ওয়ানপ্লাস স্মার্টফোনের পাশাপাশি বাজারে নিয়ে এসেছে নতুন কিছু স্মার্টব্যান্ড। যেগুলো কম দামের ভিতরে দিচ্ছে অনেক ভালো মানের পণ্য। ওয়ানপ্লাস কিছু বছর হল মার্কেটে এসেছে। কিন্তু এই কয়েক বছরেই এই ব্র্যান্ড টক্কর দেওয়া শুরু করেছিল আইফোনের সাথেও। যাইহোক আজ কথা বলতে চাচ্ছি ওয়ানপ্লাস ব্র্যান্ডের একটি স্মার্ট ব্যান্ড নিয়ে। যেটির নাম ওয়ানপ্লাস ব্যান্ড।
তো চলুন কথা না বাড়িয়ে নিচে গিয়ে জেনে আসা যাক এই ব্যান্ডটির ব্যাপারে বিস্তারিতঃ⤵
এই ব্যান্ডের বক্স টি খোলার পরে পেয়ে যাবেন কাঙ্খিত ব্যান্ডটি। আরো পাবেন কিছু ইউজার ম্যানুয়াল এবং চার্জার। ওয়ানপ্লাস এর এই ব্যান্ডটিতে দেয়া হয়েছে ১০০ এমএইচের ব্যাটারি। যেটি ফুল চার্জ ব্যাকআপ দিবে ১০ দিনের মত।
এই ব্যান্ডের ডিসপ্লের বডিটি প্লাস্টিকের তৈরি। এর স্ট্রেপটি দেয়া হয়েছে সিলিকনের৷ ডিসপ্লেতে দেয়া হয়েছে গ্লাসের প্রটেকশন। ডিসপ্লেটি ১.১ ইঞ্চি। এটির রেজুলেশন হচ্ছে ১২৬×৩৯৪ পিক্সেল হওয়া এবং এটি অ্যামোলেড ডিসপ্লে। ডিসপ্লেটির ব্রাইটনেস একটু বেশি সেচুরেটেড ছিল। লাইট যেসব কালার রয়েছে সেগুলো একটু বেশি উজ্জ্বল লাগছিল। তবে ব্ল্যাক কালারের কোন জিনিস পারফেক্ট ভাবেই দেখা যাচ্ছিল। ডেলাইটেও এর ব্রাইটনেস ভালোই ফলাফল দিয়েছিল। ডিসপ্লেটিতে দেয়া হয়েছে টাচ কন্ট্রোলিং সিস্টেম। যেটা কন্ট্রোলের মাধ্যমে সব কিছু কন্ট্রোল করতে হবে। এটির টাচ রেসপন্স ছিল ভালোই। তবে একটু স্লো মনে হয়েছিলো, আরেকটু স্পিডি হলে ভালো হতো।
বাজারে এমআই ব্যান্ড৫ এবং হনর ব্যান্ড৬ , এই ওয়ানপ্লাস ব্যান্ডের কম্পিটিটর। এই ব্যান্ডে পাঁচটি ওয়াচফেইস রয়েছে। এছাড়াও স্মার্টফোনের মাধ্যমে বিভিন্ন ওয়ালপেপার এই ব্যান্ডটিতে এপ্লাই করা যাবে। তবে সেগুলোতে ৫টার বেশি ওয়াচ অ্যাপ্লাই করা যাবেনা।
এই ব্যান্ডের মধ্যে পাওয়া যাবে ডেইলি অ্যাকটিভিটিজ, ওয়ার্কআউটস, এসপিও ২, স্লিপ ট্র্যাক ইত্যাদি আরো অনেক কিছু পেয়ে যাবেন। যেগুলো দিয়ে, আপনি যদি ওয়ার্কআউট করেন তাহলে সেই ওয়ার্কআউট এর রেজাল্ট অথবা যদি হাঁটাহাঁটি বা দৌড়াদৌড়ি করেন তাহলে কতদূর দৌড়ালেন বা স্টেপ ফেললেন সেই হিসেবে পাওয়া যাবে।
এই ব্যান্ডটি দিয়ে আপনি আপনার স্মার্টফোনের মিউজিক কন্ট্রোল করতে পারবেন। ফোনে কল আসলে এটিতে সেই কল দেখা যাবে। এই ব্যান্ডটি দিয়ে সেই কল সাইলেন্ট অথবা কেটে দিতে পারবেন। তবে সেই কলটি ব্যান্ডটির মাধ্যমে রিসিভ করতে পারবেন না, কারণ এই ব্যান্ডটিতে কল রিসিভের কোন অপশন দেয়া হয়নি।
আপনার স্মার্টফোনের সাথে এর ব্লুটুথ কানেক্ট থাকলে, ওই স্মার্টফোনের নোটিফিকেশনগুলো এটাতে দেখতে পারবেন। এই ব্যান্ডটি আপনি আপনার স্মার্টফোনের সাথে কানেক্ট করতে পারবেন ‘ওয়ানপ্লাস হেলথ অ্যাপ’ নামক একটি অ্যাপ এর মাধ্যমে। যেটি গুগল প্লে স্টোরেই পেয়ে যাবেন।
এই ব্যান্ডটির আরেকটি আকর্ষণীয় দিক হচ্ছে এটি ওয়াটারপ্রুফ। এটি পড়ে গোসল করলে বা বৃষ্টিতে ভিজলে কোন ঝামেলা হবে না।
সেন্সর হিসেবে এই ব্যান্ডটি দেয়া হয়েছে ব্লাড অক্সিজেন সেন্সর। আরো দেয়া হয়েছে থ্রি এক্সিস এক্সেলোমিটার, জায়রোস্কোপ, অপটিক্যাল হার্টরেট সেন্সর এবং ভাইব্রেশন মোটর।
সব মিলিয়ে মোটামুটি একটি পারফেক্ট প্যাকেজ ছিল এই ওয়ানপ্লাস ব্যান্ডটি। বর্তমানে এই ব্যান্ডটির দাম ৪,৪০০ টাকা।