রিয়েলমি তাদের জনপ্রিয়তা ধরে রাখার জন্য একের পর এক ফোন লঞ্চ করা যাচ্ছে । এরই ধারাবাহিকতায় তারা এবার নিয়ে এসেছে রিয়েল মি সেভেন প্রো। তাই এই ফোনটির প্রসেসর,ব্যাটারি এবং দাম সম্পর্কে বিস্তারিত জানতে চোখ রাখুন আজকের এই আর্টিকেলটিতে।
প্রথমেই কথা বলা যাবে ফোনটির বিল্ড কোয়ালিটি এবং ডিজাইন নিয়ে।
রিয়েলমি সেভেন সম্পূর্ণ একটি প্লাস্টিক বিল্ড এর ফোন। ফোনটি পাওয়া যাবে দুটি কালার ভেরিয়েন্ট এর। একটি হলো মিস্ট ব্লু এবং আরেকটি হল মিস্ট হোয়াইট। ফোনটিতে থাকছে ৬.৮ ইঞ্চি ফুল এইচডি প্লাস রেজুলেশন আইপিএস এলসিডি ডিসপ্লে। অর্থাৎ ১০৮০ এবং ২৪০০ পিক্সেল এর।এর পিপিআই ডেনসিটি হলো ৪০৫। আর এর ডিসপ্লে প্রটেকশন এর জন্য থাকছে কর্নিং গরিলা গ্লাস ৩। এতে থাকছে ৯০ হার্জ রিফ্রেশ রেট এর একটি প্যানেল।
এবারে কথা বলি ফোনটির ক্যামেরা সেটআপ নিয়ে।
ফোনটিতে থাকছে কোয়াট ক্যামেরা সেটআপ । এখানে থাকছে ৬৪ মেগাপিক্সেল এর আই এম এক্স ৬৮২ সেন্সর।এর সেকেন্ডারি তে থাকছে ৮ মেগা পিক্সেলের একটি আল্ট্রা ওয়াইড সেনসর। এতে আরও থাকছে ২ মেগাপিক্সেল এর একটি ম্যাক্রো লেন্স এবং ২ মেগা পিক্সেল এর একটি ডেপথ সেনসর। এই ফোনটি দিয়ে সর্বোচ্চ ৪ কে রেজুলেশানে ভিডিও শুট করা যাবে। এবং এর ফন্টে রয়েছে ১৬ মেগাপিক্সেল এর একটি ক্যামেরা যাতে থাকছে এফ ২.১ অ্যাপাচার জা সনি আই এম এক্স ৪৭১ সেন্সর।
এবারে কথা বলা যাক ফোনটির ব্যাটারি এবং চার্জার নিয়ে।
ফোনটিতে থাকছে ৫০০০ মিলি এম্পিয়ার একটি ব্যাটারি এবং ৩০ ওয়াটের একটি সুপার ফাস্ট চার্জার। আর ফোনটি দুটি রেম ভেরিয়েন্ট এ পাওয়া যাবে।একটি হল ৬ জিবি এবং আরেকটি হলো ৮ জিবি যা এলপিডিআর৪এক্স।এবং এতে থাকছে ৬৪,১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ ২.১।
এবারে কথা বলা যাক ফোনটির পারফরম্যান্স নিয়ে।
ফোনটি রান করবে অ্যান্ড্রয়েড ১০ এ। শন্টির চিপসেট হিসেবে থাকছে মিডিয়াটেক হেলিও জি৯৫। যা ১২ ন্যানোমিটার আর্কিটেকচারের তৈরি করা একটি অক্টা কোর প্রসেসর। এটি একটি পাওয়ারফুল গেমিং প্রসেসর যাতে আপনি পাবজি, কল অফ ডিউটি এবং ফ্রী ফায়ার এর মত গেমগুলো অনায়াসে খেলতে পারবেন। আর জিপিইউ হিসেবে থাকছে মালি জি ৭৬ এমসি৪। আর সিকিউরিটি হিসেবে ফোনটিতে ফেস আনলক এর পাশাপাশি থাকছে সাইট মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার । আর ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটি কিন্তু তুলনামূলক ফাস্ট। তো বন্ধুরা ফোনটির ব্যাটারি, প্রসেসর এবং পারফরম্যান্স নিয়ে বিবেচনা করলে এটি বলাই যায় যে ফোনটি একটি মিড বাজেটের মধ্যে সেরা ফোন।