প্রথমে শুরু করা যাক আনবক্সিং দিয়ে বক্স খুললেই পেয়ে যাবেন আরও একটি লাল রঙের বক্স । তার মধ্যে থাকছে আমাদের এই ব্লুটুথ স্পিকার টি । তার নিচে রয়েছে একটি ইউএসবি ক্যাবল যেটা দিয়ে আপনি স্পিকারটি চার্জ করতে পারবেন এবং একটি ৩.৫মিলিমিটার অডিও কেবল । স্পিকার টির পুরো বডি প্লাস্টিকের তৈরি এবং এটি ম্যাট ফিনিশ রয়েছে , তার ফলে ধরতে সুন্দর লাগে এবং কোন ফ্ল্যাট সার্ফেসে রাখলে সহজে নড়াচড়া করে না । তবে বলতেই হয় জিনিসটা দেখতে অসাধারণ ।
এবার চলে আসা যাক ফিচার এবং পারফরম্যান্স নিয়ে ,প্রথমে আসা যাক এর সাউন্ড সম্পর্কে এতে ব্যবহার করা হয়েছে ডুয়াল স্পিকার এর একটি দিয়ে শুধু বেস বের হয় এবং অপরটি দিয়ে মেইন সাউন্ড বের হয় এর সাউন্ড ক্লাউড এবং ক্লিয়ার । এতে রয়েছে একটি টেম্পারেচার সেন্সর যার মাধ্যমে আপনি আপনার ঘরের তাপমাত্রা পর্যবেক্ষণ করতে পারবেন এবং একটি প্রতি নিয়ত আপডেট হয় । এতে ব্যবহার করা হয়েছে একটি সুন্দর ডিজিটাল ঘড়ি যা দেখতে খুব চমৎকার এবং এর যে এলার্ম সিস্টেম সেখানে আপনি একসঙ্গে দুইটি এলাম দিতে পারবেন ।এর এলার্ম এর সাউন্ড এতই লাউড যে আপনাকে জাগিয়ে তুলবেই । আর মেমোরি কার্ড এর সুবিধা রয়েছে আপনি চাইলে মেমোরি কার্ড লাগিয়ে গান শুনতে পারবেন । আর যেহেতু এটি একটি ব্লুটুথ স্পিকার তাই অবশ্যই ফোন এর সঙ্গে কানেক্ট করে গান শোনা যাবে আমার যে ফিচারটি সবথেকে ভালো লেগেছে সেটি হল এর রেডিও আপনি যদি ঢাকার আশেপাশে থাকেন তবে তো কোন কথাই নেই বাংলাদেশে অনেক রেডিও চ্যানেল রয়েছে যার মাধ্যমে আপনি সময় কাটাতে পারেন । এতে রয়েছে ডেডিকেটেড মাইক্রোফোন যার ফলে আপনি ফোনে কানেক্ট করে কথাও বলতে পারবেন ।
এবার চলে আসা যাক এর স্পোর্টস এন্ড বাটন নিয়ে ব্লুটুথ স্পিকার টির একদম উপরের দিকে রয়েছে মোট ছয়টি বাটন যার প্রথমটি স্পিকার যার প্রথমটি যার ঘড়ির ডিসপ্লের ব্রাইটনেস এবং তাপমাত্রা দেখার জন্য । পরের বাটনটি সময় ঠিক করার জন্য এবং এলাম দেওয়ার জন্য। তারপর একটি মোড বাটন এখানে M লেখা থাকবে যার মাধ্যমে আপনি মেমোরি কার্ড থেকে রেডিও , রেডিও থেকে ব্লুটুথ ইত্যাদি মোড চেঞ্জ করতে পারবেন । তারপর একটি ভলিউম ডাউন তারপর একটি পাওয়ার বাটন এবং সবশেষে রয়েছে ভলিউম ডাউন বাটন । তবে মজার ব্যাপার হচ্ছে আপনি ভলিউম আপ ডাউন বাটন দিয়ে গান চেঞ্জ করতে পারবেন ।একদম ডান দিকে রয়েছে মাইক্রো ইউএসবি পোর্ট যেটা দিয়ে আপনি চার্জ করতে পারবেন এবং তার পাশেই রয়েছে টি এফ পোর্ট অর্থাৎ যেখানে আপনি মেমোরি কার্ড প্রবেশ করাতে পারবেন .
আপনারা যারা ১০০০ টাকা আশেপাশে একটা কাজর জিনিস চাচ্ছেণ তাদের জন্য এই ব্লুটুথ স্পিকার টি একদম পার্ফেক্ট এতে একইসঙ্গে আপনি রেডিও এবং ঘড়ির মতো আরো অনেক কাজ করতে পারবেন ।