেগাপিক্সেল। ক্যামেরাগুলোতে থাকছে অটোফোকাস। আরও থাকছে এলইডি ফ্ল্যাশ। ফিচারে থাকছে প্যানোরামা মোড। এই ক্যামেরা দিয়ে ১০৮০’পি@৬০এফপিএসের ভিডিও রেকর্ড করা যাবে। মোট রেজুলেশন হচ্ছে ১০৮০×১৯২০ পিক্সেলের।
ফ্রন্টঃ এই ফোনের সামনে রয়েছে ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা।
যেটা দিয়েও ১০৮০’পি@৬০এফপিএসের ভিডিও ভালোভাবেই তৈরী করা যাবে। ক্যামেরাটি থাকছে ফোনের ডিসপ্লের মধ্যে।
মেমোরীঃ
‘আইটেল’ তাদের এই ফোনে দিয়েছে ২/৩২ ভ্যারিয়্যান্টের মডেল। বাজারে এই একটি ভ্যারিয়্যান্টেই পাওয়া যাচ্ছে এই ফোনটি৷ ফোনটির মেমোরি কার্ড স্লটে ব্যাবহার করা যাবে ১২৮ জিবি পর্যন্ত মেমোরি কার্ড।
নেটওয়ার্কঃ
‘আইটেল’ তাদের এই ফোনে দিয়েছে ৪জি ব্যান্ডস। এই ফোনের নেটওয়ার্কের কিছু তথ্য হচ্ছে, টেকনোলজিতে এই ফোনে থাকছে ‘জিএসএম / এইচএসপিএ / এলটিই। ২জি নেটওয়ার্কে থাকছে ‘জিএসএম ৮৫০/৯০০/১৮০০/১৯০০- সিম১ এবং সিম২’ । ৩জি নেটওয়ার্কে থাকছে ‘এইচএসডিপিএ ৮৫০/৯০০/১৯০০/২১০০’। অবশেষে ৪জি নেটওয়ার্কে থাকছে এলটিই। এর স্পিড হচ্ছে ‘এইচএসপিএ+/এলটিই’। আরও থাকছে জিপিআরএস এবং এজ।
সাউন্ডঃ
এই ফোনের সাউন্ড ছিলো অসাধারন ক্লিয়ার। বিভিন্ন ধরনের মিউজিক সুন্দরভাবেই লাউডস্পিকারে শোনা যাচ্ছিলো। থাকছে ৩.৫ মি.মি.’র ইয়ারফোন জ্যাক।
ব্যাটারীঃ
এই ফোনে থাকছে ৪০০০ এমএইচের ব্যাটারী। সাথে থাকছে ৫ওয়াটের ফাস্ট চার্জিং পোর্ট। ব্যাটারিটি হচ্ছে লিথিয়াম লায়নের।
ফিচারঃ
ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি থাকছে পিছনের মাঝামাঝি জায়গায়। যেটা ভালোই ফাস্ট। এই ফোনের সেন্সরে আরও থাকছে অ্যাকসেলেরোমিটার, জিওয়াই আর ও, প্রক্সিমিটি এবং কম্পাস। মেসেজিং এ থাকছে ‘এসএমএস থ্রেডেড ভিউ’। থাকছে এমএমএস, ইমেইল এবং আইএম। ব্রাউজারে থাকছে এইচটিএমএল ৫।
যেসব পরিবর্তন রয়েছে এই ফোনেঃ
‘আইটেল’ তাদের এই ‘ভিশন ২’ ফোনে আনেনি বিশেষ কোনো পরিবর্তন। এই মডেলের আগের মডেলটির মতো সবকিছুই পাওয়া যাবে এটায়। বাড়তি হিসেবে একটু আপগ্রেড করা হয়েছে, ব্যাস।
দামঃ
বর্তমানে এদেশে এর ২/৩২ জিবি ভ্যারিয়্যান্টের দাম ৮,৯৯০ টাকা।